উপনয়ন
উপনয়ন একটি হিন্দু শাস্ত্রানুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু বালকেরা ব্রাহ্মণ্য সংস্কারে দীক্ষিত হয়। হিন্দু ঐতিহ্য অনুসারে, উপনয়ন হিন্দু বালকদের শিক্ষারম্ভকালীন একটি অনুষ্ঠান।


হিন্দুধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য বর্ণের জন্য উপনয়নের ন্যূনতম বয়স যথাক্রমে সাত, তেরো ও সতেরো বছর। উপনয়নকালে বালকদের ব্রহ্মোপদেশ শিক্ষা দেওয়া হয়। মনুস্মৃতি অনুযায়ী, এরপর তারা ব্রহ্মচারী হওয়ার যোগ্যতা অর্জন করে। বাঙালি হিন্দু সমাজে অবশ্য কেবলমাত্র ব্রাহ্মণদের ক্ষেত্রেই উপনয়ন সংস্কার প্রচলিত।
উপনয়ন অণুষ্ঠানে শরীরে যজ্ঞোপবীত বা উপবীত (চলিত বাংলায় পৈতে) ধারণ করা হয়। উপবীত প্রকৃতপক্ষে তিনটি পবিত্র সূতো যা দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক। উপবীত ধারণের সময় উপবীতধারী গায়ত্রী মন্ত্র শিক্ষা করে। উপনয়নের পর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয়। দ্বিজ শব্দের অর্থ দুইবার জাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী, প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভ থেকে; এবং দ্বিতীয়বার জন্ম হয় উপবীত ধারণ করে।
আঞ্চলিক বৈভিন্ন্য
# | ভাষা | অণুষ্ঠানের নাম | উপবীতের প্রতিশব্দ |
---|---|---|---|
1 | সংস্কৃত | Upanayanam उपनयनम् | Yajñopavītam यज्ञोपवीतम् |
2 | মালয়ালম | Upanayanam ഉപനയനം | Poonool (IAST: Pūnūl) പൂണൂല് |
3 | তামিল | Poonal பூணல் | Poonal (IAST: Pūnūl) பூணல் |
4 | তেলুগু | Odugu,Upanayanamu ఒదుగు,ఉపనయనము | Jandhyamu జంధ్యము |
5 | কন্নড় | Munji ಮುಂಜಿ | Janivaara ಜನಿವಾರ |
6 | হিন্দি | Janeu जनेऊ | Janeu जनेऊ |
7 | মারাঠি | Munja मुंज | Jaanave जानवे |
8 | কোঙ্কনি | Munj,Munji मुंज,ಮುಂಜಿ | Janve,Jannuvey जानवें,ಜಾನುವೆ |
9 | বাংলা | Uponayon উপনয়ন | Poité পৈতে |
10 | ওড়িয়া | Brata Ghara ବ୍ରତଘର | Poita ପଇତା |
11 | নেপালি | Bratabandha ब्रतबंध | Janai जनई |
12 | কাশ্মীরি | Mekhal معخل,मेखल | Yonya يoنيآ,योनया |
13 | অসমীয়া | Lagundeoni লগুনদেওনি | Lagun লগুন |
14 | তুলু | Upanayana ಉಪನಯನ | Janivaara ಜನಿವಾರ |
15 | গুজরাটি | Yagnopavit યજ્ઞોપવિત | Janoi જનોઈ |
16 | পাহাড়ি | Janeyu जनेयु | Janeyu जनेयु |
17 | সিন্ধি | Janya जानया | Janya जानया |
তথ্যসূত্র
- Vedārtha-Pārijata by Swāmi Karpātri,Published by Sri Rādhā Krishna Dhanuka Prakāshan Sansthan,Calcutta,1979;(Sañchālakas : Vedasāstra Research Centre, Kedārghat, Vārānasi)
- Shanti-kun, Haridwar:awgp.org;(Indian Scientific Religion basis)