মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক

মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক হল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত আলিপুরদুয়ার মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। ব্লকটি মাদারিহাটবীরপাড়া থানা এলাকার অন্তর্ভুক্ত। ব্লকের সদর দফতর মাদারিহাটে অবস্থিত।[1][2]

মাদারিহাট-বীরপাড়া
সমষ্টি উন্নয়ন ব্লক
মাদারিহাট-বীরপাড়া
পশ্চিমবঙ্গের মানচিত্রে মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অবস্থান
স্থানাঙ্ক: ২৬.৭০০° উত্তর ৮৯.২৮৩° পূর্ব / 26.700; 89.283
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাআলিপুরদুয়ার
আয়তন
  মোট৩৮০.৯৬ কিমি (১৪৭.০৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২,০২,০২৬
  জনঘনত্ব৫৩০/কিমি (১৪০০/বর্গমাইল)
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
লোকসভা কেন্দ্রআলিপুরদুয়ার
বিধানসভা কেন্দ্রমাদারিহাট
ওয়েবসাইটjalpaiguri.gov.in

ভূগোল

মাদারিহাট ২৬°৪২′০০″ উত্তর ৮৯°১৬′৫৯″ পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। মাদারিহাট-বীরপাড়া ব্লকের আয়তন ৩৮০.৯৬ বর্গকিলোমিটার।[2]

গ্রাম পঞ্চায়েত

মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক এবং মাদারিহাট-বীরপড়া পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলি হল:

  1. বান্দাপানি,
  2. বীরপাড়া-২,
  3. বীরপাড়া-২,
  4. হাঁটাপাড়া,
  5. খয়েরবাড়ি,
  6. লঙ্কাপাড়া,
  7. মাদারিহাট,
  8. রংলিবাজার
  9. শিশুজুমরা
  10. টোটোপাড়া.[3]

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুযায়ী, মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের সামগ্রিক জনসংখ্যা ২০২,০২৬। এর মধ্যে ১৮৮,২৬৫ জন গ্রামবাসী এবং ১৩,৭৬১ জন শহরবাসী। আবার মোট জনসংখ্যার মধ্যে ১০১,৫৩৬ জন পুরুষ এবং ১০০,৪৯০ জন মহিলা। মোট জনসংখ্যার মধ্যে ২৮,৮১৩ জন তফসিলি জাতি এবং ৭৮,৩১৪ জন তফসিলি উপজাতি তালিকাভুক্ত।[4]

সাক্ষরতা

২০১১ সালের জনগণনা অনুযায়ী, মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের মোট সাক্ষর জনসংখ্যা ১২০,৩৯১। এর মধ্যে ৬৭,৭১৭ জন পুরুষ এবং ৫২,৬৭৪ জন মহিলা।[4]

পরিবহণ ব্যবস্থা

৩১৭ নং জাতীয় সড়ক এই ব্লকের উপর দিয়ে গিয়েছে।

তথ্যসূত্র

  1. "Contact details of Block Development Officers"Jalpaiguri district। West Bengal Government। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০
  2. "Provisional Population Totals, West Bengal , Table 4"Census of India 2001, Jalpaiguri district (02)। Census Commissioner of India। ২০১১-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০
  3. "BRGF Allotment Order No. 13 dated 17.12.2009" (PDF)Alipurduar district। Government of West Bengal - Department of Panchayats & Rural Development। ২০১১-০৮-১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.