আস্তিক
ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি বা দল বা সম্প্রদায়কে আস্তিক ব'লে অভিহিত করা হয় ।[1] তবে হিন্দু দর্শনে সর্বসৃজক ঈশ্বরে নয় বরং প্রাচীন প্রার্থনাগাথা বেদকে মান্যকারী ব্যক্তি বা দল বা সম্প্রদায়কে আস্তিক হিসেবে চিহ্নিত করা হয় ।[2] আস্তিক দর্শন অনুসারে বেদই হলো সমন্বয়বাদী হিন্দুধর্মের প্রাথমিক উৎস । এ সংজ্ঞানুসারে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং বেদান্তকে আস্তিক দর্শনের শ্রেণীভুক্ত করা হয়।[3]
তথ্যসূত্র
- For instance ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ এপ্রিল ২০০৭ তারিখে, the "Atheist Society of India" produces a monthly publications Nasthika Yugam, which it translates as "The Age of Atheism".
- Flood 1996, পৃ. 82, 224–49
- For an overview of this method of classification, with detail on the grouping of schools, see: Radhakrishnan ও Moore 1989
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.