পানাজি

পানাজি (ইংরেজি: Panaji) বা পাঞ্জিম ভারতের গোয়া রাজ্যের উত্তর গোয়া জেলার একটি শহর যা গোয়া রাজ্যের বর্তমান রাজধানী। শহরটি মাণ্ডবী নদীর তীরে অবস্থিত।

পানাজি
শহর
পানাজি
গোয়া, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১৫°২৯′৫৬″ উত্তর ৭৩°৪৯′৪০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যগোয়া
জেলাউত্তর গোয়া
সরকার
  Mayorটোনি রড্রিগুয়েজ altitude=60
আয়তন
  মোট৩৬ কিমি (১৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৫)
  মোট৬৫,৫৮৬
  জনঘনত্ব১৮২১/কিমি (৪৭২০/বর্গমাইল)
ভাষা
  অফিসিয়ালকোঙ্কানি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন403 001
টেলিফোন কোড0832
যানবাহন নিবন্ধনGA-01, GA-07

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে পানাজি শহরের জনসংখ্যা হল ৫৮,৭৮৫ জন।[1] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পানাজি এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.