বেনিয়াপুকুর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র
বেনিয়াপুকুর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র। ১৯৫২ সালের বিধানসভা নির্বাচনেই শুধুমাত্র এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।[1] ১৮৮৯ সালে বেনিয়াপুকুর ও বালিগঞ্জ অঞ্চল দু’টি কলকাতা পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।[1] বেনিয়াপুকুর-বালিগঞ্জই ছিল কলকাতার একমাত্র দুই আসন-বিশিষ্ট বিধানসভা কেন্দ্র।[2] একটি আসন তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল এবং অপর আসনটি ছিল অসংরক্ষিত।[2]
উক্ত নির্বাচনে দু’টি আসনে জয়লাভ করেছিলেন যোগেশচন্দ্র গুপ্ত ও পুলিনবিহারী খাতিক। দু’জনেই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী।[3] নির্দল প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী যোগেন্দনাথ মণ্ডল ও ড. এ. এম. ও. গনি।[3][4]
তথ্যসূত্র
- Maitreyi Bardhan Roy (১৯৯৪)। Calcutta Slums: Public Policy in Retrospect (ইংরেজি ভাষায়)। Minerva Associates (Publications)। পৃষ্ঠা 1। আইএসবিএন 978-81-85195-62-9।
- Benoyendra Nath Banerjea (১৯৫১)। New Constitution of India (ইংরেজি ভাষায়)। A. Mukherjee। পৃষ্ঠা 167।
- "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF)। 178 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬।
- Sekhar Bandyopadhyay (৩ জুন ২০০৯)। Decolonization in South Asia: Meanings of Freedom in Post-independence West Bengal, 1947–52 (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 165। আইএসবিএন 978-1-134-01824-6।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.