বীরভূম লোকসভা কেন্দ্র
বঙ্গের প্রাক স্বাধীনতা পর্বের একটি বিভাগ হল বর্ধমান I পুরানো বঙ্গের বর্তমান নাম পশ্চিমবঙ্গের সেই বর্ধমান বিভাগের একটি জেলা হল বীরভূম I বীরভূম জেলায় তিনটি লোকসভা কেন্দ্রে অবস্থিত I প্রথমটি হল সিউড়ি দ্বিতীয়টি বোলপুর এবং তৃতীয়টি হল রামপুরহাট যেটি বীরভূম লোকসভা কেন্দ্র নামে পরিচিত I তৃণমূল শাসিত বর্তমান বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ হলেন প্রাক্তন অভিনেত্রী শতাব্দী রায় I
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.