সালাম সালাম হাজার সালাম
সালাম সালাম হাজার সালাম ফজল-এ-খোদা রচিত[1][2] এবং আব্দুল জব্বার কর্তৃক সুরারোপিত[3] একটি জনপ্রিয় দেশাত্ববোধক গান। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই গান রচিত হয়।
"সালাম সালাম হাজার সালাম" | |
---|---|
আব্দুল জব্বার কর্তৃক একক | |
ভাষা | বাংলা |
প্রকাশিত | ১৯৭১ |
রেকর্ডকৃত | ১৯৭১ |
ধারা | দেশাত্ববোধক |
গান লেখক | ফজল-এ-খোদা |
সঙ্গীত রচয়িতা | আব্দুল জব্বার |
বাংলাদেশ-এর সঙ্গীত | |
---|---|
![]() বাউল, বাংলার আধ্যাত্মিক গান | |
ধরন | |
| |
নির্দিষ্ট ধরন | |
ধর্মীয় সঙ্গীত |
|
জাতিগত সঙ্গীত |
|
ঐতিহ্যবাহি সঙ্গীত | |
মিডিয়া এবং কর্মক্ষমতা | |
সঙ্গীত পুরস্কার | |
সঙ্গীত উৎসব | |
সঙ্গীত মিডিয়া | বেতার
টেলিভিশন ইন্টারনেট |
জাতীয় এবং দেশাত্মবোধক গান | |
জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা |
অন্যান্য | নতুনের গান (রণসঙ্গীত) একুশের গান (ভাষা আন্দোলন গাথা) |
আঞ্চলিক সঙ্গীত | |
সম্পর্কিত এলাকা | |
অন্যান্য এলাকা |
|
১৯৭১ সালের ১৪ মার্চ গানটি প্রথম বেতারে প্রচার করা হয়।[4] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আব্দুল জব্বারের কণ্ঠে গানটি ব্যপকভাবে প্রচারিত হয়।[5] ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ১২তম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিল।[6]
প্রেক্ষাপট
এই গানের সালাম সালাম হাজার সালাম লাইনে বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভাষা আন্দোলনের অন্যতম একজন শহীদের নাম আবদুস সালাম।
কর্মীবৃন্দ
- আব্দুল জব্বার — কণ্ঠ
তথ্যসূত্র
- সাজ্জাদ আরেফিন (ফেব্রুয়ারি ২১, ২০১৪)। "একুশের গান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ মার্চ ০৯, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ফজল-এ-খোদা। "সালাম সালাম হাজার সালাম"। রকমারি.কম। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৯, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - রওশন আরা বিউটি (নভেম্বর ১৫, ২০১২)। "কালজয়ী গানের স্রষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার"। দৈনিক আজাদী। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৯, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "আবদুল জব্বারের জনপ্রিয় তিন গানের গল্প"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২।
- "বাংলা বলা যাবে না, তাই পাকিস্তান এয়ারফোর্স ছেড়েছিলাম: ফজল-এ-খোদা"। risingbd.com। জুলাই ২৯, ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৯, ২০১৫।
মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি আজও শ্রোতাদের উদ্দীপ্ত করে।
এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"। বিবিসি। মে ০৩, ২০০৬। সংগ্রহের তারিখ মার্চ ০৯, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.