মনু

মনু হলেন একজন প্রাচীন ভারতীয় শাস্ত্রকার ঋষি, যাকে পাঁচ সহস্রাধিক বছরব্যাপী প্রবহমান হিন্দুশাস্ত্রমালার নেতৃস্থানীয় ও বিস্তৃতপ্রভাবক মনুসংহিতার রচয়িতা হিসেবে পাওয়া যায় ।

মনু
স্রষ্টা কর্তৃক মহাবন্যার মহাপরীক্ষাকালে মৎস্য-অবতারকে দিয়ে বৈবস্বত মনুকে সহযোগিতা

হিন্দুশাস্ত্রাদির মনু-বর্ণনা

হিন্দুধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে এক রচয়িতা মনুকে পাওয়া যায় যিনি এককভাবে ৪,[1] যৌথভাবে ২[2] ও বৈকল্পিকভাবে ১[3] সূক্ত রচনা করেছিলেন। এ মনু যদি মনুস্মৃতি বা মনুসংহিতার রচয়িতা হয়ে থাকেন তাহলে তার সময়কাল ন্যূনতম ২০০০ খ্রিস্টপূর্বাব্দ। মন্যু নামী আরেক ঋষিকেও ২ সূক্তের রচয়িতা হিসেবে দেখা যায়।[4] ঋগ্বেদের পরে ব্রাহ্মণ, প্রাতিশাখ্য ও আরণ্যককাল পেড়িয়ে এমন ব্যাক্তিনামাঙ্কিত অনুশাসনসূত্রাদি গ্রন্থিত হয়েছে যেগুলি আসলে বেদ-অনুসরণের নিমিত্তে রচিত শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দজ্যোতিষ-এর অন্তর্ভুক্ত কল্পশ্রেণীর শ্রৌত, গৃহ্য, ধর্ম ও শূল্ব-সূত্রাদির সংকলন।

তথ্যসূত্র

  1. ঋগ্বেদ ৮:২৭ , ২৮ , ৩০ ও ৩১
  2. ঋগ্বেদ ৯:১০১ ও ১০৬
  3. ঋগ্বেদ ৮:২৯
  4. ঋগ্বেদ ১০:৮৩ ও ৮৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.