ভারতের রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারত হল ২৮টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা এবং জেলাগুলি ক্ষুদ্রায়তন প্রশাসনিক বিভাগে বিভক্ত।
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | |
---|---|
![]() ছত্তীসগঢ়
গুজরাট
সিক্কিম
| |
শ্রেণী | যুক্তরাষ্ট্র |
অবস্থান | ভারতীয় প্রজাতন্ত্র |
সংখ্যা | ২৮টি রাজ্য ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল |
জনসংখ্যা | রাজ্য: ৬০৭,৬৮৮ সিক্কিম – ১৯৯,৫৮১,৪৭৭ উত্তরপ্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল: ৬৪,৪২৯ লাক্ষাদ্বীপ – ১১,০০৭,৮৩৫ জাতীয় রাজধানী অঞ্চল |
আয়তন | রাজ্য: ৩,৭০০ কিমি২ (১,৪২৯ মা২) গোয়া – ৩,৪২,২৬৯ কিমি২ (১,৩২,১৫১ মা২) রাজস্থান কেন্দ্রশাসিত অঞ্চল: ৩১ কিমি২ (১২ মা২) লাক্ষাদ্বীপ – ৮,০৭০ কিমি২ (৩,১১৭ মা২) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
সরকার | রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার (কেন্দ্রশাসিত অঞ্চল) |
বিভাগ | জেলা, বিভাগ |
তালিকা
রাজ্যসমূহ
রাজ্য | ঊ | যানবাহন সংকেত |
রাজধানী | বৃহত্তম শহর | রাজ্য প্রতিষ্ঠার তারিখ | জনসংখ্যা[1] | আয়তন (বর্গ কি.মি.) |
রাজ্য-পর্যায়ের সরকারী ভাষা[2] |
অতিরিক্ত রাজ্য-পর্যায়ের সরকারী ভাষা[2] |
---|---|---|---|---|---|---|---|---|---|
অন্ধ্র প্রদেশ | IN-AP | AP | হায়দ্রাবাদ (আইনত) অমরাবতী (কার্যত) টীকা ১[3][4] |
বিশাখাপত্তনম | ১ অক্টোবর ১৯৫৩ | ৪৯,৫০৬,৭৯৯ | ১৬০,২০৫ | তেলুগু | — |
অরুণাচল প্রদেশ | IN-AR | AR | ইটানগর | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | ১,৩৮৩,৭২৭ | ৮৩,৭৪৩ | ইংরেজি | — | |
আসাম | IN-AS | AS | দিসপুর | গুয়াহাটি | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৩১,২০৫,৫৭৬ | ৭৮,৫৫০ | অসমীয়া | বাংলা |
বিহার | IN-BR | BR | পাটনা | ২৬ জানুয়ারি ১৯৫০ | ১০৪,০৯৯,৪৫২ | ৯৪,১৬৩ | হিন্দি | উর্দু | |
ছত্তীসগঢ় | IN-CT | CG | নয়া রায়পুর | রায়পুর | ১ নভেম্বর ২০০০ | ২৫,৫৪৫,১৯৮ | ১৩৫,১৯৪ | হিন্দি | — |
গোয়া | IN-GA | GA | পানাজি | ভাস্কো দা গামা | ৩০ মে ১৯৮৭ | ১,৪৫৮,৫৪৫ | ৩,৭০২ | কোঙ্কণী | মারাঠি |
গুজরাত | IN-GJ | GJ | গান্ধীনগর | আহমদাবাদ | ১ মে ১৯৬০ | ৬০,৪৩৯,৬৯২ | ১৯৬,০২৪ | গুজরাতি | — |
হরিয়ানা | IN-HR | HR | চণ্ডীগড় | ফরিদাবাদ | ১ নভেম্বর ১৯৬৬ | ২৫,৩৫১,৪৬২ | ৪৪,২১২ | হিন্দি | পাঞ্জাবি[5][6] |
হিমাচল প্রদেশ | IN-HP | HP | শিমলা (গ্রীষ্মকালীন)
ধর্মশালা (শীতকালীন) |
শিমলা | ২৫ জানুয়ারি ১৯৭১ | ৬,৮৬৪,৬০২ | ৫৫,৬৭৩ | হিন্দি | ইংরেজি |
জম্মু ও কাশ্মীর | IN-JK | JK | শ্রীনগর (গ্রীষ্মকালীন) জম্মু (শীতকালীন) |
শ্রীনগর | ২৬ জানুয়ারি ১৯৫০ | ১২,৫৪১,৩০২ | ২২২,২৩৬ ১০১,৩৮৭টীকা ২ |
উর্দু | — |
