নাচোল মহিলা কলেজ
নাচোল মহিলা কলেজ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
স্থাপিত | ১৯৯৩ |
---|---|
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয় |
ঠিকানা | নাচোল , , 6310 , |
শিক্ষাঙ্গন | শহড় |
ওয়েবসাইট | nacholewomenscollege |
ইতিহাস
নাচোল মহিলা কলেজটি ১৯৯৩ সালে নাচোল সদরে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারী এমপিও ভূক্ত হয়। কলেজটি শুরুতে উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক শাখা নিয়ে যাত্রা শুরু করলেও ভাল ফলাফলের প্রেক্ষিতে পরবর্তিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু হয়। এর পরে স্নাতক (পাশ) স্তরে বি.এ, বি.এস.এস ও বি.এস.সি শাখায় পাঠদান চালু হয়।[1]
কার্যক্রম
বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস কোর্স) পড়ার ব্যবস্থা আছে। কলেজটিতে ১৪ সদস্য বিশিষ্ট একটি গভর্নিং বডি চালু রয়েছে যারা কলেজটি পরিচালনায় অংশগ্রহণ করে থাকে।
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- "নাচোল মহিলা কলেজ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, ডিওআইসিটি, বিসিসি ও বেসিস। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.