পতঞ্জলি

পতঞ্জলি (সংস্কৃত: पतञ्जलि, আইপিএ: [pət̪əɲɟəli]; ১৫০ খ্রিস্টপূর্বাব্দ[1] বা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক[2][3]) ছিলেন হিন্দু যোগ দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রামাণিক শাস্ত্রগ্রন্থ যোগসূত্র-এর সংকলক। কিংবদন্তি অনুসারে, পতঞ্জলি মহাভাষ্য (পাণিনির অষ্টাধ্যায়ী-এর উপর রচিত কাত্যায়নের বৃত্তিকার টীকা) গ্রন্থেরও রচয়িতা। তিনি আয়ুর্বেদের উপরও একটি বই লিখেছিলেন।

পতঞ্জলি
পতঞ্জলির একটি প্রথাগত মূর্তি ; এটিতে পতঞ্জলিকে আদিশেষের অবতার কুণ্ডলিনী রূপে দেখানো হয়েছে।
জাতীয়তাপ্রাচীন ভারতীয়
পরিচিতির কারণযোগসূত্র গ্রন্থের সংকলক ও মহাভাষ্য গ্রন্থের রচয়িতা

পাদটীকা

  1. Jonardon Ganeri, Artha: Meaning, Oxford University Press 2006, 1.2, p. 12
  2. S. Radhakrishnan, and C.A. Moore, (1957). A Source Book in Indian Philosophy. Princeton, New Jersey: Princeton University, ch. XIII, Yoga, p. 453
  3. Gavin A. Flood, 1996
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.