মহাবিশ্ব (গ্রন্থ)

মহাবিশ্ব বাংলাদেশের প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি মহাকাশ বিজ্ঞানজ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন। ২০০০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে (ফাল্গুন, ১৪০৬ বঙ্গাব্দ) আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদ এই গ্রন্থটি উৎসর্গ করেছেন গ্যালিলিও গ্যালিলি এবং জিয়োরদানো ব্রুনোকে[1]

মহাবিশ্ব
লেখকহুমায়ুন আজাদ
প্রচ্ছদ শিল্পীসমর মজুমদার
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনপ্রবন্ধ
প্রকাশিতফেব্রুয়ারি ২০০০
প্রকাশকআগামী প্রকাশনী
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা১৫০
আইএসবিএন984-401-569-3
পূর্ববর্তী বইনির্বাচিত প্রবন্ধ (১৯৯৯) 
পরবর্তী বইদ্বিতীয় লিঙ্গ (২০০১) 

প্রবন্ধ তালিকা

আজাদের এই গ্রন্থে মোট ০৯ টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধসমুহ হল :

  1. মহাগর্জন
  2. বদ্ধ বিশ্ব থেকে অনন্ত মহাবিশ্বে
  3. আমাদের আকাশ
  4. সৌরজগতের উদ্ভব ও সূর্য
  5. পৃথিবী ও চাঁদ
  6. গ্রহগণ বুধ থেকে প্লুটো
  7. তারা
  8. ছায়াপথ ও তারার দ্বীপপুঞ্জ
  9. পুরাণ, জ্যোতিশাস্ত্র, ও ছদ্মবিজ্ঞান

আরো দেখুন

  • হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা

তথ্যসূত্র

  1. হুমায়ুন আজাদ (ফেব্রুয়ারি ২০০০)। মহাবিশ্বঢাকা: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-401-569-3।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.