বাঁশলোই নদী

বাঁশলোই নদী
দেশ India
রাজ্যসমূহ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
উৎস বাঁশ পাহাড়
মোহনা ভাগীরথী

বাঁশলোই নদী হল ভাগীরথী নদীর একটি উপনদী।

ভূগোল

বাঁশলোই নদীর উৎপত্তি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বাঁশ পাহাড়ে।[1] এটি ঝাড়খণ্ডের পাকুড় জেলা [2] এবং পশ্চিমবঙ্গের বীরভূমমুর্শিদাবাদ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে জঙ্গিপুরের উত্তরে হুগলি নদীতে মিশেছে।[3][4] এই নদীর অববাহিকা অঞ্চলের আয়তন ২,২০০ বর্গকিলোমিটার (৮৫০ মা)[5]

বন্যা

ছোটোনাগপুর মালভূমি থেকে উৎপন্ন অন্যান্য নদীর মতো বাঁশলোই নদীতেও বর্ষাকালে প্রচুর বৃষ্টি ও সীমিত জল পরিবহন ক্ষমতার জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। জঙ্গিপুর ও কালনা শহরের মধ্যবর্তী অঞ্চলে বাঁশলোই নদীতে বন্যা দেখা যায়। এই অঞ্চলে ভাগীরথীর জলধারণ ক্ষমতা সর্বাধিক ৩,১০০ ঘনমিটার প্রতি সেকেন্ড (১,১০,০০০ ঘনফুট/সে)। অতিরিক্ত বৃষ্টির ফলে এর চেয়ে বেশি জল হলে বন্যা পরিস্থিতি দেখা যায়।[6]

পাদটীকা

  1. "Jharkhand Rivers"। mapsofindia। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১
  2. "Pakur – a Land of Vibrant People and Black Stone"। District administration। ২০০৯-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১
  3. "Bansloi River"। India9। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১
  4. "Murshidabad district"। ২০০৯-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১
  5. Roy, Jitendra। "The Deluge 2000" (PDF)। ২০০৯-০৪-১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১
  6. "Flood management"। Irrigation & Waterways Department, Govt of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১১

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.