মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আনন্দ মুভিজের অধীনে প্রযোজনা করেছেন পানাউল্লাহ আহমেদ। এতে অভিনয় করেছেন রিয়াজ ও কলকাতার রিয়া সেন।[1] রিয়া সেনের এটি বাংলাদেশে প্রথম ছবি।[2][3]
মনে পড়ে তোমাকে | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | পানাউল্লাহ আহমেদ |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
কাহিনীকার | পানাউল্লাহ আহমেদ, আবদুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শওকত আলী ইমন কৌশিক হোসেন তাপস |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মদ |
পরিবেশক | আনন্দ মুভিজ |
মুক্তি | ১৭ মার্চ, ২০০০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী
পাশাপাশি দুই বাসায় থাকে রিয়াজ ও রিয়ার পরিবার। তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের দুই কর্তার দ্বন্দ একসময় চরম আকার ধারণ করে। এরই মধ্যে রিয়া ও রিয়াজ একে অপরকে ভালোবেসে ফেলে।[4]
অভিনয়ে
- রিয়াজ - রাজ
- রিয়া সেন - রিয়া
- এটিএম শামসুজ্জামান - কেরামত আলী
- হুমায়ুন ফরীদি - মি: কটন আলী
- শান্তা ইসলাম - কান্তা
- দিলদার - জাপানি
- দুলারী - আলেয়া
- সুরুজ বাঙ্গালী - ডন
- ব্ল্যাক আনোয়ার
- ফকিরা
- শর্বরী দাসগুপ্ত
- তানজিদ
তথ্যসূত্র
- "রিয়াজ রিয়া জুটি!"। ভোরের পাতা। ঢাকা, বাংলাদেশ। ২৩ জানুয়ারি ২০১৬। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬।
- "ঢাকাই ছবিতে রিয়া সেন"। দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। নভেম্বর ২৩, ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬।
- "বাংলাদেশি ছবিতে আরও কাজ করতে চান রিয়া"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১৭ জানুয়ারি ২০১৬। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬।
- কাহিনী সংক্ষেপ; হিমু সিনেমাখোর
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনে পড়ে তোমাকে (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মনে পড়ে তোমাকে
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.