মিরিক সমষ্টি উন্নয়ন ব্লক

মিরিক সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত মিরিক মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। ব্লকটি মিরিক ও নকশালবাড়ি থানার অন্তর্গত এবং ব্লকের সদর দফতর মিরিকে অবস্থিত।[1][2]

মিরিক
সমষ্টি উন্নয়ন ব্লক
মিরিক
পশ্চিমবঙ্গের মানচিত্রে মিরিক সমষ্টি উন্নয়ন ব্লকের অবস্থান
স্থানাঙ্ক: ২৬.৮৮৫৪৮৩৩° উত্তর ৮৮.১৮৭২৫৫৯° পূর্ব / 26.8854833; 88.1872559
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
আয়তন
  মোট১২২.২৮ কিমি (৪৭.২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৬,৩৭৪
  জনঘনত্ব৩৮০/কিমি (৯৮০/বর্গমাইল)
ভাষা
  সরকারিনেপালি, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
লোকসভা কেন্দ্রদার্জিলিং
বিধানসভা কেন্দ্রকার্শিয়াং
ওয়েবসাইটdarjeeling.gov.in

ভূগোল

মিরিক সমষ্টি উন্নয়ন ব্লকের আয়তন ১২২.২৮ বর্গ কিলোমিটার।[2]

মিরিক সমষ্টি উন্নয়ন ব্লকটি ৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চেঙ্গা পানিঘাটা, পহেলিগাঁও স্কুল দারা১, পহেলিগাঁও স্কুল দারা২, সউরেনি১, সউরেনি২ ও ডুপটিন।[3]

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুযায়ী, মিরিক সমষ্টি উন্নয়ন ব্লকের সামগ্রিক জনসংখ্যা ৪৬,৩৭৪। এর মধ্যে সকলেই গ্রামবাসী। মোট জনসংখ্যার মধ্যে ২৩,৩৯৪ জন পুরুষ এবং ২২,৯৮০ জন নারী। এছাড়া ব্লকের মোট জনসংখ্যার ৩,৬১৯ জন তফসিলি জাতি এবং ১৪,২৮০ জন তফসিলি উপজাতি তালিকাভুক্ত।[4]

সাক্ষরতা

২০১১ সালের জনগণনা অনুযায়ী, মিরিক সমষ্টি উন্নয়ন ব্লকের মোট সাক্ষর জনসংখ্যা ৩৪, ৩৩৪। এর মধ্যে ১৮,৮৭৩ জন পুরুষ এবং ১৫,৪৬১ জন নারী।[4]

তথ্যসূত্র

  1. "Contact details of Block Development Officers"Darjeeling district। West Bengal Government। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১৫
  2. "Provisional Population Totals, West Bengal , Table 4"Census of India 2001, Darjeeling district (01)। Census Commissioner of India। ২০১১-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১৫
  3. "District Profile"। Official website of Darjeeling district। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৯
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.