আগামী প্রকাশনী

আগামী প্রকাশনী বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ওসমান গণি কর্তৃক[1] এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের হিসেব এ-পর্যন্ত প্রকাশনার প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৮০০-এর অধিক।[2] ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ভিত্তি করে উল্লখেযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ-প্রকাশনা পরিচিত হয়ে ওঠে। প্রকাশনীর বর্তমান স্লোগান, মুক্তিযৃদ্ধ ও মুক্তচেতনা আমাদের প্রকাশনা'।'

আগামী প্রকাশনী
অবস্থাসক্রিয়
সংস্থাপিত১৯৮৬ (1986)
প্রতিষ্ঠাতাওসমান গণি
বংশোদ্ভুত দেশ বাংলাদেশ
সদর দপ্তর৩৬ বাংলাবাজার, ঢাকা
বন্টনদেশব্যাপী
প্রকাশনার ধরনগ্রন্থ
প্রকাশনার বিষয়বস্তুকথাসাহিত্য, গবেষণা
সাহিত্যের প্রকারকাব্যগ্রন্থ, উপন্যাস, সমালোচনা, মুক্তিযুদ্ধ
অফিসিয়াল ওয়েবসাইটagameeprakashani-bd.com

সদস্য

  • বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি

তথ্যসূত্র

  1. "অন্যান্য বছরের তুলনায় বিক্রি বেশ ভালো"ইত্তেফাক। ফেব্রুয়ারি ৪, ২০১৫। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০১৭
  2. সমকাল প্রতিবেদক (৪ অক্টোবর ২০১৭)। "ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যাচ্ছে আগামী প্রকাশনী"samakal.comদৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.