আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন
আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার সদর আলিপুরদুয়ার শহরকে রেল-পরিষেবা প্রদানকারী চারটি রেল স্টেশনের অন্যতম। এই স্টেশনের কোড হল এপিডিজে। এই স্টেশনের পার্শ্ববর্তী স্টেশনটি হল নিউ আলিপুরদুয়ার জংশন (স্টেশন কোড এনওকিউ)।
আলিপুরদুয়ার জংশন | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | ||||||||||||||||
![]() আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন | ||||||||||||||||
অবস্থান | বিএফ রোড, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জেলা, পশ্চিমবঙ্গ ভারত | |||||||||||||||
স্থানাঙ্ক | ২৬.৫২৩৭° উত্তর ৮৯.৫৩৩৫° পূর্ব | |||||||||||||||
উচ্চতা | ৫৩ মিটার (১৭৪ ফু) | |||||||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | |||||||||||||||
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল | |||||||||||||||
লাইন (সমূহ) | নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-শামুকতলা রোড লাইন, আলিপুরদুয়ার-বামনহাট ব্রাঞ্চ লাইন | |||||||||||||||
প্ল্যাটফর্ম | ৩ | |||||||||||||||
নির্মাণ | ||||||||||||||||
গঠনের ধরণ | অ্যাট গ্রাউন্ড | |||||||||||||||
পার্কিং | পাওয়া যায় | |||||||||||||||
অন্য তথ্য | ||||||||||||||||
অবস্থা | কার্যকর | |||||||||||||||
স্টেশন কোড | APDJ | |||||||||||||||
জোন(সমূহ) | উত্তরপূর্ব সীমান্ত রেল | |||||||||||||||
বিভাগ(সমূহ) | আলিপুরদুয়ার | |||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||
আগের নাম | কোচবিহার স্টেট রেলওয়ে | |||||||||||||||
পরিসেবাসমূহ | ||||||||||||||||
| ||||||||||||||||
অবস্থান | ||||||||||||||||
![]() ![]() আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন Location in West Bengal |
ইতিহাস
১৯০১ সালে কোচবিহার স্টেট রেলওয়ে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের গীতলদহ থেকে একটি টেমপ্লেট:Track gauge ন্যারো গেজ লাইন নির্মাণ করে। এই লাইনটি আলিপুরদুয়ারের উপর দিয়ে প্রসারিত ছিল। ১৯১০ সালে লাইনটিকে টেমপ্লেট:Track gauge মিটার গেজে পরিবর্তন করা হয়।
১৯৪৭ সালে ভারত বিভাজনের পর অসমের সঙ্গে ভারতের উত্তরবঙ্গ অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ যোগাযোগরক্ষাকারী রেলপথটি সম্পূর্ণই পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি অসম রেল লিঙ্ক প্রকল্পটি গৃহীত হয়। এই প্রকল্পে একটি ২২৯-কিলোমিটার long (১৪২ মা) টেমপ্লেট:Track gauge মিটার গেজ রেলপথ ফকিরাগ্রামকে আলিপুরদুয়ার হয়ে বিহারের কিশানগঞ্জের সঙ্গে যুক্ত করে।[1] এই পথে প্রথম ট্রেন চলেছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ২০০৩-২০০৬ সালে লাইনটিকে টেমপ্লেট:Track gauge ব্রড গেজে রূপান্তরিত করা হয়।[2]
বর্তমানে আলিপুরদুয়ার শহরের সব কটি রেল ট্র্যাকই ব্রড গেজ।
অন্যান্য পার্শ্ববর্তী স্টেশন
এই স্টেশনের পার্শ্ববর্তী দুটি স্থানীয় রেল স্টেশন হল আলিপুরদুয়ার (স্টেশন কোড এপিডি) ও আলিপুরদুয়ার কোর্ট (স্টেশন কোড এপিডিসি)। দূরপাল্লার ট্রেনগুলি এই স্টেশনগুলিতে দাঁড়ায় না।
অধিকাংশ দূরপাল্লার ট্রেন নিউ আলিপুরদুয়ার জংশনের (স্টেশন কোড এনওকিউ) উপর দিয়ে যায় ও সেই স্টেশনে দাঁড়ায়। ১৯৫০-এর দশনে নির্মিত ওই স্টেশনটি ডাবল ট্র্যাকের মাধ্যমে অসম ও পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। পুরনো আলিপুরদুয়ার স্টেশনটি মিটার গেজ ট্র্যাকের উপর ছিল। অনেক পরে ২০০৬ সালে এটিকে ব্রড গেজে রূপান্তরিত করা হয়। অল্প কয়েকটি ট্রেনই এই স্টেশনের উপর দিয়ে যায়।
দুটি জংশন আলাদা লাইনের উপর অবস্থিত। আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস (ট্রেন নং ১৫৪৭১) নামে একটি স্বল্পপাল্লার ট্রেনই এই দুটি জংশনের মধ্যে চলে।
২০০৭ সালে উত্তরপূর্ব সীমান্ত রেল আলিপুরদুয়ার-বামনহাট ব্রাঞ্চ লাইনটিকে টেমপ্লেট:Track gauge ব্রড গেজে রূপান্তরিত করে।[2]
তথ্যসূত্র
- "History of NFR"। Northeast Frontier Railway। সংগ্রহের তারিখ ২০১৩-০২-২২।
- Srivastava, V.P.। "Role of Engineering Deptt in Meeting Corporate Objectives of Indian Railways" (PDF)। ২০১৪-০৩-৩০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-২১।
বহিঃসংযোগ
- Trains at Alipurduar Junction
উইকিভ্রমণ থেকে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন ভ্রমণ নির্দেশিকা পড়ুন
টেমপ্লেট:Alipurduar topics