ধুলিয়ান
ধুলিয়ান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
ধুলিয়ান ধুলিয়ান | |
---|---|
স্থানাঙ্ক: ২৪.৬৮° উত্তর ৮৭.৯৭° পূর্ব | |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯৫,৭০৬ |
এই পৌরসভাটি বর্তমানে ২১টি ওয়ার্ডে বিভক্ত।
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৬৮° উত্তর ৮৭.৯৭° পূর্ব।[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪ মিটার (১৩ ফুট)।
ধুলিয়ানের উত্তরদিকে ফারাক্কা, দক্ষিণদিকে অরঙ্গাবাদ, পশ্চিমদিকে পাকুড় ও পূর্বদিকে গঙ্গানদী অবস্থিত।
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুসারে ধুলিয়ান পৌরসভার জনসংখ্যা ৯৫,৭০৬ জন, যার মধ্যে ৪৭,৬৩৫ জন পুরুষ এবং ৪৮,০৭১ জন নারী ছিল।[2]
০-৬ বছর বয়সী বাচ্চাদের জনসংখ্যা ১৭,৬৭৪ জন, যা ধুলিয়ানের মোট জনসংখ্যার ১৮.৪৭ শতাংশ।
এই শহরের সাক্ষরতার হার ৬৩.০৩ শতাংশ। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৮% এবং নারীদের মধ্যে এই হার ৩১%।
২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুসারে ধুলিয়ান শহুরে সমৃদ্ধির জনসংখ্যা ২৩৯,০২২ জন, যার মধ্যে ১১৯,১৫১ জন পুরুষ এবং ১১৯,৮৭১ জন নারী ছিল।[3]
০-৬ বছর বয়সী বাচ্চাদের জনসংখ্যা ৪৫,৪৮৩ জন।
৭+ জনসংখ্যার জন্য কার্যকর সাক্ষরতার হার ৬০.০৬ শতাংশ।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ধুলিয়ান শহরের জনসংখ্যা ছিল ৭২,৯০৬ জন।[4] এর মধ্যে পুরুষ ৫০% এবং নারী ৫০%।
এখানে সাক্ষরতার হার ছিল ৩৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৮% এবং নারীদের মধ্যে এই হার ৩১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ধুলিয়ান এর সাক্ষরতার হার কম।
এই শহরের জনসংখ্যার ২০% ছিল ৬ বছর বা তার কম বয়সী।
পরিবহন ব্যবস্থা
রেলপথে যোগাযোগ:
সড়কপথে যোগাযোগ
জলপথে যোগাযোগ
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
• নুর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়
আরো দেখুন
• সামশেরগঞ্জ
তথ্যসূত্র
- "Dhulian"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- "Dhulian City Population Census 2011 - West Bengal"। www.census2011.co.in। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৮।
- জনগণনা (PDF)। ভারতীয় জনগণনা। ১৯/১০/১৮। সংগ্রহের তারিখ ১৯/১০১৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।