ভুবনেশ্বর

ভুবনেশ্বর (সাঁওতালি: ᱵᱷᱩᱵᱽᱱᱮᱥᱚᱨ) (ওড়িয়া: ଭୁବନେଶ୍ୱର; (উচ্চারণ) ), ভারতের পূর্ব দিকে অবস্থিত ওড়িশা রাজ্যের রাজধানী। ভুবনেশ্বর, ওড়িশা রাজ্যের বৃহত্তম ও ব্যস্ততম শহর।

ভুবনেশ্বর
ଭୁବନେଶ୍ୱର
ᱵᱷᱩᱵᱽᱱᱮᱥᱚᱨ
রাজধানী
উপর থেকে; বাঁ থেকে ডানে: উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা, লিঙ্গরাজ মন্দির, রাজারাণী মন্দির, নন্দনকানন প্রাণি উদ্যান এবং ধউলি বৌদ্ধ বিহার
ডাকনাম: One of the Temple City of India
স্থানাঙ্ক: ২০.২৭° উত্তর ৮৫.৮৪° পূর্ব / 20.27; 85.84
দেশভারত
রাজ্যওড়িশা
জেলাখোরদা জেলা
সরকার
  ধরনMayor–Council
  শাসকভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশন (বি.এম.সি)
  মেয়রআনন্ত নারায়ণ জেনা (বীজূ জনতা দল)
  পৌর কমিশনারকৃষাণ কুমার (ভারতীয় প্রশাসনিক সেবা কর্মকর্তা)
  পুলিশ কমিশনাররাজেন্দ্র প্রসাদ শর্মা (ভারতীয় পুলিশ সার্ভিস কর্মকর্তা)
আয়তন
  রাজধানী১৩৫ কিমি (৫২ বর্গমাইল)
  মহানগর৩৯৩.৫৭ কিমি (১৫১.৯৬ বর্গমাইল)
উচ্চতা৪৫ মিটার (১৪৮ ফুট)
জনসংখ্যা (2011)[1]
  রাজধানী৮,৩৭,৭৩৭
  ক্রম56
  জনঘনত্ব৪৮০০/কিমি (১২০০০/বর্গমাইল)
  মহানগর[2]৮,৮১,৯৮৮
বিশেষণBhubaneswarites
Languages
  Officialওড়িয়া
ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
PIN৭৫১ ০xx
Telephone code০৬৭৪
যানবাহন নিবন্ধনOR-02/OD-02/OD-33
UN/LOCODEIN BBI
ওয়েবসাইটwww.bmc.gov.in

নামকরণ

প্রাচীন কালে ভুবনেশ্বর; "কলিঙ্গ" এবং "উৎকল" নামে পরিচিত ছিল। "ভুবনেশ্বর" নামটির উৎপত্তি হয় ত্রিভুবনেশ্বর নাম থেকে, যার আক্ষরিক অর্থ হচ্ছে ত্রিভূবনের ঈশ্বর, যা পরোক্ষভাবে শিব ঠাকুর কে বোঝায়।[3]

ইতিহাস

এই শহরের আছে ৩,০০০ বছরের ইতিহাস যা মহামেঘ-বহন ছেদি রাজত্বের আমলে শুরু হয় (আনুমানিক ২য় খৃস্টপুর্ববাব্দে) যখন এর রাজধানী ছিল শিশুপালগড়

পর্যটন

বিশ্বের বিখ্যাত সূর্য মন্দির, কোণার্ক সূর্য মন্দির ভুবনেশ্বরের থেকে ৬৬.১ কি.মি দূরে অবস্থিত।

খেলাধুলা

হকি শহরের জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক হকি আয়োজনের উদ্দেশ্যে কলিঙ্গ স্টেডিয়াম তৈরী করা হয়।

পরিবহণ

আকাশপথে

বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের প্রধান ও একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়ালালামপুরে যেতে এখান থেকে সরাসরি ফ্লাইট রয়েছে।

রেলপথে

পূর্ব উপকূলীয় রেল এর সদর দপ্তর এই শহরে অবস্থিত। এই শহরে বিবিধ রেলওয়ে স্টেশন রয়েছে :

স্টেশনের নাম স্টেশন কোড মোট প্লাটফর্ম আনুষাঙ্গিক তথ্য
নতুন ভুবনেশ্বর বিবিএসএন (BBSN) নির্মাণাধীন
Patia পিটিএবি (PTAB) শুধু প্যাসেঞ্জের ট্রেন
Mancheswar এমসিএস (MCS) সুপার ফাস্ট ও এক্সপ্রেস ট্রেন
বাণীবিহার বিএনবিএইচ (BNBH) শুধু প্যাসেঞ্জের ট্রেন
ভুবনেশ্বর বিবিএস (BBS) প্রধান স্টেশন
লিঙ্গরাজ মন্দির সড়ক এলজিটিআর (LGTR)

চিত্রমালা

পাদটীকা

তথ্যসূত্র

  1. "Cities having population 1 lakh and above" (PDF)। Census of India, Government of India। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১১
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF)। Census of India, Government of India। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১১
  3. Kalia, Ravi (১৯৯৪)। Bhubaneswar: From a Temple Town to a Capital City। SIU Press। পৃষ্ঠা 3। আইএসবিএন 9780809318766।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.