কবি অথবা দণ্ডিত অপুরুষ
কবি অথবা দণ্ডিত অপুরুষ বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস।[1] ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে[2] (ফাল্গুন, ১৪০৫ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
মূল শিরোনাম | কবি অথবা দণ্ডিত অপুরুষ |
প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
প্রকাশিত | ফেব্রুয়ারি, ১৯৯৯ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ১৬৬ (প্রথম সংস্করণ) |
আইএসবিএন | 984-7-000-61208-3 |
ওসিএলসি | 42762784 |
পূর্ববর্তী বই | রাজনীতিবিদগণ (১৯৯৮) |
পরবর্তী বই | নিজের সঙ্গে নিজের জীবনের মধু (২০০০) |
হুমায়ুন আজাদ এই উপন্যাস উৎসর্গ করেছেন, ফরাসী কবি শার্ল বোদলেয়ারের প্রতি যাকে তিনি দণ্ডিত মহাকবি বলে উল্লেখ করেছেন।[3]
চরিত্রসমূহ
- হাসান রশিদ - পুরোনাম মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, একজন নিসঙ্গ মানুষ যিনি কবিতা লেখেন,
আরও দেখুন
- হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা
তথ্যসূত্র
- গোলাম সারওয়ার, সম্পাদক (১৬ ফেব্রুয়ারি ২০১৮)। "কবি অথবা দণ্ডিত অপুরুষ"। কালের খেয়া (ছাপা)। সমকাল। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৯।
- মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "আজাদ, হুমায়ুন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওসিএলসি 883871743।
- আজাদ, হুমায়ুন (ফেব্রুয়ারি ১৯৯৯)। কবি অথবা দণ্ডিত অপুরুষ। আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-7-000-61208-3
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.