আলিপুর সদর মহকুমা
আলিপুর সদর মহকুমা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সদর মহকুমা। বজবজ, পূজালি ও মহেশতলা – এই তিনটি পুরসভা এবং বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২ ও ঠাকুরপুকুর মহেশতলা – এই পাঁচটি ব্লক নিয়ে আলিপুর সদর মহকুমা গঠিত। এই পাঁচটি ১০টি সেনসাস টাউন ও ৪৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর আলিপুরে।
আলিপুর সদর মহকুমা আলিপুর সদর মহকুমা | |
---|---|
স্থানাঙ্ক: ২২.৫৩° উত্তর ৮৮.৩৩° পূর্ব |
এলাকা
বজবজ, পূজালি ও মহেশতলা পুরসভা ছাড়াও আলিপুর সদর মহকুমায় ১০টি সেনসাস টাউন ও ৪৫টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল রয়েছে। এই নগর ও গ্রামাঞ্চলগুলি বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২ ও ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্ভুক্ত।[1] সেনসাস টাউনগুলি হল : বিষ্ণুপুর, কন্যানগর, আমতলা, চক এনায়েতনগর, বলরামপুর, উত্তর রায়পুর, বিড়লাপুর, চক কাশীপুর, বোয়ালি ও চট্টা কালিকাপুর।[2]
প্রশাসনিক বিভাগসমূহ
বিষ্ণুপুর-১ ব্লক
বিষ্ণুপুর-১ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : আমগাছিয়া, দক্ষিণ গৌরীপুর চকধীর, কুলেরদাড়ি, রসখালি, আঁধার মানিক, পানাকুয়া, ভাণ্ডারিয়া কাস্তেকুমারী, জুলপিয়া, পশ্চিম বিষ্ণুপুর, ক্যাওড়াডাঙা ও পূর্ব বিষ্ণুপুর।[1] শহরাঞ্চলগুলি হল : বিষ্ণুপুর ও কন্যানগর।[2] Bishnupur police station serves this block.[3] এই ব্লকের সদর বিষ্ণুপুর।[4]
বিষ্ণুপুর-২ ব্লক
বিষ্ণুপুর-২ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : বাখরাহাট, কঙ্গনবেড়িয়া, পাথরবেড়িয়া জয়চণ্ডীপুর, চক এনায়েতনগর, খাগড়ামুড়ি, চণ্ডী, মৌখালি, রামকৃষ্ণপুর বোরহানপুর, গোবিন্দপুর কালীচরণপুর, নহজারি ও পঞ্চানন।[1] শহরাঞ্চলগুলি হল : আমতলা ও চক এনায়েতনগর।[2] এই ব্লক বিষ্ণুপুর থানার অন্তর্গত।[3] সদর বাখরাহাট [4]।
বজবজ-১ ব্লক
বজবজ-১ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ৬টি গ্রাম পঞ্চায়েত হল : বুটা, মায়াপুর, রাজীবপুর, চিংড়িপোতা, নিশ্চিন্তপুর ও উত্তর রায়পুর।[1] শহরাঞ্চলগুলি হল : বলরামপুর, উত্তর রায়পুর ও বিড়লাপুর।[2] ব্লকটি বজবজ থানার অন্তর্গত।[3] ব্লকের সদর পূর্ব নিশ্চিন্তপুর।[4]
বজবজ-২ ব্লক
বজবজ-২ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : বুরুল, গজপোয়ালি, নস্করপুর, সাতগাছিয়া, চকমানিক, কামরাবাদ, উত্তর বাওয়ালি, দক্ষিণ বাওয়ালি, ডোঙ্গারিয়া রায়পুর, কাশীপুর, আলমপুর ও রায়না।[1] শহরাঞ্চলগুলি হল : চক কাশীপুর ও বোয়ালি। ব্লকটি নাদাখালি থানার অন্তর্গত।[3] সদর ডোঙ্গারিয়া।[4]
আইনবিভাগীয় কেন্দ্রসমূহ
সীমানা পুনর্নির্ধারণ কমিটির পশ্চিমবঙ্গের আইনসভার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্দেশের ভিত্তিতে আলিপুর সদর মহকুমার আইনবিভাগীয় এলাকাগুলি বর্তমানে নিম্নোক্ত রূপ ধারণ করেছে [5]:
বিধানসভা কেন্দ্র
কেন্দ্রের নাম | এলাকা |
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র | বিষ্ণুপুর-২ ব্লক ও বজবজ-২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত ক্ষেত্র, যথা – বুরুল, চকমানিক, গজপোয়ালি, কামরাবাদ, নস্করপুর, রানিয়া ও সাতগাছিয়া |
বজবজ বিধানসভা কেন্দ্র | বজবজ-১ ব্লক ও বজবজ-২ ব্লকের অপর চারটি গ্রাম পঞ্চায়েত, বজবজ ও পূজালি পুরসভা |
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতির জন্য সংরক্ষিত) | বিষ্ণুপুর-১ ব্লক ও ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অসুতি-১, অসুতি-২, চট্টা ও রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েত |
কসবা বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ ও ১০৮ নং ওয়ার্ড |
যাদবপুর বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৯ ও ১১০ নং ওয়ার্ড |
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০, ১১১, ১১২, ১১৩ ও ১১৪ নং ওয়ার্ড |
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১১৮, ১১৯, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১ ও ১৩২ নং ওয়ার্ড |
বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১১৫, ১১৬, ১১৭, ১২০, ১২১, ১২২, ১২৩ ও ১২৪ নং ওয়ার্ড এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের জোকা-১ ও জোকা-২ গ্রাম পঞ্চায়েত |
মহেশতলা বিধানসভা কেন্দ্র | মহেশতলা পুরসভার ৮ এবং ১১ থেকে ৩৫ নং ওয়ার্ড |
মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১৩৬, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০ ও ১৪১ নং ওয়ার্ড এবং মহেশতলা পুরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯ ও ১০ নং ওয়ার্ড |
লোকসভা কেন্দ্র
কেন্দ্রের নাম | এলাকা |
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র | সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র |
যাদবপুর লোকসভা কেন্দ্র | যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র |
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র | কসবা, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। |
বিশিষ্ট ব্যক্তিত্ব
- সৌরভ গঙ্গোপাধ্যায় - ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
- মমতা বন্দ্যোপাধ্যায় - জননেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা।
- উৎপল দত্ত - নাট্যব্যক্তিত্ব ও চিত্রাভিনেতা।
পাদটীকা
- "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"। West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৪।
- "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৪।
- "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৪।
- "Contact details of Block Development Officers"। South 24 Parganas district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭।
- "Press Note, Delimitation Commission" (PDF)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা p.12–14,24। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৭।