পাক সার জমিন সাদ বাদ
পাক সার জমিন সাদ বাদ বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারি, ২০০৪ সালে[1] একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতাকারী একটি ধর্মীয় গোষ্ঠীর উপর ভিত্তি করে এটি রচিত হয়।[2]
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
মূল শিরোনাম | পাক সার জমিন সাদ বাদ |
প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | ধর্মীয় মৌলবাদ |
ধরন | উপন্যাস |
প্রকাশিত | ফেব্রুয়ারি, ২০০৪ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ১১২ (প্রথম সংস্করণ) |
পুরস্কারসমূহ | বাংলা একাডেমী পুরষ্কার (২০০২) |
আইএসবিএন | 984-7-000-60021-9 |
ওসিএলসি | 808109497 |
পূর্ববর্তী বই | ১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩) |
পরবর্তী বই | একটি খুনের স্বপ্ন (২০০৪) |
পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি বাংলাদেশে বিভিন্ন সমালোচনা সৃষ্টি করে। লেখক হুমায়ূন আহমেদ এই উপন্যাসকে কুৎসিত বলে বক্তব্য রাখেন।
পটভূমি
উপন্যাসের শিরোনাম কওমী তারানা নামে একটি ইসলামিক সঙ্গীত থেকে নেয়া হয়েছে যেটি পাক সার জমিন নামে বেশি পরিচিত এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত। ১৯৫২ সালে পাকিস্তানি উর্দু ভাষার কবি, হাফিজ জলন্ধরি কর্তৃক এটি রচিত হয়।[3]
প্রতিক্রিয়া
এই গ্রন্থাকারে প্রকাশের পূর্বে দৈনিক ইত্তেফাকে পাক সার জমিন সাদ বাদ ছাপা হওয়ার পর সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী আমির এবং প্রাক্তন সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী জাতীয় সংসদে এই বইয়ের বিরুদ্ধে হুমকি দিয়েছিল। এছাড়াও তিনি ইত্তেফাক ভবনও পুড়িয়ে দেয়ার বিষয়ে মন্তব্য রাখেন।[4]
জনপ্রিয় সংস্কৃতিতে
২০১১ সালে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ উপন্যাস অবলম্বনে অনৈতিহাসিক শিরোনামে একটি মঞ্চনাটক তৈরি হয়েছে।[5]
আরও দেখুন
তথ্যসূত্র
- মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওসিএলসি 883871743।
- Umme Sadat, Nazmun Nahar, Al-wazedi (২০০৮)। Hearing 'subaltern' Voices of Resistance in the Works of Mahasweta Devi, Taslima Nasrin and Monica Ali। পৃষ্ঠা ১৪৯।
- "Information of Pakistan"। Infopak.gov.pk। ২৬ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১৩।
- পার্থ সঞ্জয় (আগষ্ট ১২, ২০১২)। "হুমায়ুন আজাদ হত্যার বিচার না হওয়ায় পরিবারের হতাশা"। একাত্তর টিভি। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৫।
- "'পাক সার জমিন সাদ বাদ' নিয়ে নাটক মঞ্চে আসছে"। দৈনিক প্রথম আলো। আগস্ট ৩, ২০১১। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৫।