সমর মজুমদার
সমর মজুমদার (জন্ম: ফেব্রুয়ারি ১, ১৯৫৭) বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি প্রচ্ছদশিল্পী হিসেবেই বেশ পরিচিত। তিনি প্রায় তিন দশক ধরে[1] প্রচ্ছদশিল্পী হিসেবে বইয়ের প্রচ্ছদকে ক্যানভাস হিসেবে প্রায় পাঁচ শতাধিক প্রচ্ছদ করেছেন।[2][3]
সমর মজুমদার | |
---|---|
জন্ম | সমর মজুমদার ১ ফেব্রুয়ারি ১৯৫৭ |
জাতীয়তা | বাংলাদেশি |
যেখানের শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | পেইন্টিং, অঙ্কন, ভাস্কর্য, প্রচ্ছদ শিল্প |
তার শিল্পকর্মকে প্রাচ্য এবং পাশ্চাত্য রীতির মিশ্রণ বলা হয়ে থাকে, যেখানে ঐতিহ্যের অনুসন্ধানের পাশাপাশি আধুনিকতার সংযোগ ঘটেছে।[4]
প্রচ্ছদ শিল্প
- আব্বুকে মনে পড়ে (১৯৮৯)
- ছাপ্পান্নো হাজার বর্গমাইল (১৯৯৪)
- সব কিছু ভেঙে পড়ে (১৯৯৫)
- মানুষ হিশেবে আমার অপরাধসমূহ (১৯৯৬)
- রাজনীতিবিদগণ (১৯৯৮)
- কবি অথবা দণ্ডিত অপুরুষ (১৯৯৯)
- ফালি ফালি ক'রে কাটা চাঁদ (২০০১)
- শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা (২০০২)
- ১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩)
- পাক সার জমিন সাদ বাদ (২০০৩)
- আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম (২০০৩)
- অন্ধকারে গন্ধরাজ (২০০৩)[5]
প্রদর্শনী
বছর | শিরোনাম | স্থান | সময়কাল | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | সয়েল অ্যান্ড স্পিরিট | ঢাকা আর্ট সেন্টার | ১৯ মার্চ ২০১৪ - ২৫ মার্চ ২০১৪ | [3][4][6][7] |
২০১৭ | মৃত্তিকা মায়া | লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা | ২৩ অক্টোবর - ২৬ অক্টোবর ২০১৭ | [8] |
তথ্যসূত্র
- "চিত্রশিল্পী সমর মজুমদারের একক চিত্র প্রদর্শনী"। bccnews24.com। ১৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- "সমর মজুমদারের প্রথম চিত্রকর্ম প্রদর্শনী"। priyo.com। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- "সমর মজুমদারের প্রথম চিত্রকর্ম প্রদর্শনী"। দৈনিক ইত্তেফাক। ২০ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- "ঐতিহ্য ও আধুনিকতা"। দৈনিক প্রথম আলো। ২৮ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- হুমায়ুন আজাদ (২০০৩)। "অন্ধকারে গন্ধরাজ"। goodreads.com। গুডরিড্স। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- "সমর মজুমদারের একক চিত্রপ্রদর্শনী শুরু"। দৈনিক সমকাল। ২০১৪-০৩-২০। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০২।
- "ঢাকা আর্ট সেন্টারে সমর মজুমদারের চিত্র প্রদর্শনী শুরু"। দ্য রিপোর্ট। ঢাকা। ২০ মার্চ ২০১৪। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- নিজস্ব প্রতিবেদক (১৪ অক্টোবর ২০১৭)। "সমর মজুমদারের ক্যানভাসে বাংলার একাল সেকাল"। ঢাকা: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.