রিয়াজ অভিনীত চলচ্চিত্রের তালিকা

রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, জনপ্রিয় পরিচিতি রিয়াজ (ইংরেজি: Riaz; জন্ম: ২৬ অক্টোবর, ১৯৭২[1]) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।[2] যদিও প্রথম চলচ্চিত্রটি তাকে প্রশন্ত সুনাম প্রদান করেনি।[3] ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি অসাধারণ ব্যবসায়িক সাফল্য লাভ করে এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন।[3] তিনি বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সাথে কাজ করে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। এছাড়াও রিয়াজ ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকার এর ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন।[4] এই চলচ্চিত্রে রিয়াজ বলিউডের খ্যাতনামা অভিনেত্রী সুশমিতা সেনের সাথে কাজ করেছেন।[4]

রিয়াজ তার নিজ বাসায়

বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অনন্যা অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পূরস্কারে ভূষিত করে, যা হচ্ছে যথাক্রমে দুই দুয়ারী (২০০০),[2] দারুচিনি দ্বীপ (২০০৭)[2] এবং কি যাদু করিলা (২০০৮)।[5] তিনি সুস্থ ছবির যোদ্ধা হিসেবেও একটি বিশেষ পরিচিতি লাভ করেন। ২২শে মার্চ ২০১৩ সালে মুক্তি পায় গাজী মাহবুব পরিচালিত শিরি ফরহাদ[6][7][8]

রিয়াজ অভিনীত লোভে পাপ পাপে মৃত্যু এটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে যা সোহানুর রহমান সোহান পরিচালনা করেন।[9][10] এরপর

দীর্ঘ পাঁচ বছর বিরতি নেন রিয়াজ। "সুইটহার্ট" নামের এই চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রে 'সাইকোর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে ফিরেন তিনি।[11] ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন বিদ্যা সিনহা সাহা মীম এবং বাপ্পি চৌধুরী[11][12][13][14][14] একই বছর মাহিয়া মাহির বিপরীতে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে অভিনয়ের পর আবারও চলচ্চিত্র হতে লম্বা বিরতি নেন রিয়াজ। ২০১৯ সালের রিয়াজ অভিনয়ে ফিরেন দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে। ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে রিয়াজকে দেখা যাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের এখন কমান্ডিং অফিসারের চরিত্রে।[15]

চলচ্চিত্র

রিয়াজ আগুনের মধ্য দিয়ে শট দিচ্ছেন।

রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো: প্রাণের চেয়ে প্রিয়হৃদয়ের আয়না (১৯৯৭), ভালবাসি তোমাকে, পৃথিবী তোমার আমার, বুক ভরা ভালোবাসাকাজের মেয়ে (১৯৯৮), বিয়ের ফুলস্বপ্নের পুরুষ (১৯৯৯), এ বাঁধন যাবেনা ছিঁড়ে, সাবধানভয়ঙ্কর বিষু (২০০০), হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ী জিন্দাবাদমিলন হবে কতো দিনে (২০০১), প্রেমের তাজ মহল, নিঃশ্বাসে তুমি বিঃশ্বাসে তুমি, ও প্রিয়া তুমি কোথায়সুন্দরী বধু (২০০২), মাটির ফুল, ভালবাসা কারে কয়, মনের মাঝে তুমিজামাই শ্বশুর (২০০৩),স্বপ্নের বাসর, রং নাম্বারছোট্ট একটু ভালবাসা (২০০৪), মোল্লা বাড়ীর বউ (২০০৫), হৃদয়ের কথা (২০০৬), আকাশ ছোঁয়া ভালোবাসাতোমাকেই খুঁজছি (২০০৮), মন বসেনা পড়ার টেবিলে (২০০৯), এবং বাজাও বিয়ের বাজনা (২০১০)।

