যাদবপুর লোকসভা কেন্দ্র
যাদবপুর লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পূর্ব-পশ্চিমাঞ্চল নিয়ে এই কেন্দ্রটি গঠিত। ২২ নং যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। [2]
অস্তিত্ব | ১৯৭৭-বর্তমান |
---|---|
সংরক্ষণ | নেই |
বর্তমান সাংসদ | মিমি চক্রবর্তী |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনের বছর | ২০১৯ |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
মোট ভোটদাতা | ১,৫৯৫,৭৪৬[1] |
বিধানসভা কেন্দ্র | বারুইপুর পূর্ব (এসসি) বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ ভাঙড় যাদবপুর সোনারপুর উত্তর টালিগঞ্জ |
বিধানসভা কেন্দ্রসমূহ
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ এর যাদবপুর লোকসভা কেন্দ্রে ২০০৯ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[2]
- ১৩৭ নং বারুইপুর পূর্ব (এসসি)
- ১৪০ নং বারুইপুর পশ্চিম
- ১৪৭ নং সোনারপুর দক্ষিণ
- ১৪৮ নং ভাঙড়
- ১৫০ নং যাদবপুর
- ১৫১ নং সোনারপুর উত্তর
- ১৫২ নং টালিগঞ্জ
২০০৪ সালের পূর্বে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[3]
- ১০৪ নং বারুইপুর পূর্ব
- ১০৮ নং যাদবপুর
- ১১০ নং বিষ্ণুপুর পূর্ব (এসসি)
- ১১২ নং বেহালা পূর্ব
- ১১৩ নং বেহালা পশ্চিম
- ১২০ নং মগরাহাট পশ্চিম
- ১৪৭ নং কবিতীর্থ
সংসদ সদস্য
লোকসভা | স্থিতিকাল | কেন্দ্র | এমপির নাম | পার্টি |
---|---|---|---|---|
ষষ্ঠম লোকসভা | ১৯৭৭-১৯৮০ | যাদবপুর | সোমনাথ চট্টোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[4] |
সপ্তম লোকসভা | ১৯৮০-১৯৮৪ | সোমনাথ চট্টোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[5] | |
অষ্টম লোকসভা | ১৯৮৪-১৯৮৯ | মমতা ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[6] | |
নবম লোকসভা | ১৯৮৯-১৯৯১ | মালিনী ভট্টাচার্য | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7] | |
দশম লোকসভা | ১৯৯১-১৯৯৬ | মালিনী ভট্টাচার্য | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8] | |
একাদশ লোকসভা | ১৯৯৬-১৯৯৮ | কৃষ্ণা বসু | ভারতীয় জাতীয় কংগ্রেস[9] | |
দ্বাদশ লোকসভা | ১৯৯৮-১৯৯৯ | কৃষ্ণা বসু | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[10] | |
ত্রয়োদশ লোকসভা | ১৯৯৯-২০০৪ | কৃষ্ণা বসু | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[11] | |
চতুর্দশ লোকসভা | ২০০৪-২০০৯ | সুজন চক্রবর্তী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12] | |
পঞ্চদশ লোকসভা | ২০০৯-২০১৪ | কবীর সুমন | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[13] | |
ষোড়শ লোকসভা | ২০১৪-২০১৯ | সুগত বসু | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[14] | |
সপ্তদশ লোকসভা | ২০১৯-বর্তমান | মিমি চক্রবর্তী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
প্রধান প্রতিযোগী, ১৯৭৭-২০০৯
বেশিরভাগ প্রতিযোগিতা ছিল বিভিন্ন ধরনের।তবে, কেবল বিজয়ী এবং রানারআপের নীচে উল্লেখ করা হয়েছে:
নির্বাচনী ফলাফল
সাধারণ নির্বাচন ২০১৯
Source:Source
সাধারণ নির্বাচন, ২০১৯: যাদবপুর | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | মিমি চক্রবর্তী | ৬,৮৮,৪৭২ | ৪৭.৯১ | +১.৯৯ | |
বিজেপি | অনুপম হাজরা | ৩,৯৩,২৩৩ | ২৭.৩৭ | +১৫.১৫ | |
সিপিআই(এম) | বিকাশ রঞ্জন ভট্টাচার্য | ৩,০২,২৬৪ | ২১.০৪ | -১৫.০৪ | |
নির্দল | কার্তিক কয়াল | ৯,৩৭৮ | ০.৬৫ | +০.৬৫ | |
পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম | অনুরাধা পুতাতুন্দা | ৫,৫৪৯ | ০.৩৯ | +০.৩৯ | |
বিএসপি | বিমল কৃষ্ণ মণ্ডল | ৫,১১৪ | ০.৩৬ | +০.০৫ | |
নির্দল | অতনু চাট্টার্জী | ২,৩৪৫ | ০.১৬ | ০.০ | |
নোটা | নোটা | ১৫,৫৪১ | ১.০৮ | -০.১৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৯৫,২৩৯ | ২০.৫৪ | |||
ভোটার উপস্থিতি | ১৪,৩৬,৮৯৪ | ||||
নিবন্ধিত ভোটার | |||||
তৃণমূল কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -৮.৫৭ |
সাধারণ নির্বাচন ২০১৪
সাধারণ নির্বাচন, ২০১৪: যাদবপুর[14] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | ডা. সুগত বসু | ৫৮৪,২৪৪ | ৪৫.৯২ | -৩.৯২ | |
সিপিআই(এম) | ডা. সুজন চক্রবর্তী | ৪৫৯,০৪১ | ৩৬.০৮ | -৮.৫৭ | |
বিজেপি | স্বরুপ প্রসাদ ঘোষ | ১৫৫,৫১১ | ১২.২২ | +১০.৩২ | |
কংগ্রেস | সমীর আইচ | ২৬,৩৪৪ | ২.০৭ | ||
এসইউসিআই(সি) | ডা. অশোক কুমার সামন্ত | ১১,৩১৭ | ০.৮৯ | ||
বিএসপি | সন্ধ্যা মণ্ডল | ৩,৯৪৫ | ০.৩১ | -০.০৪ | |
নির্দল | মঙ্গল কুমার সরদার | ৩,৪০৬ | ০.২৭ | ||
নির্দল | সুশান্ত কুমার নস্কর | ৩,০৬৭ | ০.২৪ | ||
নির্দল | শ্যামলি দাস | ২,৮৮৫ | ০.২৩ | ||
নির্দল | কার্তিক কয়াল | ২,৮৩৭ | ০.২২ | ||
আরজেপি | হাসিবুল ইসলাম মীর | ১,৪৬৪ | ০.১১ | ||
বিএমপি | পিন্টু সাঁপুই | ১,৩৪০ | ০.১০ | ||
নির্দল | অশোক কুমার সাউ | ১,২৯৪ | ০.১০ | ||
নোটা | নোটা | ১৫,৬৬৭ | ১.২৩ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৫,২০৩ | ৯.৮৪ | +৫.৬২ | ||
ভোটার উপস্থিতি | ১২,৭২,৩৬২ | ৭৯.৭৩ | -১.৭৪ | ||
তৃণমূল কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +৫.৩২ |
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ![]() |
৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ![]() |
২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ![]() |
২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ![]() |
২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ![]() |
২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ![]() |
৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ![]() |
১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ![]() |
০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
তথ্যসূত্র
- "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"। West Bengal। Election Commission of India। জুন ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- "Delimitation Commission Order No. 18" (PDF)। Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭।
- "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF)। Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১।
- "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।