বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
আইএএএফ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) কর্তৃক অনুষ্ঠিত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা। শুরুতে প্রতি চার বৎসর অন্তর এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ১৯৯১ সালে তৃতীয় আসর আয়োজনের পর অদ্যাবধি প্রতি দুই বৎসর পরপর দ্বি-বার্ষিক আকারে অনুষ্ঠিত হচ্ছে।
খেলা | অ্যাথলেটিকস |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
দলের সংখ্যা | ২০০ (২০০৭), ২০২ (২০০৯), ২০৪ (২০১১), ২০৬ (২০১৩), ২০৭ (২০১৫) |
মহাদেশ | আন্তর্জাতিক (আইএএএফ) |
সাম্প্রতিক চ্যাম্পিয়ন | সর্বশেষ বিজয়ীদের তালিকা |
টিভি সহযোগী | এসবিএস টু (অস্ট্রেলিয়া) ইউরোভিশন (ইউরোপ) কেবিএস (দক্ষিণ কোরিয়া) সিসিটিভি (চীন) টিবিএস (জাপান) এনবিসি ইউনিভার্সাল (যুক্তরাষ্ট্র) স্পোরটিভি (ব্রাজিল) |
ইতিহাস
১৯৮৩ সালে প্রথম আসর আয়োজনের বেশ পূর্ব থেকেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা আয়োজনের চিন্তাধারা চলতে থাকে। ১৯১৩ সালে আইএএএফ সিদ্ধান্ত নিয়েছিল যে, গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়াই অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশীপের জন্য যথেষ্ট। পঞ্চাশ বছরেরও অধিককাল এ ধারণা বহমান ছিল। কিন্তু ১৯৬০-এর দশকের শেষার্ধ্বে আইএএএফ সদস্যদের মাঝে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রবর্তনের ধারণা বিরাটভাবে প্রভাববিস্তার করতে থাকে। ফলশ্রুতিতে ১৯৭৬ সালে পুয়ের্তোরিকোয় অনুষ্ঠিত সভায় অলিম্পিক গেমস থেকে পৃথক হয়ে স্বতন্ত্র বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ প্রচলনের সিদ্ধান্ত নেয়া হয়।
পশ্চিম জার্মানির স্টুটগার্ট ও ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ব চ্যাম্পিয়নশীপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু, আইএএএফ কাউন্সিল ১৯৮৩ সালে উদ্বোধনী প্রতিযোগিতার জন্য হেলসিংকিকে আমন্ত্রণ জানায়। ১৯৫২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজনকারী হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়। এর পূর্বে অবশ্য দুইটি আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে বাদ পড়া পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা বিষয়কে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ফলে আইএএএফ নিজেদের প্রতিযোগিতা করার চিন্তা বাস্তবায়নে অগ্রসর হয়। এর চার বছর পর ১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে বাদ পড়া মহিলাদের ৪০০ মিটার হার্ডলস ও ৩০০০ মিটার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।[1][2]
