লালবাগ মহকুমা

লালবাগ মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা। মুর্শিদাবাদজিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভা এবং মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, ভগবানগোলা ১, ভগবানগোলা ১, লালগোলা ও নবগ্রাম—এই পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে এই মহকুমাটি গঠিত। এই মহকুমার অধীনে মোট ৪৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর মুর্শিদাবাদে।

লালবাগ মহকুমা
মহকুমা
লালবাগ মহকুমা
পশ্চিমবঙ্গের মানচিত্রে লালবাগের অবস্থান
স্থানাঙ্ক: ২৪.১৮° উত্তর ৮৮.২৭° পূর্ব / 24.18; 88.27
দেশ India
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামুর্শিদাবাদ
সদরমুর্শিদাবাদ
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN

অঞ্চল

মুর্শিদাবাদআজিমগঞ্জ জিয়াগঞ্জ পুরসভা ছাড়াও লালগোলা মহকুমার গ্রামাঞ্চল পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে মোট ৪৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভক্ত। এই মহকুমার অধীনস্থ ব্লকগুলি হল মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ, ভগবানগোলা ১, ভগবানগোলা ১, লালগোলা ও নবগ্রাম।[1] এই পাঁচটি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[2]

ব্লক

মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক

মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাহাদুরপুর, কাপাসডাঙা, প্রসাদপুর, দহপাড়া, মুকুন্দবাগ, তেঁতুলিয়া, ডাঙাপাড়া ও নতুনগ্রাম।[1] ব্লকটি মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ থানার অধীনস্থ।[3] ব্লকের সদর হল মুর্শিদাবাদ।[4]

ভগবানগোলা ১ ব্লক

ভগবানগোলা ১ ব্লকটি ভগবানগোলা, হনুমন্তনগর, কুঠিরামপুর, মহিষস্থলী, হাবাসপুর, কান্তনগর, মহম্মদপুর ও সুন্দরপুর—এই আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[1] ব্লকটি ভগবানগোলা থানার অধীনস্থ।[3] ব্লকের সদর ভগবানগোলা।[4]

ভগবানগোলা ২ ব্লক

ভগবানগোলা ২ ব্লকের গ্রামাঞ্চল আখেরিগঞ্জ, বলিগ্রাম, নশিপুর, আমদাহারা, খড়িবোনা ও সরলপুর—এই ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[1] ব্লকটি রানিতলা থানার অধীনস্থ।[3] ব্লকের সদর নশিপুর বলাগাছি।[4]

লালগোলা ব্লক

লালগোলা ব্লকটি আইরমারি কৃষ্ণপুর, দেওয়ানসরাই, লালগোলা, নশিপুর, বাহাদুরপুর, জসাইতলা, মানিকচক, পাইকপাড়া, বিল্বরাকোপরা, কালমেঘা, মাইয়া ও রামচন্দ্রপুর—এই ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[1] ব্লকটি লালগোলা থানার অধীনস্থ।[3] ব্লকের সদর লালগোলা।[4]

নবগ্রাম ব্লক

নবগ্রাম ব্লকটি অমরকুন্ডু, কিরীটেশ্বরী, নারায়ণপুর, শিবপুর, গুরা-পাশলা, মাহুরুল, পাঁচগ্রাম, হজবিবিডাঙা, নবগ্রাম ও রসুলপুর—এই দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[1] ব্লকটি নবগ্রাম থানার অধীনস্থ।[3] ব্লকের সদর নবগ্রাম[4]

আইনসভা

পশ্চিমবঙ্গের সীমানা পুনর্নির্ধারণ কমিশন কর্তৃক আইনসভা ক্ষেত্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পর লালবাগ মহকুমার বিধানসভা আসনগুলি নিম্নরূপ হয়েছে:

এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রঘুনাথগঞ্জ, লালগোলা ও নবগ্রাম বিধানসভা কেন্দ্রগুলি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং ভগবানগোলা ও মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[5]

পাদটীকা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২
  3. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২
  4. "Contact details of Block Development Officers"Murshidabad district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭
  5. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 7–8, 23। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১১

টেমপ্লেট:Murshidabad District

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.