গোয়ালদী হুসেন শাহর মসজিদ

গোয়ালদীর গায়েবী মসজিদ বাংলাদেশের সোনারগাঁও এ অবস্থিত একটি প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান ১৫১৯ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করেন।[1]

গোয়ালদী শাহী মসজিদ
(হুসেন শাহর মসজিদ)
(গায়েবী মসজিদ)
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থাননারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীপ্রাক মুঘল স্থাপত্য

অবস্থান

গোয়ালদীর গায়েবী মসজিদটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নিকটবর্তী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও-এ অবস্থিত।

বিবরণ

মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে।

তথ্যসূত্র

  1. দীপংকর চন্দ, চলতি পথে:গোয়ালদিহির গায়েবী মসজিদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৭।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.