মোয়াজ্জেম হোসেন
শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন (১৮ সেপ্টেম্বর ১৯৩২ - ২৬ মার্চ ১৯৭১)[1] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত স্বাধীনতাকামী ও বীর শহীদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগের অনন্য অবদানের জন্য ২০১২ সালে তাকে “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[2]
শহীদ লেফট্যানেন্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন | |
---|---|
জন্ম | ১৮ সেপ্টেম্বর ১৯৩২ পিরোজপুর |
মৃত্যু | ২৬ মার্চ ১৯৭১ ঢাকা |
মৃত্যুর কারণ | মুক্তিযুদ্ধের সময় গণহত্যা |
সমাধি | শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর, ঢাকা |
নাগরিকত্ব | ![]() |
পেশা | সৈনিক |
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (২০১২) |
জন্ম ও পারিবারিক পরিচিতি
শিক্ষাজীবন
কর্মজীবন
স্বাধীকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে আবদান
তিনি ছিলেন ১৯৬৭ সালে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর আসামি৷[1]
মৃত্যু
১৯৭১ সালের ২৬ মার্চ সকালে পাকিস্তানী সেনাবাহিনীর একটি দল তাকে তার ঢাকাস্থ নিজ বাসভবনে হত্যা করে লাশ নিয়ে যায়।[1][3]
পুরস্কার ও সম্মাননা
✪ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উত্সর্গকারী এই বীর শহীদকে তার অসাধারণ অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[4][5][6] হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[2]
✪ তাঁর সম্মানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহত ঘাঁটির নামকরণ করা হয়। যা বাহিনীর প্রশিক্ষণ ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বানৌজা শহীদ মোয়াজ্জেম নামে সুখ্যাতি ছড়িয়ে চলছে।
তথ্যসূত্র
- "মোয়াজ্জেম হোসেন"। দৈনিক প্রথম আলো অনলাইন। ২৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের পরিচিতি"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।
- "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।