হিংলো নদী

হিংলো হল অজয় নদের একটি উপনদী যা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে ভারতেপশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অজয়ের সাথে মিলিত হয়েছে।

হিংলো নদী
[[Image:
হিংলো ও অজয় নদের মোহনা
|256px|none| ]]
দেশ ভারত
রাজ্যসমূহ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
উৎস
 - অবস্থান জামতাড়ার নিকট পর্বত, সাঁওতাল পরগনা
অববাহিকা  বর্গকিলোমিটার ( বর্গমাইল)

অববাহিকা

হিংলো নদী

ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনার জামতাড়ার নিকটবর্তী পর্বতশ্রেণী হতে উৎপন্ন হয়ে হিংলো নদী প্রায় অজয় নদের সমান্তরালে বয়ে এসে বীরভূম জেলার ভানগড়ের কিছু পরেই পলাশডাঙা গ্রামের নিকট অজয় নদে পতিত হয়। এই নদী অববাহিকার মোট আয়তন ২০০৯ হেকটর (৪৯৬০ একর)[1][2] সাধারণত বর্ষাকাল ছাড়া এতে জলের স্রোত থাকে না। এই নদীর তীরে হজরতপুর, ময়নাডল, জোফলাই ইত্যাদি প্রাচীন ও প্রসিদ্ধ গ্রামগুলি অবস্থিত।[2]

সেচ ও বন্যা

অজয় নদ ও কোপাই নদীর মধ্যবর্তী অঞ্চলে হিংলোর ওপর বাঁধ নির্মিত হয়েছে। সেচকাজের জন্যে এই বাঁধ তৈরী হলেও পরিবেশবিদেরা দাবী করেন এই বাঁধ এতদাঞ্চলে বন্যা সৃষ্টির অন্যতম কারন। হিংলো বাঁধের সহনক্ষমতা ১৭১০২০০০ কিউবিক মিটার। অপরিকল্পিত জল নিয়ন্ত্রন, ত্রুটিপূর্ণ সেচ পরিকল্পনার কারনে তীব্র বৃষ্টিতে বাঁধের জল নিষ্কাশন করতে হয়। ফলত নদী অববাহিকার পার্শ্ববর্তী অঞ্চল বন্যার সম্মুখীন হয়।[3] ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গের বৃহৎ বন্যাতে বীরভূম জেলার অনেকাংশ প্লাবিত হয়েছিল হিংলো নদী বাঁধ ভেঙে যাওয়ার দরুন।[4]

তথ্যসূত্র

  1. "Department of Agriculture, Soil Conservation Section"। Birbhum District। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৫
  2. "বীরভূমের নদনদী"birbhum.org। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭
  3. Onkar Singh, পৃষ্টা ১৮৯। "Frontiers in Environmental Geography"books.google.co.in। Concept Publishing Company। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭
  4. জয়া মিত্র। "সারা দেশে একটি নদীও অক্ষত নেই"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.