কখনো আসেনি

কখনো আসেনি ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত একটি সামাজিক বাংলা চলচ্চিত্র।[1] রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জহির রায়হান। পরিচালক হিসেবে এটিই জহির রায়হানের প্রথম চলচ্চিত্র।[2][3][4] ছবিটির প্রযোজনা করেছেন আজিজুল হক ও মঞ্জুরুল হক। অভিনয় করেছেন সুমিতা দেবী, খান আতাউর রহমান, সঞ্জীব দত্ত, শবনম, কণা প্রমুখ।

কখনো আসেনি
কখনো আসেনি চলচ্চিত্রের ডিভিডি কভার
পরিচালকজহির রায়হান
প্রযোজক
  • আজিজুল হক
  • মঞ্জুরুল হক
রচয়িতাজহির রায়হান
চিত্রনাট্যকারজহির রায়হান
শ্রেষ্ঠাংশে
সুরকারখান আতাউর রহমান
চিত্রগ্রাহককিউ, এম, জামান
সম্পাদককিউ, এম, জামান
প্রযোজনা
কোম্পানি
লিটল সিনে সার্কেল
পরিবেশকএরা ফিল্মস, ঢাকা
মুক্তি
  • ২৪ নভেম্বর ১৯৬১ (1961-11-24)
দৈর্ঘ্য১৪১ মিনিট
দেশপাকিস্তান
বাংলাদেশ (প্রাক্তন পূর্ব পাকিস্তান)
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

অভিনয় শিল্পী

  • সুমিতা দেবী - মরিয়ম
  • আনিস (খান আতাউর রহমান) - শওকত
  • সঞ্জীব দত্ত - সুলতান
  • শবনম
  • কণা
  • মেসবাহ
  • শহীদুল আমীন
  • আবদুল্লাহ ইউসুফ ইমাম
  • বি, এ, মালেক
  • নারায়ন চক্রবর্ত্তী
  • মফিজুল ইসলাম
  • সুশীল মজুমদার
  • মোহাম্মদ হাবিব
  • চকন
  • তাহের
  • অনিমা
  • দেবদাস চক্রবর্ত্তী
কখনো আসেনি চলচ্চিত্রের একটি দৃশ্য

কলা কুশলী

  • কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাঃ জহির রায়হান
  • প্রযোজনাঃ আজিজুল হক ও মঞ্জুরুল হক
  • সম্পাদনাঃ কিউ, এম, জামান
  • চিত্রগ্রহণঃ এম, জামান
  • শব্দগ্রহণঃ মোহসীন
  • শিল্প নির্দেশনাঃ হাসান আলি, আবদুস সবুর
  • সঙ্গীত পরিচালনাঃ খান আতাউর রহমান
  • কন্ঠ শিল্পীঃ মাহবুবা রহমান, কলিম শরাফী, খান আতাউর রহমান
  • রূপসজ্জাঃ শমসের আলি
  • ব্যবস্থাপনাঃ মোহাম্মদ হাবিব
  • সাজ-সজ্জাঃ ড্রেস হাউস
  • চিত্র নির্মাণ ও পরিবেশনাঃ এরা ফিল্মস, ঢাকা

নির্মাণ ইতিহাস

কখনো আসেনি চলচ্চিত্রের একটি দৃশ্যে খান আতাউর রহমান ও সুমিতা দেবী

১৯৫৯-৬০ সময়ে জহির রায়হান এ জে কারদারের বিখ্যাত ‘জাগো হুয়া সাভেরা’ সহ এহতেশাম, সালাউদ্দীনের মতো নামী পরিচালকের কয়েকটি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এসময় তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন।

১৯৬০ সালের প্রথম দিকে জহির রায়হান তার প্রথম ছবি ‘কখনো আসেনি’ র শুটিং শুরু করেন।[5][6] আজিজুল হক ও মঞ্জুরুল হক এ ছবির প্রযোজনা করেন। নায়িকা হিসেবে নির্বাচন করেন সুমিতা দেবী কে ও তার বিপরীতে অভিনয় করেন খান আতাউর রহমান।[7]}} ১৯৬১ সালের ২৪ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির দিনে প্রচারিত বিজ্ঞাপনে একটি অসম্ভব সাহসী বিবৃতি প্রকাশ করা হয় । বিজ্ঞাপনে বলা হয়েছিল,

গ্রহণ

এই চলচ্চিত্রের সাফল্য নিয়ে জহির রায়হান এর অনেক আশা ছিল। কিন্তু এটি বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি। তবে, ব্যতিক্রমধর্মী কাহিনী, সাবলীল ভাষা, উপস্থাপনা ও নির্মাণশৈলীর জন্য এই ছবি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। সে সময় এবং পরবর্তী সময়েও এই ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রায় সব সমালোচকই জহির রায়হানকে সে সময়ের তুলনায় অগ্রবর্তী নির্মাতা হিসেবে চিহ্নিত করেন।

সংগীত

কখনো আসেনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন খান আতাউর রহমান[9] এই চলচ্চিত্রে মোট ৬ টি গান রয়েছে। এর মধ্যে কোন দূর বাতায়নে গানটি রচনা করেন কলিম শরাফী [10] গানগুলোতে কন্ঠ দেন মাহবুবা রহমান, খান আতাউর রহমানকলিম শরাফী

কখনো আসেনি
মাহবুবা রহমান, খান আতাউর রহমানকলিম শরাফী কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৬১ (1961)
শব্দধারণের সময়১৯৬০
পরিচালকখান আতাউর রহমান
প্রযোজকআজিজুল হক
মঞ্জুরুল হক
চলচ্চিত্রে ব্যবহৃত গানের তালিকা
নং.শিরোনামগীতিকারSinger(s)দৈর্ঘ্য
১."দুনিয়া বড় এলোমেলো"খান আতাউর রহমানখান আতাউর রহমান৩:৫১
২."সোনা রোদে ভরা এই পৌষালী দুপুরে"খান আতাউর রহমানখান আতাউর রহমান৩:৫৫
৩."নিরালা রাতের প্রথম প্রহরে" মাহবুবা রহমান৩:৩০
৪."এখন রাত্রি" মাহবুবা রহমান৩:২৯
৫."কি পেলাম" মাহবুবা রহমান৪:২৪
৬."কোন দূর বাতায়নে"কলিম শরাফীকলিম শরাফী৪:৩৮

সম্মাননা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Homage to Zahir Raihan"। thedailystar.net। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Profiles of martyred intellectuals"। thedailystar.net। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "জহির রায়হান: পরিচয় যার বহুমাত্রিক"। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 20-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "জহির রায়হান - গুনীজন.কম"। সংগ্রহের তারিখ 20-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "সাহিত্য ও চলচ্চিত্রে জহির রায়হান"। সংগ্রহের তারিখ 20-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "ZAHIR RAIHAN: CAPTURING NATIONAL STRUGGLES ON CELLULOID"। thedailystar.net। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  7. "সাধের সিনেমা আজ কোথায়?"। www.amardeshonline.com/। ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 20-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  8. "জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৩ বছর"। banglanews24.com। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  9. "Khan Ataur Rahman: The eternal bohemian"। thedailystar.net। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  10. "চলচ্চিত্রে কলিম শরাফী"। gunijon.com। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 19-11-2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.