আহত রিয়াজ বিশ্রামে থাকা কালে।

বাংলা সাহিত্যে নির্মিত কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি এগুলো হলো দুই দুয়ারী (২০০০), সুন্দরী বধু (২০০২), মেঘের পরে মেঘ: Clouds After Cloud, শ্যামল ছায়া: The Green Shadowশাস্তি: Punishment (২০০৪), হাজার বছর ধরে: Symphony of Agony (২০০৫), খেলাঘর: Dollhouseবিদ্রোহী পদ্মা (২০০৬), দারুচিনি দ্বীপএকজন সঙ্গে ছিল (২০০৭) এবং মধুমতি (২০১১)। এছাড়াও রিয়াজ বিকল্প ধারার কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন টক ঝাল মিষ্টি (২০০৪), না বোলনা: Don't Say Noবকুল ফুলের মালা (২০০৬), মেঘের কোলে রোদ: Sunshine In The Clouds, কি যাদু করিলাচন্দ্রগ্রহণ: The Lunar Eclipse (২০০৮), এবাদত: The Worship (২০০৯), কুসুম কুসুম প্রেম (২০১১) উল্লেখযোগ্য।

চাবি
আসন্ন মুক্তি

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক সহ-শিল্পী টীকা
১৯৯৫বাংলার নায়কমুন্নাদেওয়ান নজরুলজসিম, সোনিয়ারিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র।
১৯৯৬অজান্তেআশিকদিলীপ বিশ্বাসসোনিয়া
প্রিয়জনসুমনরানা নাসেরসালমান শাহ ও শিল্পী
বাঁচার লড়াইরাজুসৈয়দ হারুনসোনিয়া
মিথ্যার মৃত্যুরাজুছটকু আহমেদসোনিয়া
১৯৯৭হৃদয়ের আয়নাহৃদয়মোখলেছুর রহমান গোলাপআয়না
প্রাণের চেয়ে প্রিয়সজিব/রনিমহাম্মদ হান্নানরাভিনাবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
মন মানেনাসাগরমতিন রহমানশাবনূর
তুমি শুধু তুমিসাগরআবিদ হাসান বাদলশাবনূর
পৃথিবী আমারে চায়নাসাগরঅন্জনস্নিগ্ধা
আমি তোমারিসাগরমতিন রহমানশাবনূর
১৯৯৮ভালবাসি তোমাকেঅনিকমহাম্মদ হান্নানশাবনূর
এ জীবন তোমার আমারপৃথিবীজাকির হোসেন রাজুপূর্ণিমা
বুক ভরা ভালোবাসাসাগরছটকু আহমেদশাবনূর
বিদ্রোহ চারিদিকেঅনিক/বিপ্লবমহাম্মদ হান্নানপপি
পৃথিবী তোমার আমারশাওনবাদল খন্দকারশাবনূর
১৯৯৯বিয়ের ফুলসাগরমতিন রহমানশাবনূর, শাকিল খান
কাজের মেয়েসাগরআজাদি হাসনাত ফিরোজশাবনূর
স্বপ্নের পুরুষনূরমনোয়ার খোকনশাবনূর
তোমার জন্য পাগলজীবনশিল্পী চক্রবর্তীশাবনূর
আশা আমার আশাজাদুহেলাল খানশাবনূর ও আয়েশা জুলকা
২০০০নারীর মনজীবনমতিন রহমানশাবনূর
এ বাঁধন যাবেনা ছিঁড়েবাঁধনএফ আই মানিকশাবনূর
সাবধানরিয়াজুর রহমান খোকা/সুলতানমহাম্মদ হান্নানরাভিনা
নয়নের নয়নগহরকাজী মোরশেদশাবজান
মনে রেখ আমায়সাগরনাসির উদ্দিনপূর্ণিমা
ভয়ঙ্কর বিষুসূর্যমনতাজুর রহমান আকবরশাবনূর
খবরদারঅনিকমহাম্মদ হান্নানপূর্ণিমা
এই মন চায় যে...!শামিম/শ্যামমতিন রহমানশাবনূর
দুই দুয়ারীরহস্য মানবহুমায়ুন আহমেদমেহের আফরোজ শাওনহুমায়ুন আহমেদ এর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার
কারিশমামনিরএ কে এম সেলিমশাবনূর
২০০১মায়ের সম্মানবিপ্লবগাজী জাহাঙ্গিরপূর্ণিমা
দলপতিশহিদমহাম্মদ হান্নানরাভিনা
ইবলিশগোলাম এ মোস্তাফাশেখ রুহুল আমিনপূর্ণিমা
হৃদয়ের বন্ধনআকাশএফ আই মানিকশাবনূর
ধাওয়ারিয়াজকাজী হায়াৎসিমলা
হৃদয়ে লেখা নামসাগরশেখ দিদারতামান্না
শ্বশুরবাড়ী জিন্দাবাদবাঁধনদেবাশীষ বিশ্বাসশাবনূরবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
মিলন হবে কতো দিনেপরশজাকির হোসেন রাজুশাবনূর
কঠিন বাস্তবরাসামনতাজুর রহমান আকবরকেয়া
প্রেমের তাজমহলরবিনগাজী মাহবুবশাবনূরবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
২০০২মনে পড়ে তোমাকেরাজমনতাজুর রহমান আকবররিয়া সেন
ক্ষেপা বাসুসাগরকমল সরকারপপি
এরই নাম দোস্তীরাজুসাইদুর রহমান সাইদশাবনূর
নিঃশ্বাসে তুমি বিঃশ্বাসে তুমিআপনজাকির হোসেন রাজুশাবনূর ও পূর্ণিমা
সুন্দরী বধুবাবুআমজাদ হোসেনশাবনূর
ভালবাসার শত্রুরাজুআজিজ আহমেদ বাবুলকেয়া
ওদের ধররাশেদবাবুল রেজাপপি
বস্তির মেয়েজনিআজাদী হাসনাত ফিরোজশাবনূর
অন্তরে ঝড়মেজর স্বাধীনশিল্পী চক্রবর্তীআয়না
ও প্রিয়া তুমি কোথায়সাগরশাহাদাত হোসেন লিটনশাবনূর
২০০৩মনের মাঝে তুমিসিন্টু/বেনুমতিউর রহমান পানুপূর্ণিমাবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
লাল দরিয়াসাগরএফ আই মানিকপূর্ণিমা
গুন্ডার প্রেমঅনিকবাদশা ভাইশাবনূরগুন্ডার প্রেম চলচ্চিত্রটি দর্শক মহলে দারুন জনপ্রিয়তা অর্জন করে।