ঝাড়খণ্ড | IN-JH | JH | রাঁচি | জামশেদপুর | ১৫ নভেম্বর ২০০০ | ৩২,৯৮৮,১৩৪ | ৭৪,৬৭৭ | হিন্দি | উর্দু[7] |
কর্ণাটক | IN-KA | KA | বেঙ্গালুরু | ১ নভেম্বর ১৯৫৬ | ৬১,০৯৫,২৯৭ | ১৯১,৭৯১ | কন্নড় | — | |
কেরল | IN-KL | KL | তিরুবনন্তপুরম | কোচি | ১ নভেম্বর ১৯৫৬ | ৩৩,৪০৬,০৬১ | ৩৮,৮৬৩ | মালয়ালম | — |
মধ্য প্রদেশ | IN-MP | MP | ভোপাল | ইন্দোর | ১ নভেম্বর ১৯৫৬ | ৭২,৬২৬,৮০৯ | ৩০৮,২৫২ | হিন্দি | — |
মহারাষ্ট্র | IN-MH | MH | মুম্বই | ১ মে ১৯৬০ | ১১২,৩৭৪,৩৩৩ | ৩০৭,৭১৩ | মারাঠি | — | |
মণিপুর | IN-MN | MN | ইম্ফল | ২১ জানুয়ারি ১৯৭২ | ২,৮৫৫,৭৯৪ | ২২,৩৪৭ | মেইতেই | ইংরেজি | |
মেঘালয় | IN-ML | ML | শিলং | ২১ জানুয়ারি ১৯৭২ | ২,৯৬৬,৮৮৯ | ২২,৭২০ | ইংরেজি | খাসি[lower-alpha 1] | |
মিজোরাম | IN-MZ | MZ | আইজল | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | ১,০৯৭,২০৬ | ২১,০৮১ | ইংরেজি, হিন্দি, মিজো | — | |
নাগাল্যান্ড | IN-NL | NL | কোহিমা | ডিমাপুর | ১ ডিসেম্বর ১৯৬৩ | ১,৯৭৮,৫০২ | ১৬,৫৭৯ | ইংরেজি | — |
ওড়িশা | IN-OR | OD | ভূবনেশ্বর | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৪১,৯৭৪,২১৮ | ১৫৫,৮২০ | ওড়িয়া | — | |
পাঞ্জাব | IN-PB | PB | চণ্ডীগড় | লুধিয়ানা | ১ নভেম্বর ১৯৬৬ | ২৭,৭৪৩,৩৩৮ | ৫০,৩৬২ | পাঞ্জাবি | — |
রাজস্থান | IN-RJ | RJ | জয়পুর | ১ নভেম্বর ১৯৫৬ | ৬৮,৫৪৮,৪৩৭ | ৩৪২,২৬৯ | হিন্দি | ইংরেজি | |
সিক্কিম | IN-SK | SK | গ্যাংটক | ১৬ মে ১৯৭৫ | ৬১০,৫৭৭ | ৭,০৯৬ | ইংরেজি | ভুটিয়া, গুরুং, লেপচা, লিম্বু, মাংগার, মুখিয়া, নেওয়ারি, রাই, শেরপা, তামাং | |
তামিল নাড়ু | IN-TN | TN | চেন্নাই | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৭২,১৪৭,০৩০ | ১৩০,০৫৮ | তামিল | ইংরেজি | |
তেলঙ্গানা | IN-TG | TS | হায়দ্রাবাদটীকা ১ | ২ জুন ২০১৪ | ৩৫,১৯৩,৯৭৮[8] | ১১৪,৮৪০[8] | তেলুগু, উর্দু[9] | — | |
ত্রিপুরা | IN-TR | TR | আগরতলা | ২১ জানুয়ারি ১৯৭২ | ৩,৬৭৩,৯১৭ | ১০,৪৯২ | বাংলা, ককবরক, ইংরেজি | — | |
উত্তর প্রদেশ | IN-UP | UP | লখনউ | কানপুর | ২৬ জানুয়ারি ১৯৫০ | ১৯৯,৮১২,৩৪১ | ২৪৩,২৮৬ | হিন্দি | উর্দু |
উত্তরাখণ্ড | IN-UT | UK | দেরাদুনটীকা ৩ | ৯ নভেম্বর ২০০০ | ১০,০৮৬,২৯২ | ৫৩,৪৮৩ | হিন্দি | সংস্কৃত[10] | |
পশ্চিমবঙ্গ | IN-WB | WB | কলকাতা | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৯১,২৭৬,১১৫ | ৮৮,৭৫২ | বাংলা, নেপালি[lower-alpha 2] | হিন্দি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া এবং পাঞ্জাবি | |
- ^টীকা ১ ২০১৪ সালে ২রা জুন তারিখে অন্ধ্র প্রদেশকে দুইটি রাজ্যে ভাগ করা হয়; একটি হল তেলঙ্গানা এবং অবশিষ্টাংশের নাম অন্ধ্র প্রদেশ রাখা হয়।[11][12][13] হায়দ্রাবাদ শহরটি সম্পূর্ণরূপে তেলঙ্গানার সীমানার ভেতরে পড়লেও কিছু সময়ের জন্য (সর্বোচ্চ ১০ বছর) উভয় রাজ্যের রাজধানীর দায়িত্ব পালন করবে।[14] ২০১৭ সালের প্রথমার্ধে অন্ধ্র প্রদেশের সরকার ও বিধানসভা রাজ্যটির পরিকল্পিত নতুন রাজধানী শহর অমরাবতীতে অস্থায়ী কাঠামোসমূহের স্থানান্তর সম্পন্ন করে।[3]
