মনে পড়ে তোমাকে

মনে পড়ে তোমাকে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আনন্দ মুভিজের অধীনে প্রযোজনা করেছেন পানাউল্লাহ আহমেদ। এতে অভিনয় করেছেন রিয়াজ ও কলকাতার রিয়া সেন[1] রিয়া সেনের এটি বাংলাদেশে প্রথম ছবি।[2][3]

মনে পড়ে তোমাকে
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকপানাউল্লাহ আহমেদ
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনীকারপানাউল্লাহ আহমেদ, আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
কৌশিক হোসেন তাপস
চিত্রগ্রাহকলাল মোহাম্মদ
পরিবেশকআনন্দ মুভিজ
মুক্তি১৭ মার্চ, ২০০০
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

পাশাপাশি দুই বাসায় থাকে রিয়াজ ও রিয়ার পরিবার। তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের দুই কর্তার দ্বন্দ একসময় চরম আকার ধারণ করে। এরই মধ্যে রিয়া ও রিয়াজ একে অপরকে ভালোবেসে ফেলে।[4]

অভিনয়ে

তথ্যসূত্র

  1. "রিয়াজ রিয়া জুটি!"ভোরের পাতা। ঢাকা, বাংলাদেশ। ২৩ জানুয়ারি ২০১৬। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬
  2. "ঢাকাই ছবিতে রিয়া সেন"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। নভেম্বর ২৩, ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬
  3. "বাংলাদেশি ছবিতে আরও কাজ করতে চান রিয়া"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১৭ জানুয়ারি ২০১৬। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬
  4. কাহিনী সংক্ষেপ; হিমু সিনেমাখোর

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.