কিন্তু এর সংস্লিষ্ঠ স্বত্বাধিকারীরা এই চলচ্চিত্রটিই নতুন নামঃ কালা মানিক দিয়ে ২০০৫ সালে পুনরায় মুক্তি দেয়। যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ইতিহাসে একটি কলঙ্কিত ঘটনা।

মননয়নমোস্তাফিজুর রহমান বাবুশাবনূর
ভালবাসা কারে কয়শুভজাকির হোসেন রাজুশাবনূর, বাপ্পারাজ
মাটির ফুলমাটিমতিন রহমানশাবনূর
জামাই শ্বশুরফরহাদ খানশাহাদাত খানপূর্ণিমা
নসিমনরাজকুমার আলমআলি আজাদশাবনূরকলকাতায় মুক্তি দেয়া হয় বৌমার বনবাস নামে মতিউর রহমান পানু এর পরিচালনায়
স্বপ্নের বাসরসাগরএফ আই মানিকশাবনূর
২০০৪মেঘের পরে মেঘসেজান মাহমুদ/মাজিদচাষী নজরুল ইসলামপূর্ণিমা, মাহফুজ আহমেদরাবেয়া খাতুন-এর উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র।
রং নাম্বারআবিরমতিন রহমানশ্রাবন্তী
স্বপ্নের ভালবাসাবাঁধনজিল্লুর রহমানশাবনূর ও শাহনুর
শ্যামল ছায়াঈমামহুমায়ুন আহমেদতানিয়া আহমেদহুমায়ুন আহমেদ এর উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র।
২০০৬ সালে "সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র" বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
টক ঝাল মিষ্টিরাজাদেবাশিষ বিশ্বাসপূর্ণিমা
শাস্তিছিদামচাষী নজরুল ইসলামপূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পারবীন্দ্রনাথ ঠাকুর-এর গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
নষ্টবিপ্লবশাহিন-সুমনরত্না
২০০৫হাজার বছর ধরেমন্টু মিয়াকোহিনুর আক্তার সুচন্দাশশি ও শাহনুরজহির রায়হান-এর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
বিষাক্ত চোখনবিনমাসুদ পারভেজ রুবেলপপি
ছোট্ট একটু ভালবাসাসাগরজি সরকারপূর্ণিমা
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইটবিজয় কুমার দীক্ষিত / জাফর খানমহেশ মাঞ্জরেকারসুশমিতা সেন, রিয়া সেন ও মহেশ মাঞ্জরেকার
টাকাশান্ত/দ্রুব আলকশহীদুল ইসলাম খোকনপূর্ণিমা
ভালবাসা ভালবাসাজীবনমহাম্মদ হান্নানশাবনূর
মোল্লা বাড়ীর বউজোয়ান গাজীসালাউদ্দিন লাভলুমৌসুমীশাবনূর
বাধাআকাশশাহিন সুমনপূর্ণিমা, শাকিব খান
২০০৬মালেকা সুন্দরীআলীনূর হোসেন মনিনেহা
হৃদয়ের কথাঅনিকএস এ হক অলিকপূর্ণিমারিয়াজ প্রযোজিত প্রথম চলচ্চিত।
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার
খেলাঘরইয়াকুবমোরশেদুল ইসলামসোহানা সাবাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র।
বিয়ের লগনসাগরজি সরকারজনা