- ^টীকা ২ ভারতের দাবী অনুযায়ী জম্মু ও কাশ্মীরের আয়তন ২২২,২৩৬ বর্গকিলোমিটার; এর মধ্যে ১০১,৩৮৭ বর্গকিলোমিটার এলাকা ভারতীয় প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে।
- ^টীকা ৩ দেরাদুন উত্তরাখণ্ডের অস্থায়ী রাজধানী। গৈরসৈণ শহরটিকে রাজ্যের নতুন রাজধানী শহর বানানোর পরিকল্পনা আছে।
কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
কেন্দ্রশাসিত অঞ্চল | আইএসও ৩১৬৬-২:আইএন | যানবাহন সংকেত |
রাজধানী | বৃহত্তম শহর | জনসংখ্যা[1] | আয়তন (বর্গ কি.মি.) |
অঞ্চল-পর্যায়ের সরকারী ভাষা[2] |
অতিরিক্ত অঞ্চল-পর্যায়ের সরকারী ভাষা[2] |
---|---|---|---|---|---|---|---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | IN-AN | AN | পোর্ট ব্লেয়ার | ৩৮০,৫৮১ | ৮,২৪৯ | হিন্দি, ইংরেজি | — | |
চণ্ডীগড় | IN-CH | CH | চণ্ডীগড় | —[lower-alpha 3] | ১,০৫৫,৪৫০ | ১১৪ | ইংরেজি ভাষা | — |
দাদরা ও নগর হাভেলি | IN-DN | DN | সিলবাস্সা | ৩৪৩,৭০৯ | ৪৯১ | গুজরাটি, হিন্দি | মারাঠি ভাষা | |
দমন ও দিউ | IN-DD | DD | দমন | ২৪৩,২৪৭ | ১১২ | হিন্দি, ইংরেজি, গুজরাটি, কোঙ্কণী[lower-alpha 4] | — | |
দিল্লি | IN-DL | DL | নতুন দিল্লি | —[lower-alpha 5] | ১৬,৭৮৭,৯৪১ | ১,৪৯০ | হিন্দি ভাষা | পাঞ্জাবী, উর্দু[15] |
লক্ষদ্বীপ | IN-LD | LD | কাবারট্টি | ৬৪,৪৭৩ | ৩২ | ইংরেজি ভাষা | হিন্দি ভাষা | |
পুদুচেরি | IN-PY | PY | পুদুচেরি | ১,২৪৭,৯৫৩ | ৪৯২ | ইংরেজি ভাষা,[16] তামিল | মালয়ালম, তেলুগু |
প্রাক্তন রাজ্যসমূহ
মানচিত্র | রাজ্য | রাজধানী | বছর | উত্তরাধিকারী রাজ্য(সমূহ) |
---|---|---|---|---|
![]() |
মধ্য ভারত | গোয়ালিয়র (শীতকালীন) ইন্দোর (গ্রীষ্মকালীন) |
১৯৪৭–১৯৫৬ | মধ্য প্রদেশ |
পূর্ব রাজ্যসংঘ | রায়পুর | ১৯৪৭–১৯৪৮ | বিহার, ওড়িশা, মধ্য প্রদেশ | |
![]() |
মাদ্রাজ রাজ্য | মাদ্রাজ | ১৯৫০–১৯৬৯ | তামিল নাড়ু |
![]() |
মহীশূর রাজ্য | মহীশূর | ১৯৪৭–১৯৭৩ | কর্ণাটক |
![]() |
পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্যসংঘ | পাতিয়ালা | ১৯৪৮–১৯৫৬ | পাঞ্জাব, ভারত |
![]() |
বোম্বে রাজ্য | বোম্বে | ১৯৪৭–১৯৬০ | মহারাষ্ট্র, গুজরাত |
![]() |
ভোপাল রাজ্য | ভোপাল | ১৯৪৯–১৯৫৬ | মধ্য প্রদেশ |
![]() |
সৌরাষ্ট্র | রাজকোট | ১৯৪৮–১৯৫৬ | বোম্বে রাজ্য |
![]() |
কুর্গ রাজ্য | মাদিকেরি | ১৯৫০–১৯৫৬ | মহীশূর রাজ্য |
![]() |
তিরু-কোচিন | তিরুবনন্তপুরম | ১৯৪৯–১৯৫৬ | কেরল, মাদ্রাজ রাজ্য |
হায়দ্রাবাদ রাজ্য | হায়দ্রাবাদ | ১৯৪৮–১৯৫৬ | অন্ধ্র প্রদেশ | |
![]() |
বিন্ধ্য প্রদেশ | রেওয়া | ১৯৪৮–১৯৫৬ | মধ্য প্রদেশ |
![]() |
