মাটির পাহাড়

মাটির পাহাড় মহিউদ্দিন পরিচালিত ১৯৫৯ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[2] ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৈয়দ শামসুল হক[3] এটি তৎকালীন পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে নির্মিত প্রথম চারটি চলচ্চিত্রের একটি। ছবিটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ পারভেজ এবং পরিবেশিত হয় স্টার ফিল্ম ডিস্টিবিউটর্সের ব্যানারে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাফি খান, সুলতানা জামান, সুমিতা দেবীআনিস

মাটির পাহাড়
পরিচালকমহিউদ্দিন
প্রযোজকসৈয়দ মোহাম্মদ পারভেজ
রচয়িতাসৈয়দ শামসুল হক
শ্রেষ্ঠাংশে
সুরকারসমর দাস
চিত্রগ্রাহককাজী মেসবাহউজ্জামান
প্রযোজনা
কোম্পানি
ইস্টার্ন থিয়েটার
পরিবেশকস্টার ফিল্ম ডিস্টিবিউটর্স
মুক্তি২৮ আগস্ট ১৯৫৯[1]
দেশপূর্ব পাকিস্তান
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৫৯ সালের ২৮ আগস্ট পূর্ব পাকিস্তানে মুক্তি পায়।

কুশীলব

নির্মাণ

শেখ মুজিবুর রহমান বাংলা চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে ১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেন। এই বিল পাশ হলে ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা থেকে প্রথম যে চারটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তাদের মধ্যে এটি একটি।[4] এই ছবির পোস্টারের নকশা করেন সুভাষ দত্ত

সঙ্গীত

মাটির পাহাড় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সমর দাস

আরও দেখুন

  • ১৯৫৯ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা

তথ্যসূত্র

  1. "MATIR PAHAR"Complete Index To World Film। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  2. নূর-ই- আলম, সৈয়দ (৩ এপ্রিল ২০১৭)। "পোস্টারে চলচ্চিত্রের ইতিহাস"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  3. গালিব, রাফসান (৪ অক্টোবর ২০১৬)। "চলচ্চিত্রে সৈয়দ শামসুল হক তিনি যে তাঁহার তুলনা"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  4. "জাতির পিতা বাংলা চলচ্চিত্রের উন্নয়নে প্রথম পদক্ষেপ নেন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.