জলপাই রঙের অন্ধকার

জলপাই রঙের অন্ধকার বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি সমালোচনা গ্রন্থ। ১৯৯২ সালে প্রথম বাংলাদেশের সময় প্রকাশন, ঢাকা থেকে এটি প্রকাশিত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারি ২০১০ সালে (ফাল্গুন, ১৪১৬ বঙ্গাব্দ) একুশে গ্রন্থমেলায় আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি পূনরায় গ্রন্থাকারে প্রকাশিত হয়।[1]

জলপাই রঙের অন্ধকার
লেখকহুমায়ুন আজাদ
মূল শিরোনামজলপাই রঙের অন্ধকার
প্রচ্ছদ শিল্পীশিবু কুমার শীল
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনসমালোচনা
প্রকাশিত
প্রকাশকআগামী প্রকাশনী
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা১০৪
আইএসবিএন978-984-0412-73-0
পূর্ববর্তী বইনরকে অনন্ত ঋতু (১৯৯২) 
পরবর্তী বইসীমাবদ্ধতার সূত্র (১৯৯৩) 

হুমায়ুন আজাদ এই সমালোচনা গ্রন্থ উৎসর্গ করেছেন সানিয়া গফুর, সেগুফতা আহসান এবং মৌলি আজাদকে।[2]

সারাংশ

সমালোচনা তালিকা

এই গ্রন্থে মোট ২৮টি সমালোচনা প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধসমূহের নাম হলো[2]:

  1. জলপাই রঙের অন্ধকার
  2. রাজাকারদের সময়
  3. নষ্টদের কবলে দুই কবি
  4. বস্ত্রবালিকারা
  5. বাঙালির ভবিষ্যৎ
  6. রঙিন আবর্জনা
  7. ইচ্ছে হয় শিশু হয়ে যাই
  8. মুমূর্ষ প্রজন্ম
  9. হরতালের অর্থনীতি ও বিকল্প ভাষা
  10. বিতর্কিত ও অবিতর্কিত
  11. দান্তের দোজখ
  12. মানুষেরা
  13. এক সপ্তাহ
  14. জাতীয় ভাষা একাডেমি
  15. সাহিত্য পত্রিকাহীন সাহিত্য
  16. বইয়ের দোকান
  17. শিশুরা কি পড়বে না?
  18. যদি তুমি বাঙলায় জন্ম নিয়ে থাকো
  19. খোলা বিশ্ববিদ্যালয় বন্ধ বিশ্ববিদ্যালয়
  20. একুশে ও সাহিত্য
  21. ধ্বংস এবং সৃষ্টি
  22. প্রেম
  23. আমলাতন্ত্র কি এক ধরনের পশুতন্ত্র?
  24. উপাচার্যগণ, তাঁদের সংস্কৃতি ও পরিণতি
  25. প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়
  26. জনগণের মদ্য
  27. বাঙালির মগজ, বাঙলা ভাষা ও পরীক্ষা খাতা
  28. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা

আরও দেখুন

  • হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা

তথ্যসূত্র

  1. "জলপাই রঙের অন্ধকার"রকমারি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০২
  2. আজাদ, হুমায়ুন (ফেব্রুয়ারি ২০১০)। জলপাই রঙের অন্ধকারআগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫। আইএসবিএন 978-984-0412-73-0।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.