সোহানা সাবা

সোহানা সাবা (১০ অক্টোবর ১৯৮৬) বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন।

সোহানা সাবা
জন্ম
শারমিন সোহানা সাবা

(1986-10-18) অক্টোবর ১৮, ১৯৮৬
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাস্নাতক
যেখানের শিক্ষার্থীশান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
পেশা
কার্যকাল২০০৬বর্তমান
উল্লেখযোগ্য কর্ম

শৈশব

সোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেন এ। তার পরে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধমিক পাশ করেন। ১৯৯২ সালে ঢাকা মহিলা কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক শেষ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে তার স্নাতক শেষ করেন। সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন। [1] সোহানা সাবা বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। [2]

ক্যারিয়ার

সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।[3]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকটীকা
২০০৬ আয়না কবরী
২০০৬খেলাঘরমোরশেদুল ইসলাম
২০০৮চন্দ্রগ্রহণফালানিমুরাদ পারভেজ
২০০৯প্রিয়তমেষুমোরশেদুল ইসলাম
২০১৪বৃহন্নলাদুর্গামুরাদ পারভেজ
২০১৬ষড়রিপুঅয়ন চক্রবর্তী
২০১৯আব্বাসচুটকিসাইফ চন্দন

ব্যাক্তিগত জীবন

সোহানা সাবা পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর মাসে তাদের এক ছেলে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। [4][5][6]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.