রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন
রামপুরহাট রেলওয়ে স্টেশন, ( স্টেশন কোড আরপিএইচ ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের একটি রেলওয়ে স্টেশন। [1] রামপুরহাট স্টেশনটি কলকাতার সাথে সংযুক্ত কিছু এক্সপ্রেস এবং রেল যাত্রী রামপুরহাট স্টেশনের মধ্য দিয়ে যাত্রা করে। এটি ২৪.১০ ডিগ্রি উত্তর ৮৭.৪৭ ডিগ্রি পূর্বে অবস্থিত। [2] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৭ মিটার (১২১ ফুট)। নিকটতম গুরুত্বপূর্ণ রেলপথের স্টেশন হল সাঁথিয়া জংশন এবং আসানসোল রেল স্টেশন।
রামপুরহাট জংশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
![]() স্টেশনের প্রধান ভবন | |
অবস্থান | রামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৪°১০′৪৫″ উত্তর ৮৭°৪৬′৫৫″ পূর্ব |
উচ্চতা | ৩৭ মিটার (১২১ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন (সমূহ) | সাহেবগঞ্জ লুপ রামপুরহাট-জাসিডিহ রেলপথ |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৪ |
নির্মাণ | |
গঠনের ধরণ | আদর্শ |
পার্কিং | হ্যাঁ |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | আরপিএইচ ( RPH) |
জোন(সমূহ) | পূর্ব রেল |
বিভাগ(সমূহ) | হাওড়া রেল বিভাগ |
বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
অবস্থান | |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.