নিরালম্ব স্বামী
যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় বা নিরালম্ব স্বামী (১৯ নভেম্বর। ১৮৭৭ - ৫ সেপ্টেম্বর, ১৯৩০) ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি অরবিন্দ ঘোষের সাথে সংগ্রামে ছিলেন এবং নাটকীয়ভাবে ১৮৭১ থেকে ১৯১০ সালে অরবিন্দের উত্থান ঘটে।
নিরালম্ব স্বামী | |
---|---|
![]() নিরালম্ব স্বামী | |
জন্ম | যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় ১৯ নভেম্বর ১৮৭৭ চান্না, বঙ্গ, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৫ সেপ্টেম্বর ১৯৩০ ৫২) চান্না, বঙ্গ, ব্রিটিশ ভারত | (বয়স
গুরু | সোহং স্বামী |
দর্শন | অদ্বৈত বেদান্ত |
হিন্দু দর্শন |
---|
![]() |
আস্তিক শাখা
|
ব্যক্তিত্ব দর্শন-প্রারম্ভিক-আচার্য/ঋষি
বৈশেষিক মীমাংসা
দার্শনিক]]
|
ভারতী পত্রিকায় তিনি ইতালির বিপ্লব বিষয়ে ধারাবাহিকভাবে লিখতেন। ১৯০৩ সনে যোগেন্দ্র বিদ্যাভূষণের বাড়িতেই তার ললিতচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাঘা যতীনের সঙ্গে পরিচিত হন।[1]
তথ্যসূত্র
- সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫৯২-৫৯৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.