রাজপুর সোনারপুর

রাজপুর সোনারপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

রাজপুর সোনারপুর
রাজপুর সোনারপুর
জনসংখ্যা (২০০১)
  মোট৩,৩৬,৩৯০

ভৌগোলিক অবস্হান

রাজপুর ২২,৪১ ° N, এটা 8 মিটার (২৬ ফুট) হতে এর গড় উচ্চতা হল ৮৮,৪২ ° পূঃ এ অবস্থিত।

সোনারপুর ২২,৪৩° N, এটি 9 মিটার (৩০ফুট) হতে এর গড় উচ্চতা হল ৮৮,৪২ ° পূঃ এ অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

জনগণনা ভারতের রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালে রাজপুর-সোনারপুর গ্রামীণ জনসংখ্যা ৪২৩৮০৬ হয়, পুরুষ ও মহিলা যথাক্রমে 2২১৫৯৮৩ এবং ২০৭৮২৩ যা. ; তার মহানগর / শহুরে জনসংখ্যা হল ১৪১১২৫৩৬,পুরুষ ও মহিলা যথাক্র৭৩ মে ১৯৬৮২ এবং ৬৭৯২৮৫৪।[1]

তথ্যসূত্র

  1. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.