নাচোল সরকারি কলেজ

নাচোল সরকারি কলেজ নাচোল উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নাচোলের প্রাণকেন্দ্রে অবস্থিত।[1]

নাচোল সরকারি কলেজ
নাচোল সরকারি কলেজ ক্যাম্পাস
স্থাপিত১৯৭২ (1972)
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, জাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষমোঃ হাফিজুর রহমান
ঠিকানা
নাচোল
, ,
৬৩১০
,
শিক্ষাঙ্গনশহুরে

ইতিহাস

এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।[2]

অবকাঠামো

নাচোল সরকারি কলেজ ৩টি দ্বিতল ভবন রয়েছে। যার মধ্যে ১টি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাকি ২টি একাডেমিক কাজে ব্যবহার করা হয়। প্রশাসনিক ভবনের সামনে একটি মসজিদ আছে। তবে এখানে শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক ভবন নেই। ক্যাম্পাসটি চারপাশ প্রাচীর বেষ্টিত।

পঠিত বিষয় এবং কোর্স

এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স করানো হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএসসি (পাস), বিএসএস (পাস), বিবিএস (পাস) এবং বিকম (পাস) কোর্স চালু আছে।[3]

তথ্যসূত্র

  1. "জাতীয়করণের দৌড়েএগিয়ে ১৫০ কলেজ"jjdin.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬
  2. নাচোল উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭
  3. "নাচোল উপজেলা"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.