বিষয়সমূহের অন্তর্ভুক্তি
সাম্প্রতিক বছরগুলোয় প্রতিযোগিতার আকার ব্যাপকভাবে বেড়ে যায়। ১৯৮৩ সালে ১৫৪ দেশ থেকে ১,৩০০ ক্রীড়াবিদ অংশ নেন।[3] প্যারিসে অনুষ্ঠিত ২০০৩ সালের প্রতিযোগিতায় ২০৩ দেশ থেকে ১,৯০৭জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এছাড়াও, ক্রীড়াক্ষেত্র পরিবর্তিত হয়ে মহিলাদের নতুন বিষয়গুলো যুক্ত হচ্ছে। ২০০৫ সালের সময়সূচীতে পুরুষ ও মহিলাদের বিষয়গুলো প্রায় সমান ছিল। কেবলমাত্র পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা বিষয় ব্যতিক্রম। মহিলাদের ১০০ মিটার হার্ডলস ও হেপ্টাথলন বিষয়ের বিপরীতে পুরুষদের ১১০ মিটার হার্ডলস ও ডেকাথলন রয়েছে।
নিম্নের তালিকায় বিশ্ব চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো যুক্ত নতুন বিষয়গুলো তুলে ধরা হয়েছে:-
- ১৯৮৭: মহিলাদের ১০,০০০ মিটার ও ১০ কিলোমিটার হাঁটা যুক্ত করা হয়েছে।
- ১৯৯৩: মহিলাদের ট্রিপল জাম্প যুক্ত করা হয়েছে।
- ১৯৯৫: মহিলাদের ৩০০০ মিটারের পরিবর্তে ৫০০০ মিটার যুক্ত করা হয়েছে।
- ১৯৯৯: মহিলাদের পোল ভল্ট ও গোলক নিক্ষেপ যুক্ত করা হয়েছে। ১০ কিলোমিটার হাঁটার পরিবর্তে ২০ কিলোমিটার হাঁটা যুক্ত করা হয়েছে।
- ২০০৫: মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ যুক্ত করা হয়েছে।
চ্যাম্পিয়নশিপ
আসর | সাল | শহর | দেশ | তারিখ | মাঠ | বিষয় সংখ্যা |
দেশের সংখ্যা |
ক্রীড়াবিদের সংখ্যা |
শীর্ষ পদকধারী |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ম | ১৯৮৩ | হেলসিঙ্কি | ![]() |
৭ আগস্ট – ১৪ আগস্ট | অলিম্পিয়াস্ট্যাডিওন | ৪১ | ১৫৩ | ১,৩৩৩ | ![]() |
২য় | ১৯৮৭ | রোম | ![]() |
২৮ আগস্ট – ৬ সেপ্টেম্বর | স্ট্যাডিও অলিম্পিকো | ৪৩ | ১৫৬ | ১,৪১৯ | ![]() |
৩য় | ১৯৯১ | টোকিও | ![]() |
২৩ আগস্ট – ১ সেপ্টেম্বর | জাতীয় অলিম্পিক স্টেডিয়াম | ৪৩ | ১৬২ | ১,৪৯১ | ![]() |
৪র্থ | ১৯৯৩ | স্টুটগার্ট | ![]() |
১৩ আগস্ট – ২২ আগস্ট | গটলিয়েব-ডেইমলার-স্ট্যাডিওন | ৪৪ | ১৮৭ | ১,৬৩০ | ![]() |
৫ম | ১৯৯৫ | গুটেনবার্গ | ![]() |
৫ আগস্ট – ১৩ আগস্ট | আলেভি | ৪৪ | ১৯০ | ১,৭৫৫ | ![]() |
৬ষ্ঠ | ১৯৯৭ | এথেন্স | ![]() |
১ আগস্ট – ১০ আগস্ট | অলিম্পিয়াকো স্ট্যাডিও | ৪৪ | ১৯৭ | ১,৭৮৫ | ![]() |
৭ম | ১৯৯৯ | সেভিলে | ![]() |
