সিউড়ি সদর মহকুমা

সিউড়ি সদর মহকুমা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি মহকুমা। এই মহকুমা তিনটি পুরসভা (সিউড়ি, দুবরাজপুরসাঁইথিয়া) এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর ও মহম্মদবাজার) নিয়ে গঠিত। ব্লক সাতটিতে আবার একটি সেন্সাস টাউন (আহমদপুর) ও ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর সিউড়ি।

সিউড়ি সদর মহকুমা
সিউড়ি সদর মহকুমা
স্থানাঙ্ক: ২৩.৯২° উত্তর ৮৭.৫৩° পূর্ব / 23.92; 87.53

এলাকা

সিউড়ি, দুবরাজপুরসাঁইথিয়া পুরসভা ছাড়া সিউড়ি সদর মহকুমায় সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর ও মহম্মদবাজার নামে সাতটি ব্লকের অধীনে আহমদপুর নামে একটি সেন্সাস টাউন এবং ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[1]

ব্লক

সিউড়ি-১ ব্লক

সিউড়ি-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আলুন্দা, করিধ্যা, মল্লিকপুর, তিলপাড়া, ভুরকুনা, খাটাঙ্গা ও নাগরী।[1] ব্লকটি সিউড়ি ও সদাইপুর থানার অধীনস্থ।[2] ব্লকের সদর বড়বাগান।[3]

সিউড়ি-২ ব্লক

সিউড়ি-২ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল অবিনাশপুর, দমদমা, কোমা, বাঁশঙ্কা, কেন্দুকেন্দ্রীয় পুরন্দরপুর।[1] ব্লকটি সিউড়ি ও পানরুই থানার অধীনস্থ।[2] ব্লকের সদর পুরন্দরপুর।[3]

সাঁইথিয়া ব্লক

সাঁইথিয়া ব্লকের শহরাঞ্চল আহমদপুর সেন্সাস টাউন এবং গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আহমদপুর, বনগ্রাম, হরিসারা, পানরুই, ভ্রমরকোল, দেরিয়াপুর, হাতোড়া, সাংরা, আমারপুর, ফুলুর, মাথপালসা ও শ্রীনিধিপুর।[1] ব্লকটি সাঁইথিয়া ও পানরুই থানার অধীনস্থ।[2] ব্লকের সদর আহমদনগর।[3]

দুবরাজপুর ব্লক

দুবরাজপুর ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বালিজুরি, হেতমপুর, লোবা, সাহাপুর, চিনপাই, যশপুর, পদুমা, গোহালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর ও পারুলিয়া।[1] ব্লকটি ইলামবাজার, সদাইপুর ও দুবরাজপুর থানার অধীনস্থ।[2] ব্লকের সদর দুবরাজপুর।[3]

খয়রাসোল ব্লক

খয়রাসোল ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বাবুইজোড়, কেন্দগোর, নাকরাকোন্দা, রুপুসপুর, বড়রা, খয়রাসোল, পাঁচড়া, হজরতপুর, লোকপুর ও পারসুন্দি।[1] ব্লকটি খয়রাসোল ও কাঁকড়তলা থানার অধীনস্থ।[2] ব্লকের সদর খয়রাসোল।[3]

রাজনগর ব্লক

রাজনগর ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ভবানীপুর, গাংমুড়ি-জয়পুর, তাঁতিপাড়া, চন্দ্রপুর ও রাজনগর।[1] ব্লকটি রাজনগর থানার অধীনস্থ।[2] ব্লকের সদর রাজনগর।[3]

মহম্মদবাজার ব্লক

মহম্মদবাজার ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আঙ্গারগড়িয়া, চরিচা, হিংলো, পুরাণাগ্রাম, ভাঁড়কাটা, ডেউচা, কাপিষ্টা, রামপুর, ভুতুরা, গণপুর, মহম্মদবাজার ও সেকেড্ডা।[1] ব্লকটি মহম্মদবাজার থানার অধীনস্থ।[2] ব্লকের সদর প্যাটেলনগর।[3]

বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[4]

  • সিউড়ি পুরসভা, সিউড়ি-১ ব্লক, রাজনগর ব্লক ও দুবরাজপুর ব্লকের চিনপাই, গোহালিয়ারা, পারুলিয়া ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • দুবরাজপুর ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত, দুবরাজপুর পুরসভা ও খয়রাসোল ব্লক নিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সাঁইথিয়া পুরসভা, সিউড়ি-২ ব্লক, মহম্মদবাজার ব্লকের অঙ্গারগড়িয়া, ভুতুড়া, চরিচা, মহম্মদবাজার, দেউচা ও পুরানাগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সাঁইথিয়া ব্লকের বনগ্রাম, দেরিয়াপুর, ফুলুর, হরিসারা, হাতোড়া ও মাথপালসা গ্রাম পঞ্চায়েত নিয়ে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সাঁইথিয়া ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • মোহম্মদ বাজার ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
    • দুবরাজপুর ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।

পাদটীকা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬
  2. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬
  3. "Contact details of Block Development Officers"Birbhum district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬
  4. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 22,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫

টেমপ্লেট:Birbhum District

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.