কচ্ছ রাজ্য | ভুজ | ১৯৪৭–১৯৫৬ | বোম্বে রাজ্য |
![]() |
বিলাসপুর রাজ্য | বিলাসপুর | ১৯৪৮–১৯৫৪ | হিমাচল প্রদেশ |
![]() |
কুচবিহার রাজ্য | কুচবিহার | ১৯৪৯ | পশ্চিমবঙ্গ |
![]() |
আজমির রাজ্য | আজমির | ১৯৪৭–১৯৫৬ | রাজস্থান |
টীকা
- মেঘালয় রাজ্যের জৈন্তা-খাসি পাহাড়ের জেলাগুলিতে অবস্থিত রাজ্য সরকারের জেলা, উপ-বিভাগ ও ব্লক স্তরের কার্যালয়গুলিতে সমস্ত উদ্দেশ্যে খাসি ভাষাকে সহকারী প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে।
- দার্জিলিং জেলার দার্জিলিং ও কুরসেওং উপবিভাগগুলিতে বাংলা ও নেপালি প্রাতিষ্ঠানিক ভাষা।
- চণ্ডীগড় একই সাথে একটি শহর ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
- রাজ্য/কেন্দ্রের সাথে যোগাযোগ হিন্দি বা ইংরেজিতে করতে বলা হয়েছে।
- দিল্লি একই সাথে একটি শহর ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
তথ্যসূত্র
- "List of states with Population, Sex Ratio and Literacy Census 2011"।
- "Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013)" (PDF)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। ৮ জুলাই ২০১৬ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫।
- http://www.gulte.com/news/56377/After-2200-Years-Amaravati-Gets-Back-Power
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮।
- "Haryana grants second language status to Punjabi"। Hindustan Times। ২৮ জানুয়ারি ২০১০।
- "Punjabi gets second language status in Haryana"। Zee news। ২৮ জানুয়ারি ২০১০।
- http://ierj.in/journal/index.php/ierj/article/viewFile/386/364
- "Telangana State Profile" (PDF)। Telangana government portal। পৃষ্ঠা 34। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
- "Urdu Gets First Language Status"।
- "Sanskrit: Reviving the language in today’s India – Livemint"।
- "Bifurcated into Telangana State and residual Andhra Pradesh State"। The Times Of India। ২ জুন ২০১৪।
- "The Gazette of India : The Andhra Pradesh Reorganization Act, 2014" (PDF)। Ministry of Law and Justice। Government of India। ১ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
- "The Gazette of India : The Andhra Pradesh Reorganization Act, 2014 Sub-section" (PDF)। ৪ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।
- Sanchari Bhattacharya (১ জুন ২০১৪)। "Andhra Pradesh Minus Telangana: 10 Facts"। NDTV।
- "Official Language Act 2000" (PDF)। Government of Delhi। ২ জুলাই ২০০৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।
- http://www.lawsofindia.org/pdf/puducherry/1965/1965Pondicherry3.pdf
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.