২০ আগস্ট – ২৯ আগস্ট | এস্তাদিও অলিম্পিকো ডি লা কার্তুজা | ৪৬ | ২০০ | ১,৭৫০ | ![]() |
৮ম | ২০০১ | এডমন্টন | ![]() |
৩ আগস্ট – ১২ আগস্ট | কমনওয়েলথ স্টেডিয়াম | ৪৬ | ১৮৯ | ১,৬৭৭ | ![]() |
৯ম | ২০০৩ | সেন্ট-ডেনিস | ![]() |
২৩ আগস্ট – ৩১ আগস্ট | স্ট্যাড ডি ফ্রান্স | ৪৬ | ১৯৮ | ১,৬৭৯ | ![]() |
১০ম | ২০০৫ | হেলসিঙ্কি | ![]() |
৬ আগস্ট – ১৪ আগস্ট | অলিম্পিয়াস্ট্যাডিওন | ৪৭ | ১৯১ | ১,৬৮৮ | ![]() |
১১শ | ২০০৭ | ওসাকা | ![]() |
২৪ আগস্ট – ২ সেপ্টেম্বর | নাগাই স্টেডিয়াম | ৪৭ | ১৯৭ | ১,৮০০ | ![]() |
১২শ | ২০০৯ | বার্লিন | ![]() |
১৫ আগস্ট – ২৩ আগস্ট | অলিম্পিয়াস্ট্যাডিওন বার্লিন | ৪৭ | ২০০ | ১,৮৯৫ | ![]() |
১৩শ | ২০১১ | দাইগু | ![]() |
২৭ আগস্ট – ৪ সেপ্টেম্বর | দাইগু স্টেডিয়াম | ৪৭ | ১৯৯ | ১,৭৪২ | ![]() |
১৪শ | ২০১৩ | মস্কো | ![]() |
১০ আগস্ট – ১৮ আগস্ট | লুঝনিকি স্টেডিয়াম | ৪৭ | ২০৩ | ১,৭৮৪ | ![]() |
১৫শ | ২০১৫ | বেইজিং | ![]() |
২২ আগস্ট – ৩০ আগস্ট | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ৪৭ | ২০৫ | ১,৭৭১ | ![]() |
১৬শ | ২০১৭ | লন্ডন | ![]() |
৫ আগস্ট – ১৩ আগস্ট | রাণী এলিজাবেথ অলিম্পিক পার্ক | ||||
১৭শ | ২০১৯ | দোহা | ![]() |
২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর | খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম | ||||
১৮শ | ২০২১ | ইউজিন | ![]() |
১৪ আগস্ট - ২২ আগস্ট (অনানুষ্ঠানিক) | হেওয়ার্ড ফিল্ড |
পূর্ণাঙ্গ পদক তালিকা
তালিকাটিতে ১৯৮৩ সালের প্রতিযোগিতা থেকে ২০১৫ সালের প্রতিযোগিতায় প্রাপ্ত পদক দেখানো হলো:
১ | ![]() | ১৪৩ | ৯৬ | ৮৪ | ৩২৩ |
২ | ![]() | ৫৫ | ৬০ | ৫৭ | ১৭২ |
৩ | ![]() | ৫০ | ৪৩ | ৩৫ | ১২৮ |
৪ | ![]() | ৩৩ | ৩৫ | ৪০ | ১০৮ |
৫ | ![]() | ৩১ | ৪৪ | ৩৫ | ১১০ |
৬ | ![]() | ২৫ | ৩০ | ৩৪ | ৮৯ |
৭ | ![]() | ২৫ | ২২ | ২৫ | ৭২ |
৮ | ![]() | ২২ | ২৭ | ২৮ | ৭৭ |
৯ | ![]() | ২১ | ২৩ | ১২ | ৫৬ |
১০ | ![]() | ২০ | ১৮ | ১৫ | ৫৩ |
১১ | ![]() | ১৬ | ১১ | ১৬ | ৪৩ |
১২ | ![]() | ১৩ | ৫ | ৪ | ২২ |
১৩ | ![]() | ১১ | ১৮ | ১৫ | ৪৪ |
১৪ | ![]() | ১১ | ১৫ | ১৩ | ৩৯ |
১৫ | ![]() | ১১ | ১১ | ১৩ | ৩৫ |
১৬ | ![]() | ১০ | ১৭ | ১৯ | ৪৬ |
১৭ | ![]() | ১০ | ১১ | ১২ | ৩৩ |
১৮ | ![]() | ৯ | ১৩ | ১১ | ৩৩ |
১৯ | ![]() | ৯ | ১১ | ৭ | ২৭ |
২০ | ![]() | ৮ | ১৫ | ১৬ | ৩৯ |
২১ | ![]() | ৮ | ৬ | ৭ | ২১ |
২২ | ![]() | ৭ | ৮ | ৭ | ২২ |
২৩ | ![]() | ৭ | ৬ | ৭ | ২০ |
