মার্কণ্ডেয় পুরাণ

মার্কণ্ডেয় পুরাণ (সংস্কৃত: मार्कण्डेय़पुराणम्) অষ্টাদশ মহাপুরাণের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ। এই পুরাণ মহর্ষি জৈমিনি ও মহর্ষি মার্কণ্ডেয়ের মধ্যে কথোপকথন আকারে রচিত। এফ ই পারগিটার এই পুরাণের ইংরেজি অনুবাদ করেন।

চন্দনকাঠের দূর্গা মূর্তি, মুর্শিদাবাদ থেকে প্রাপ্ত, বর্তমানে ভারতীয় জাদুঘর, কলকাতায় রক্ষিত আছে

বিষয়বস্তু

মার্কণ্ডেয় পুরাণে কোনো নির্দিষ্ট বিষয়বস্তু লক্ষিত হয় না। এটি শিব, বিষ্ণু বা অন্য কোনো দেবতা নিরপেক্ষ। গ্রন্থের সূচনা মার্কণ্ডেয়ের সম্মুখে জৈমিনি কর্তৃক উত্থাপিত চারটি প্রশ্নের মাধ্যমে। গ্রন্থের অধ্যায়সংখ্যা ১৩৪। ৫০-৯৭ অধ্যায়সমূহে রয়েছে ১৪টি মন্বন্তর বা মনুর সময়কালের বিবরণী। এর মধ্যে তেরোটি অধ্যায় (অধ্যায় ৭৮-৯০) একত্রে দেবীমাহাত্ম্যম্ নামে পরিচিত। ১০৮-১৩৩ অধ্যায়সমূহে বর্ণিত হয়েছে পৌরাণিক রাজবংশগুলির বৃত্তান্ত।[1]

আরও দেখুন

  • চণ্ডী দি বর, মার্কণ্ডেয় পুরাণ, দশম গ্রন্থের অনুবাদ

তথ্যসূত্র

  1. "Entire Markandeya Purana at Urday"। ২৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০০৯

আরও পড়ুন

  • Mani, Vettam. Puranic Encyclopedia. 1st English ed. New Delhi: Motilal Banarsidass, 1975.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.