দুই নয়নের আলোবিশেষ অতিথি (গানে)মোস্তাফিজুর রহমান মানিকশাবনূর, ফেরদৌস আহমেদ, শাকিল খান
বিদ্রোহী পদ্মারাজু গায়েনবাদল খন্দকারপপি
না বোলনাঅন্তরদিদারুল আলম বাদলসিমলা ও সুমনা সোমা
বকুল ফুলের মালাবকুলদেলোয়ার জাহান ঝন্টুতানজিকা
২০০৭প্রেম করেছি বেশ করেছিরাজবাদল খন্দকারঋতুপর্না
সাথী তুমি কাররাজাএম এম সরকারপূর্ণিমা
দারুচিনি দ্বীপশুভ্রতৌকির আহমেদজাকিয়া বারী মমবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার
একজন সঙ্গে ছিলমনসুরশওকত জামিলমৌসুমী
মেয়ে সাক্ষীছবুর তালুকদারমালেক বিশ্বাসশাবনূর
২০০৮তোমাকেই খুঁজছিআকাশমতিন রহমানপূর্ণিমা
তুমি কতো সুন্দরনয়নআবিদ হাসান বাদলপূর্ণিমা
মেঘের কোলে রোদউদয়নারগিস আক্তারপপি, টনি ডায়েসএইডস বিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্র
জীবনের চেয়ে দামিজীবনমোস্তাফিজুর রহান বাবুপূর্ণিমা
কি যাদু করিলাসাগরচন্দন চৌধুরিপপি ও সাগরিকাবিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার
চন্দ্রগ্রহণকাসুমুরাদ পারভেজসোহানা সাবা, চম্পা
আকাশ ছোঁয়া ভালোবাসাআকাশএস এ হক অলিকপূর্ণিমা
ধনী গরিবের প্রেমআকাশআবিদ হাসান বাদলপূর্ণিমা
২০০৯কে আমিআকাশ/হামিদ খানওয়াকিল আহমেদপূর্ণিমা
তুমি আমার স্বামীরনকমনতাজুর রহমান আকবরশাবনূর
শুভ বিবাহআরমানদেবাশীষ বিশ্বাসঅপু বিশ্বাস ও নিপুন
এবাদতখোকাএ টি এম শামশুজ্জামানশাবনূর
মন বসে না পড়ার টেবিলেআকাশআব্দুল মান্নানশাবনূর
চিরদিন আমি তোমারঅনিকএফ আই মানিকপূর্ণিমা ও রোমানা
মন ছুঁয়েছে মনআকাশমোস্তাফিজুর রহমান মানিকশাবনূর ও জনা
চাঁদের মত বউসাগরমোহাম্মদ হোসেনশাবনূর ও নিপুন
বধূ তুমি কারমারুফবি আর চৌধুরীশাবনূর
ভালবেসে বউ আনবোজাহিদচন্দন চৌধুরীশাবনূর ও সাহারা
২০১০জমিদারমারুফশাহদাত হোসেন লিটনপূর্ণিমা
বাজাও বিয়ের বাজনারাজিবমোহাম্মদ হোসেন জেমিঅপু বিশ্বাস
হৃদয় আছে যারফেরদৌস হাসানপূর্ণিমাঅসমাপ্ত উদ্যোগ।
২০১১মধুমতিআনুশাহজাহান চৌধুরীচৈতীরাবেয়া খাতুন-এর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।
মনোনীত শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার
কুসুম কুসুম প্রেমবাদলমুশফিকুর রহমান গুলজারমৌসুমী
দুই পুরুষসুভ্রচাষী নজরুল ইসলামমৌসুমী ও নিপুন
কে আপন কে পরবিশেষ অতিথি (গানে)শাহিন-সুমনঅমিত হাসানঅপু বিশ্বাস
২০১২বন্ধু তুমি আমারমানিকনজরুল ইসলামপূর্ণিমা
২০১৩শিরি ফরহাদফরহাদগাজী মাহবুবশাবনূর

