দুবরাজপুর

দুবরাজপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

দুবরাজপুর
Dubrajpur
Town
দুবরাজপুর রেলওয়ে স্টেশন
দুবরাজপুর
Dubrajpur
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৮° উত্তর ৮৭.৩৮° পূর্ব / 23.8; 87.38
Country ভারত
প্রদেশপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম
উচ্চতা৭৭ মিটার (২৫৩ ফুট)
জনসংখ্যা (২০০১)
  মোট৩২,৭৫২
Languages
  OfficialBengali, English
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
PIN731123
Telephone code91 3462
Lok Sabha constituencyBirbhum
Vidhan Sabha constituencyDubrajpur, Suri
ওয়েবসাইটbirbhum.nic.in

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৮° উত্তর ৮৭.৩৮° পূর্ব / 23.8; 87.38[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৭৭ মিটার (২৫২ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে দুবরাজপুর শহরের জনসংখ্যা হল ৩২,৭৫২ জন।[2] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৫৬%, ও পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৫% এবং নারীদের মধ্যে এই হার ৪৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দুবরাজপুর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।

খ্যাতি

মামা ভাগ্নে পাহাড়

বীরভূম জেলার দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় এর জন্যে একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচিত। ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্ব ভাগে অবস্থিত দুবরাজপুরের আশে পাশে কোথাও পাহাড় বা টিলা না থাকলেও ব্যতিক্রমী ভাবে এই বিক্ষিপ্ত টিলা ও প্রস্তরররাজি বহু পুরাণকথার জন্ম দিয়েছে। রাম যখন সীতা উদ্ধারে লংকা যাত্রা করেন তখন হিমালয় থেকে সেতু বন্ধের পাথর আনা হচ্ছিল। সেসময় কিছু পাথর পড়ে 'মামা ভাগনে' পাহাড়ের সৃষ্টি এরকম কিংবদন্তী প্রচলিত আছে। পাহাড়েশ্বর শ্মশানকালীমন্দির এই মামা ভাগ্নে পাহাড়ে অবস্থিত। পার্শ্ববর্তী হেতমপুর রাজবাড়িতে সত্যজিৎ রায়ের 'অভিযান', 'গুপি গাইন বাঘা বাইন' ছাড়াও বিভিন্ন পরিচালকের একাধিক সিনেমার চিত্রগ্রহণ হয়েছে।[3] দুুুবরাজপুরের কাছেই বকে্্রশ্্বর নদীর উপর এক বিশাল জলাধার অবস্থিত।

তথ্যসূত্র

  1. "Dubrajpur"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬
  3. "পর্যটনের নতুন মন্ত্র" (ইংরেজি ভাষায়)। আনন্দবাজার পত্রিকা। ২৯ ২ জুন ০১৬। সংগ্রহের তারিখ ৮.০১.২০১৭ Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.