মহাবিশ্ব (গ্রন্থ)
মহাবিশ্ব বাংলাদেশের প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন। ২০০০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে (ফাল্গুন, ১৪০৬ বঙ্গাব্দ) আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদ এই গ্রন্থটি উৎসর্গ করেছেন গ্যালিলিও গ্যালিলি এবং জিয়োরদানো ব্রুনোকে।[1]
লেখক | হুমায়ুন আজাদ |
---|---|
প্রচ্ছদ শিল্পী | সমর মজুমদার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | প্রবন্ধ |
প্রকাশিত | ফেব্রুয়ারি ২০০০ |
প্রকাশক | আগামী প্রকাশনী |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
পৃষ্ঠাসংখ্যা | ১৫০ |
আইএসবিএন | 984-401-569-3 |
পূর্ববর্তী বই | নির্বাচিত প্রবন্ধ (১৯৯৯) |
পরবর্তী বই | দ্বিতীয় লিঙ্গ (২০০১) |
প্রবন্ধ তালিকা
আজাদের এই গ্রন্থে মোট ০৯ টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধসমুহ হল :
- মহাগর্জন
- বদ্ধ বিশ্ব থেকে অনন্ত মহাবিশ্বে
- আমাদের আকাশ
- সৌরজগতের উদ্ভব ও সূর্য
- পৃথিবী ও চাঁদ
- গ্রহগণ বুধ থেকে প্লুটো
- তারা
- ছায়াপথ ও তারার দ্বীপপুঞ্জ
- পুরাণ, জ্যোতিশাস্ত্র, ও ছদ্মবিজ্ঞান
আরো দেখুন
- হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা
তথ্যসূত্র
- হুমায়ুন আজাদ (ফেব্রুয়ারি ২০০০)। মহাবিশ্ব। ঢাকা: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-401-569-3।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.