রিয়াজ গৃহীত পুরস্কার এবং মনোনয়ন তালিকা
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি সাধারনভাবে রিয়াজ নামে পরিচিত (জন্ম: ২৬ অক্টোবর ১৯৭২) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।[1][2] ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং রিয়াজকে জনসাধারনের মাঝে জনপ্রিয় করে তোলে।[2] তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকার এর ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন।[3] এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুশমিতা সেনের সাথে কাজ করেছেন।[3]
![]() রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ গ্রহণ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে - ২০১০-এ | |
শ্রেষ্ঠ অভিনেতা - জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
২০০০ | দুই দুয়ারী |
২০০৭ | দারুচিনি দ্বীপ |
২০০৮ | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ অভিনেতা - মেরিল-প্রথম আলো পুরস্কার | |
১৯৯৮ | প্রাণের চেয়ে প্রিয় |
২০০১ | শ্বশুরবাড়ী জিন্দাবাদ |
২০০২ | প্রেমের তাজমহল |
২০০৩ | মনের মাঝে তুমি |
২০০৪ | শাস্তি (সমালোচক) |
২০০৫ | হাজার বছর ধরে (সমালোচক) |
২০০৬ | হৃদয়ের কথা |
তিনি সুস্থ ছবির যোদ্ধা হিসেবেও একটি বিশেষ পরিচিতি লাভ করেন। ২২শে মার্চ ২০১৩ সালে মুক্তি পায় গাজী মাহবুব পরিচালিত শিরি ফরহাদ।[4][5][6]
বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচিত্রগুলি যথাক্রমে দুই দুয়ারী (২০০০),[1] দারুচিনি দ্বীপ (২০০৭)[1] এবং কি যাদু করিলা (২০০৮)।[7]
রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লোভে পাপ পাপে মৃত্যু এটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে যা সোহানুর রহমান সোহান পরিচালনা করেন।[8][9]
| ||
---|---|---|
![]() |
||
সম্মাননা

রিয়াজ তার সুঅভিনয়ের জন্য দীর্ঘ অভিনয় জীবনে পেয়েছেন অসংখ সম্মাননা । এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ সরকার প্রদত্ত একমাত্র রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার লাভ করেন তিনবার।[10] এবং মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে সাত বার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা - দুই দুয়ারী (২০০০)
- শ্রেষ্ঠ অভিনেতা - দারুচিনি দ্বীপ (২০০৭)
- শ্রেষ্ঠ অভিনেতা - কি যাদু করিলা (২০০৮)
- মনোনয়ন
- শ্রেষ্ঠ অভিনেতা - মধুমতি - (২০১১)
- শ্রেষ্ঠ অভিনেতা - শিরি ফরহাদ (২০১৩)
মেরিল-প্রথম আলো পুরস্কার
- বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা - প্রাণের চেয়ে প্রিয় (১৯৯৮)
- শ্রেষ্ঠ অভিনেতা - "শ্বশুরবাড়ী জিন্দাবাদ (২০০১)
- শ্রেষ্ঠ অভিনেতা - প্রেমের তাজ মহল (২০০২)
- শ্রেষ্ঠ অভিনেতা - মনের মাঝে তুমি (২০০৩)[11]
- শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) - শাস্তি (২০০৪)
- শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) - হাজার বছর ধরে (২০০৫)[12][13]
- শ্রেষ্ঠ অভিনেতা - হৃদয়ের কথা (২০০৬)
- মনোনয়ন
- শ্রেষ্ঠ অভিনেতা - (১৯৯৯)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০০০)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০০৭)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০০৮)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০০৯)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০১০)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০১১)
- শ্রেষ্ঠ অভিনেতা - (২০১২)
- শ্রেষ্ঠ অভিনেতা - শিরি ফরহাদ (২০১৩)
অন্যান্য পুরস্কার
সি জে এফ বি পুরষ্কার
- বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ১৯৯৮
লাক্স চ্যানেল আই পারফর্মেন্স পুরস্কার
- বিজয়ী:শ্রেষ্ঠ পারফর্মেন্স পুরস্কার ' ২০০৩ দুবাই
- বিজয়ী:শ্রেষ্ঠ পারফর্মেন্স পুরস্কার ' ২০০৫
বাংলা টিভি সর্বোত্তম পারফর্মেন্স পুরস্কার
- বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার (সমালোচক) ' ২০০৩ লন্ডন
ঢালিউড চলচ্চিত্র ও সঙ্গীত পুরস্কার
- বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০২ নিউ ইয়র্ক
- বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার (সমালোচক) ' ২০০৩ নিউ ইয়র্ক
তথ্যসূত্র
- "তারকার ডায়েরি"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৫ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১২।
- মাহফুজুর রহমান (সেপ্টেম্বর ৮, ২০১০)। "ফিরে দেখা ঈদের ছবি"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১২।
- আলাউদ্দীন মাজিদ। "আর অভিনয় নয় : রিয়াজ"। বাংলাদেশ প্রতিদিন। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১১।
- "Gazi Mahbub's "Shiri-Farhad""। বিডিটুডে। ঢাকা, বাংলাদেশ। ২৬ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- "Shabnur-Riaz's 'Shiri-Farhad' to be released soon"। দ্য ডেইলি নিউ নেশন। ঢাকা, বাংলাদেশ। মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- ""Shiri Farhad" hits the silver screen"। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ২৪ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩।
- মেঘলা রহমান বৃষ্টি (১৯ ফেব্রুয়ারি ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"। দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২।
- "আজ মুক্তি পাচ্ছে ৫ চলচ্চিত্র"। দৈনিক জনকণ্ঠ। ১৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪।
- "পেশাদারির উন্নতি হয়নি: রিয়াজ"। দৈনিক প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৪।
- আলমগীর কবির (১২ এপ্রিল ২০১৪)। "উল্টো পথে রিয়াজ"। দৈনিক নয়া দিগন্ত। ঢাকা, বাংলাদেশ। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৭, ২০১৪।
- Staff Corresponden (মে ২২, ২০০৪)। "Meril-Prothom Alo Award handed over"। The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১২।
- Staff Corresponden (মে ১৩, ২০০৬)। "Meril-Prothom Alo awards for 2005 given"। The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১২।
- Khalid-Bin-Habib (মে ১৪, ২০০৬)। "Meril-Prothom Alo Award '05"। The Daily Star। Dhaka, Bangladesh। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১২।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রিয়াজ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |