আব্দুস সবুর
আব্দুস সবুর হলেন একজন বাংলাদেশী শিল্প নির্দেশক এবং অভিনেতা। তিনি পাঁচবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে পুরস্কার লাভ করেন, চলচ্চিত্রসমূহ হলো: সূর্যগ্রহণ (১৯৭৬), আরাধনা (১৯৭৯), শুভদা (১৯৮৬), বিরহ ব্যাথা (১৯৮৯), এবং ঘাতক (১৯৯৪)।[1]
আব্দুস সবুর | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিল্প নির্দেশক এবং অভিনেতা |
কার্যকাল | ১৯৫৯–১৯৯৯ |
উল্লেখযোগ্য কর্ম | সূর্যগ্রহণ আরাধনা ঘাতক |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫ম বার) |
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
অভিনেতা হিসেবে
- জীবন নৌকা - ১৯৮১
শিল্প নির্দেশক হিসেবে
- মাটির পাহাড় - ১৯৫৯
- কখনো আসেনি - ১৯৬১
- তালাশ - ১৯৬৩
- রূপবান - ১৯৬৫
- বেহুলা - ১৯৬৬
- নবাব সিরাজউদ্দৌলা - ১৯৬৭
- দর্শন - ১৯৬৭
- নয়ন তারা - ১৯৬৭
- আনোয়ারা - ১৯৬৭
- দুই ভাই - ১৯৬৮
- তুম মেরে হো - ১৯৬৮
- শুয়ে নাদিয়া জাগে পানি - ১৯৬৮
- সংসার - ১৯৬৮
- পীচ ঢালা পথ - ১৯৬৮
- নীল আকাশের নীচে - ১৯৬৯
- জোয়ার ভাটা - ১৯৬৯
- জীবন থেকে নেয়া - ১৯৭০
- দর্পচূর্ণ - ১৯৭০
- আপন পর - ১৯৭০
- সাধারণ মেয়ে - ১৯৭০
- ক খ গ ঘ ঙ - ১৯৭০
- দীপ নেভে নাই - ১৯৭০
- স্বরলিপি - ১৯৭১
- নাচের পুতুল - ১৯৭১
- অবুঝ মন - ১৯৭২
- ইয়ে করে বিয়ে - ১৯৭২
- ছন্দ হরিয়ে গেলো - ১৯৭২
- ঝড়ের পাখি - ১৯৭৩
- স্বপ্ন দিয়ে ঘেরা - ১৯৭৩
- রংবাজ - ১৯৭৩
- সংগ্রাম - ১৯৭৩
- আলোর মিছিল - ১৯৭৪
- মাসুদ রানা - ১৯৭৪
- বৃষ্টি - ১৯৭৬
- সূর্যগ্রহণ - ১৯৭৬
- মতি মহল - ১৯৭৭
- তুফান - ১৯৭৮
- বধূ বিদায় - ১৯৭৮
- অলংকার - ১৯৭৮
- দিন যায় কথা থাকে - ১৯৭৯
- সূর্য সংগ্রাম - ১৯৭৯
- মাটির ঘর - ১৯৭৯
- আরাধনা - ১৯৭৯
- শেষ উত্তর - ১৯৮০
- জীবন নৌকা - ১৯৮১
- কলমিলতা - ১৯৮১
- লাল কাজল - ১৯৮২
- নতুন বউ - ১৯৮৩
- নাগ পূর্ণিমা - ১৯৮৩
- চন্দ্রনাথ - ১৯৮৪
- শুভদা - ১৯৮৬
- বিরহ ব্যথা - ১৯৮৯
- শীর্ষ রংবাজ - ১৯৯১
- অচেনা - ১৯৯১
- উত্থান পতন - ১৯৯২
- সতর্ক শয়তান - ১৯৯৩
- ঘাতক - ১৯৯৪
- কমান্ডার - ১৯৯৪
- বিশ্ব প্রেমিক - ১৯৯৫
- পালাবি কোথায়? - ১৯৯৭
- এখনো অনেক রাত - ১৯৯৭
- ম্যাডাম ফুলি - ১৯৯৯
- পাগলা ঘণ্টা - ১৯৯৯
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | সূর্যগ্রহণ | বিজয়ী |
১৯৭৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | আরাধনা | বিজয়ী |
১৯৮৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | শুভদা | বিজয়ী |
১৯৮৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | বিরহ ব্যাথা | বিজয়ী |
১৯৯৪ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | ঘাতক | বিজয়ী |
তথ্যসূত্র
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আব্দুস সবুর (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.