মনোনয়ন শ্রেষ্ঠ অভিনেতা মেরিল-প্রথম আলো পূরস্কার

২০১৪লোভে পাপ পাপে মৃত্যুসাগর চৌধুরীসোহানুর রহমান সোহানপূর্ণিমা
২০১৬সুইটহার্টসাইকোওয়াজেদ আলী সুমনবিদ্যা সিনহা সাহা মীম, বাপ্পি[11]
জনম জনমে[16]সালাউদ্দিন লাভলুশাবনূর
কৃষ্ণপক্ষমুহিবমেহের আফরোজ শাওনমাহিয়া মাহীহুমায়ুন আহমেদ-এর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।[17]
২০২০ অপারেশন সুন্দরবন দীপংকর দীপন [15]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Nayeem Hassan। "Riaz Biography"IMDb। Worldwide। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৪
  2. বিনোদন (১৫ নভেম্বর ২০১১)। "তারকার ডায়েরি"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১২
  3. মাহফুজুর রহমান (সেপ্টেম্বর ০৮, ২০১০)। "ফিরে দেখা ঈদের ছবি"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১২ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. আলাউদ্দীন মাজিদ। "আর অভিনয় নয় : রিয়াজ"। bangladesh-pratidin.com। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ March 08, 2011 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. মেঘলা রহমান বৃষ্টি (১৯ ফেব্রুয়ারি ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২
  6. Entertainment (২৬ মার্চ ২০১৩)। "Gazi Mahbub's "Shiri-Farhad""bdtoday। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩
  7. Entertainment (March, 2013)। "Shabnur-Riaz's 'Shiri-Farhad' to be released soon"The Daily New Nation। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ 5 June 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. Entertainment (২৪ মার্চ ২০১৩)। ""Shiri Farhad" hits the silver screen"The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩
  9. "আজ মুক্তি পাচ্ছে ৫ চলচ্চিত্র"http://www.dailyjanakantha.com। ১৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  10. "পেশাদারির উন্নতি হয়নি: রিয়াজ"। http://www.prothom-alo.com। ১২ ফেব্রুয়ারি ২০১৪। অজানা প্যারামিটার |রিয়াজ তার চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি খ্যাত হন শাবনূরের বিপরীতে অভিনয় করে। রিয়াজ-শাবনূর কে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি বলা হয়ে থাকে। রিয়াজের বিপরীতে সর্বাধিক সিনেমার নায়িকা ও শাবনূর। তারা একত্রে মোট 43 টি চলচ্চিত্রে জুটি বাঁ্ধেন। রিয়াজের বিপরীতে পূর্ণিমা ও অভিনয় করে জুটি হিসেবে প্রশংসা কুড়ান। ইউআরএল= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  11. দৈনিক বাংলাদেশ প্রতিদিন (০৪ সেপ্টেম্বর ২০১৪)। "একসঙ্গে রিয়াজ-মিম-বাপ্পি"শোবিজ প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  12. দৈনিক কালের কণ্ঠ (০১ সেপ্টেম্বর ২০১৪)। "ফিরছেন রিয়াজ"রংবেরং প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  13. ঢালিউড২৪.কম (৩১ অগাস্ট, ২০১৪)। "আবার চলচ্চিত্রে রিয়াজ"আহমেদ জামান শিমুল। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  14. দৈনিক করতোয়া (০৩ সেপ্টেম্বর ২০১৪)। "অভিমানেই চলচ্চিত্র থেকে দূরে ছিলেন রিয়াজ"বিনোদন প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  15. "র‌্যাবের কমান্ডিং অফিসার রিয়াজ"www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫
  16. http://www.bd-pratidin.com/entertainment/2014/11/01/40640 আবারও নিয়মিত রিয়াজ-শাবনূর
  17. বিনোদন প্রতিবেদক (অক্টোবর ০২, ২০১৫)। "শুরু হচ্ছে রিয়াজ-মাহির 'কৃষ্ণপক্ষ'"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২০, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.