কাত্যায়ন

কাত্যায়ন (খ্রিস্টপূর্ব ৩য় শতক) একজন সংস্কৃত ব্যাকরণবিদ এবং বৈদিক আমলের প্রথিযশা গনিতবিদ। তিনি বৈদিক ভারতের একজন অধিবাসী ছিলেন।

অবদান

তিনি দুটি বিশেষ কাজের জন্য এখনও বিখ্যাত হয়ে আছেন

  • তিনি ভর্তিকা(Varttika) নামে একটি বই লেখেন। এটি পাণিনির ব্যকারনের ব্যাখ্যা এবং ‘পতঞ্জলি’ র মহাভাষ্য। এটি সংস্কৃত ব্যকারনের মূল বই হয়ে ওঠে। এবং ১২ শতক পর্যন্ত শিক্ষার্থীদের বাধ্যতামুলক পাঠ্যপুস্তক হিসেবে পরিচিত ছিল।

• তিনি ‘সুল্বসুত্রের’ একটি অংশের ব্যাখ্যা লেখেন। এটি নয়টি সুত্রের একটি লিখন যেখানে জ্যামিতির মৌলিক বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে লম্ব,ত্রিভুজ,রম্বস প্রভৃতি জ্যামিতিক বিষয় গুলো আলোচনা করা হয়েছে।[1]

দর্শন

তথ্যসুত্র

  1. Joseph (2000), p. 328
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.