পাকিস্তান হিন্দু পরিষদ

পাকিস্তান হিন্দু কাউন্সিল বা পাকিস্তান হিন্দু পরিষদ পাকিস্তানের সকল হিন্দুদের প্রতিনিধি সংস্থা।

পাকিস্তান হিন্দু কাউন্সিল
ওম
গঠিত২০০৫ (2005)
ধরণধর্মীয় সংগঠন
আইনি অবস্থাসংগঠন
উদ্দেশ্যধর্মীয় অধ্যয়ন,আধ্যাত্মিকতা, সামাজিক সংস্কার
এলাকাগত সেবা
পাকিস্তান
ওয়েবসাইটwww.pakistanhinducouncil.org

ইতিহাস

হিন্দুধর্ম পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিদ্যমান। ২০০৫ সালে পাকিস্তান হিন্দু কাউন্সিল নিবন্ধিত হয়েছিল। [1]

মিশন ও সংগঠন

পিএইচপি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে হিন্দু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে। তাদের আগ্রহ, অগ্রিম শিক্ষা ও সুযোগ রক্ষা করার জন্য তাদের একত্রিত করে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করে।[2] পাকিস্তান জুড়ে হিন্দুদের পূজা ও সমাবেশের সুরক্ষা দেয়।হোলিকে পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করতে এর ভুমিকা ছিল। [1][3]

কাউন্সিল এছাড়াও গণবিবাহের আয়োজন করে।

পরিচালনা পর্ষদ

শাসক গোষ্ঠীর ১৫ টি আসন রয়েছে, যাতে পাকিস্তান জুড়ে হিন্দুরা প্রতিদ্বন্দ্বিতা করে। [4]

সংখ্যালঘু অধিকার

কাউন্সিল হিন্দুদের সংখ্যালঘু অধিকার রক্ষা করে । এটি জোরপূর্বক বিয়ে, ভীতি প্রদর্শন, জোরপূর্বক বিয়ে,ধর্মান্তর ইত্যাদি ও হিন্দু মেয়েদের অপহরণ, ব্যাপক ধর্মান্তরকরণ,তাদের সাথে সহিংসতা এই বিষয়গুলি তুলে ধরার জন্য খবরে এসেছে। [5][6][7][8]

আরো দেখুন

  • হিন্দুধর্ম
  • পাকিস্তানে হিন্দুধর্ম
  • হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যের ঐতিহ্য পাকিস্তান
  • পাকিস্তানের অনুসৃত জাতি ফেডারেশন
  • ইভাকু ট্রাস্ট সম্পত্তি বোর্ড
  • পাকিস্তানে হিন্দু মন্দিরের তালিকা

তথ্যসূত্র

  1. পাকিস্তান হিন্দু কাউন্সিল
  2. desk, kolkata24x7 online (২০১৭-০৪-১২)। "জোর করে বিয়ে দেওয়া থেকে এবার মুক্তি পাবে পাকিস্তানের হিন্দুরা?"Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১
  3. "হোলি উদযাপন করলেন পাকিস্তানের হিন্দুরা | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১
  4. ৫৬ টি হিন্দু পরিষদ নির্বাচনে প্রার্থী প্রার্থী!
  5. হিন্দু মেয়েদের জোরপূর্বক ধর্মা‌ন্তর: পাক হিন্দু কাউন্সিল
  6. নিরাপত্তা উদ্বেগ: সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করল হিন্দু কাউন্সিল!
  7. "পাকিস্তানে হিন্দু মেয়ে রাভিতা কোন চাপে হয়ে যাচ্ছে গুলনাজ"TheWall (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১
  8. "পাকিস্তানে হিন্দু নারী ও শিশুদেরকে জোরপূর্বক ধর্মান্তর, বিয়ে, ধর্ষণ, অপহরণ ও হত্যা করা হচ্ছে"Eibela। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১

বাহ্যিক লিঙ্ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.