শিলচর রেলওয়ে স্টেশন

শিলচর রেলওয়ে স্টেশন হল কাছার জেলার শিলচর শহরের একটি রেল স্টেশন। এই স্টেশনে ৩ বি প্লাটফর্ম রয়েছে। ভারতীয় বা ইন্ডিয়া ন গেজ এর রেলপথ এই স্টেশনে রয়েছে। এটি শিলচর শহরের যাত্রী পরিবহন করে।[1]

শিলচর রেলওয়ে স্টেশনে ভাষা শহিদদের উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভ
শিলচর রেলওয়ে স্টেশন
শিলচর স্টেশন
Regional rail and Light rail station
শিলচর স্টেশন
অবস্থানতারাপুর, শিলচর, Assam
ভারত
স্থানাঙ্ক২৪°৪৯′১২″ উত্তর ৯২°৪৮′০০″ পূর্ব
উচ্চতা২৭ মিটার (৮৯ ফু)
মালিকানাধীনIndian Railways
পরিচালিতNortheast Frontier Railway zone
লাইন (সমূহ)লুমডিং-বদরপুর লাইন
প্ল্যাটফর্ম
সংযোগসমূহঅটো, বাস, ট্রাক্সি
নির্মাণ
গঠনের ধরণআদর্শ (ভূমিতল)
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাFunctioning
স্টেশন কোডSCL
জোন(সমূহ) Northeast Frontier Railway zone
বিভাগ(সমূহ) Lumding
ইতিহাস
আগের নামAssam Bengal Railway
অবস্থান
Silchar railway station
Location in Assam

নতুন নামকরণ

শিলচর রেলওয়ে স্টেশনের পরিবর্তিত নাম ভাষা শহিদ স্টেশন

শিলচর রেলওয়ে স্টেশনটি অসম বাংলা ভাষা আন্দোলনের সাথে জড়িত একটি নিদর্শন।[2] ভারতের কেন্দ্রীয় সরকার এবং অসম রাজ্য সরকারের সতামতের ভিত্তিতে এই স্টেশনটির নতুন নামকরণ করা হয়েছে ভাষা শহিদ স্টেশন, শিলচর[3][4]

গুরুত্ব

শিলচর ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলএর গুরুত্বপূর্ণ প্রান্তিক রেলওয়ে স্টেশন। এর নিকটবর্তী অরুণাচল জংশন (৭ কিমি পশ্চিমে) ভারতের মনিপুর রাজ্যে যাওয়ার অন্যতম গন্তব্য হতে চলেছে । সম্পর্কক্রান্তি এর মতো গুরুত্বপূর্ণ ট্রেন এখানে থামে। এখানে একক ডিজেল লাইন চালু রয়েছে।

তথ্যসূত্র

  1. "শিলচর অবধি কাঞ্চনজঙ্ঘা? ঢেলে সাজা হচ্ছে স্টেশন"
  2. সাহা, অমর (২০ মে ২০১২)। "আরেক ফাল্গুনের কথা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  3. "শিলচরের নাম পাল্টে হচ্ছে 'ভাষা শহিদ স্টেশন'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭
  4. "আসামের রক্তাক্ত বাংলা ভাষা দিবস ও শিলচর স্টেশনের কথা"দৈনিক আমাদের সময়। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.