২৪ | ![]() | ৭ | ৩ | ৫ | ১৫ |
২৫ | ![]() | ৬ | ১৪ | ১২ | ৩২ |
২৬ | ![]() | ৬ | ৫ | ২ | ১৩ |
২৭ | ![]() | ৬ | ০ | ৩ | ৯ |
২৮ | ![]() | ৫ | ৮ | ১০ | ২৩ |
২৯ | ![]() | ৫ | ৬ | ৭ | ১৮ |
৩০ | ![]() | ৫ | ৩ | ৮ | ১৬ |
৩১ | ![]() | ৫ | ১ | ২ | ৮ |
৩২ | ![]() | ৫ | ১ | ০ | ৬ |
৩৩ | ![]() | ৪ | ৬ | ১৩ | ২৩ |
৩৪ | ![]() | ৪ | ৬ | ১০ | ২০ |
৩৫ | ![]() | ৪ | ৪ | ৩ | ১১ |
৩৬ | ![]() | ৪ | ০ | ৩ | ৭ |
৩৭ | ![]() | ৩ | ৩ | ০ | ৬ |
৩৭ | ![]() | ৩ | ৩ | ০ | ৬ |
৩৯ | ![]() | ৩ | ১ | ৮ | ১২ |
৪০ | ![]() | ৩ | ১ | ১ | ৫ |
৪১ | ![]() | ৩ | ১ | ০ | ৪ |
৪২ | ![]() | ৩ | ০ | ১ | ৪ |
৪৩ | ![]() | ২ | ৫ | ৭ | ১৪ |
৪৪ | ![]() | ২ | ৪ | ৫ | ১১ |
৪৫ | ![]() | ২ | ৪ | ২ | ৮ |
৪৬ | ![]() | ২ | ২ | ১ | ৫ |
৪৬ | ![]() | ২ | ২ | ১ | ৫ |
৪৮ | ![]() | ২ | ১ | ২ | ৫ |
৪৯ | ![]() | ২ | ১ | ১ | ৪ |
৫০ | ![]() | ২ | ১ | ০ | ৩ |
৫১ | ![]() | ২ | ০ | ২ | ৪ |
৫২ | ![]() | ১ | ৬ | ৫ | ১২ |
৫৩ | ![]() | ১ | ৪ | ০ | ৫ |
৫৪ | ![]() | ১ | ২ | ০ | ৩ |
৫৫ | ![]() | ১ | ১ | ২ | ৪ |
৫৬ | ![]() | ১ | ১ | ০ | ২ |
৫৬ | ![]() | ১ | ১ | ০ | ২ |
৫৬ | ![]() | ১ | ১ | ০ | ২ |
৫৯ | ![]() | ১ | ০ | ৪ | ৫ |
৬০ | ![]() | ১ | ০ | ৩ | ৪ |
৬১ | ![]() | ১ | ০ | ১ | ২ |
৬১ | ![]() | ১ | ০ | ১ | ২ |
৬১ | ![]() | ১ | ০ | ১ | ২ |
৬১ | ![]() | ১ | ০ | ১ | ২ |
৬৫ | ![]() | ১ | ০ | ০ | ১ |
৬৫ | ![]() | ১ | ০ | ০ | ১ |
৬৭ | ![]() | ০ | ৬ | ৫ | ১১ |
৬৮ | ![]() | ০ | ৪ | ৪ | ৮ |
৬৯ | ![]() | ০ | ৩ | ৪ | ৭ |
৭০ | ![]() | ০ | ২ | ১ | ৩ |
৭১ | ![]() | ০ | ২ | ১ | ৩ |
৭১ | ![]() | ০ | ২ | ১ | ৩ |
৭৩ | ![]() | ০ | ২ | ১ | ৩ |
৭৪ | ![]() | ০ | ২ | ০ | ২ |
৭৪ | ![]() | ০ | ২ | ০ | ২ |
৭৪ | ![]() | ০ | ২ | ০ | ২ |
৭৭ | ![]() | ০ | ১ | ৪ | ৫ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৭৮ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৮৪ | ![]() | ০ | ১ | ০ | ১ |
৮৪ | ![]() | ০ | ১ | ০ | ১ |
৮৪ | ![]() | ০ | ১ | ০ | ১ |
৮৪ | ![]() | ০ | ১ | ০ | ১ |
৮৮ | ![]() | ০ | ০ | ৩ | ৩ |
৮৯ | ![]() | ০ | ০ | ২ | ২ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
৯৮ | সর্বমোট | ৬৭০ | ৬৮৫ | ৬৮১ | ২০৩৬ |
---|
বহু পদকধারী ক্রীড়াবিদ
- পুরুষ
কমপক্ষে ছয়টি পদক বিজয়ী ১৫জন ক্রীড়াবিদ এ তালিকায় দেখানো হলো:[4]
ক্রীড়াবিদ | দেশ | ![]() | ![]() | ![]() | মোট |
---|---|---|---|---|---|
উসেইন বোল্ট | ![]() | ১১ | ২ | ০ | ১৩[5] |
লাশন মেরিট | ![]() | ৮ | ৩ | ০ | ১১ |
কার্ল লুইস | ![]() | ৮ | ১ | ১ | ১০ |
মাইকেল জনসন | ![]() | ৮ | ০ | ০ | ৮ |
এজিকিয়েল কেমবলি | ![]() | ৪ | ৩ | ০ | ৭ |
হেইল জার্সেল্যাসি | ![]() | ৪ | ২ | ১ | ৭ |
সার্গেই বুবকা | ![]() ![]() | ৬ | ০ | ০ | ৬ |
মো ফারাহ | ![]() | ৫ | ১ | ০ | ৬ |
জেরেমি ওয়ারিনার | ![]() | ৫ | ১ | ০ | ৬ |
কেনেনিসা বেকেল | ![]() | ৫ | ০ | ১ | ৬ |
লার্স রাইডেল | ![]() | ৫ | ০ | ১ | ৬ |
হিচাম এল গুইরোজ | ![]() | ৪ | ২ | ০ | ৬ |
বাচ রেনল্ডস | ![]() | ৩ | ২ | ১ | ৬ |
বার্নার্ড লাগাত | ![]() ![]() | ২ | ৩ | ১ | ৬ |
গ্রেগ হটন | ![]() | ০ | ৩ | ৩ | ৬ |
- প্রমিলা
কমপক্ষে ছয়টি পদক বিজয়ী ১৩জন ক্রীড়াবিদ এ তালিকায় দেখানো হলো:[4]
ক্রীড়াবিদ | দেশ | ![]() | ![]() | ![]() | মোট |
---|---|---|---|---|---|
মারলিন অটি | ![]() | ৩ | ৪ | ৭ | ১৪ |
অ্যালিসন ফেলিক্স | ![]() | ৯ | ৩ | ১ | ১৩ |
ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন | ![]() | ৩ | ৭ | ১ | ১১ |
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস | ![]() | ৭ | ২ | ০ | ৯ |
জার্ল মাইলস ক্লার্ক | ![]() | ৪ | ৩ | ২ | ৯ |
গেইল ডেভার্স | ![]() | ৫ | ৩ | ০ | ৮ |
গুইন টরেন্স | ![]() | ৩ | ৪ | ১ | ৮ |
সানিয়া রিচার্ডস-রস | ![]() | ৫ | ২ | ০ | ৭ |
কারমেলিটা জেটার | ![]() | ৩ | ১ | ৩ | ৭ |
জুলিয়া পেচনকিনা | ![]() | ২ | ৩ | ২ | ৭ |
বেভার্লি ম্যাকডোনাল্ড | ![]() | ১ | ৪ | ২ | ৭ |
লরেইন গ্রাহাম | ![]() | ১ | ৩ | ৩ | ৭ |
ক্রিস্টিন অহুরুগু | ![]() | ২ | ০ | ৪ | ৬ |
তথ্যসূত্র
- IAAF World Championships in Athletics. GBR Athletics. Retrieved on 2013-09-08.
- Archive of Past Events. IAAF. Retrieved on 2013-09-08.
- "First World Outdoor Championships in Helsinki a landmark for track & field." ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে Usatf.org. Retrieved 2012-07-23.
- Statistics book, Moscow 2013
- http://www.iaaf.org/athletes/jamaica/usain-bolt-184599#honours
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Results of past World Championships
- Official Site of the 2011 IAAF World Championships in Athletics - Daegu
- Track and Field Results Almanac
- Top medalists from World Athletics Championships