২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
১৪শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ (ইংরেজি: 2013 World Championships in Athletics) রাশিয়ার রাজধানী মস্কোর সর্ববৃহৎ স্টেডিয়াম হিসেবে খ্যাত লাঝনিকি স্টেডিয়ামে ১০-১৮ আগস্ট, ২০১৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ১ ডিসেম্বর, ২০০৬ তারিখে স্বাগতিক শহরের প্রার্থীতার শেষদিনে বার্সেলোনা, ব্রিসবেন, মস্কো এবং গোটেনবার্গ এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আবেদন করে।[2] কিন্তু, সুইডিশ সরকার আর্থিক সহযোগিতা প্রদানে অপারগতা প্রকাশ করায় ঐ মাসেই গোটেনবার্গ আবেদন প্রত্যাহার করে।[3] অতঃপর ২৭ মার্চ, ২০০৭ তারিখে মোম্বাসায় আয়োজিত আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সভায় মস্কোকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ আয়োজনে স্বাগতিক শহরের মর্যাদা দেয়া হয়।[4] মস্কো এ প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে।[2]
১৪শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ Чемпионат мира по лёгкой атлетике 2013 | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | মস্কো, রাশিয়া | ||
অংশগ্রহণকারী দেশ | ২০৬[1] | ||
প্রতিযোগী সংখ্যা | ১,৯৭৪ | ||
ক্রীড়া বিষয় | ৪৭ | ||
তারিখ | ১০-১৮ আগস্ট, ২০১৩ | ||
প্রধান মাঠ | লাঝনিকি স্টেডিয়াম | ||
|
পদক বিবরণী
পুরুষ
ট্র্যাক
ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | |||
---|---|---|---|---|---|---|
১০০ মিটার বিশদ |
উসেইন বোল্ট![]() | ৯.৭৭ এসবি |
জাস্টিন গ্যাটলিন![]() | ৯.৮৫ এসবি |
নেস্তা কার্টার![]() | ৯.৯৫ |
২০০ মিটার বিশদ |
উসেইন বোল্ট![]() | ১৯.৬৬ ডব্লিউএল |
ওয়ারেন উইর![]() | ১৯.৭৯ পিবি |
কার্টিস মিচেল![]() | ২০.০৪ |
৪০০ মিটার বিশদ |
লশন মেরিট![]() | ৪৩.৭৪ ডব্লিউএল,পিবি |
টনি ম্যাককুয়ে![]() | ৪৪.৪০ পিবি |
লুগুলিন সান্তোস![]() | ৪৪.৫২ এসবি |
৮০০ মিটার বিশদ |
মোহাম্মদ আমান![]() | ১:৪৩.৩১ এসবি |
নিক সাইমন্ডস![]() | ১:৪৩.৫৫ এসবি |
আয়েনলেহ সুলেইমান![]() | ১:৪৩.৭৬ |
১,৫০০ মিটার বিশদ |
অ্যাসবেল কিপরোপ![]() | ৩:৩৬.২৮ | ম্যাথু সেন্ট্রুইজ![]() | ৩:৩৬.৭৮ | যোহন ক্রোনিয়ে![]() | ৩:৩৬.৮৩ |
৫,০০০ মিটার বিশদ |
মো ফারাহ![]() | ১৩:২৬.৯৮ | হাগোস গেব্রিওয়েট![]() | ১৩:২৭.২৬ | ইসিয়াহ কোয়েচ![]() | ১৩:২৭.২৬ |
১০,০০০ মিটার বিশদ |
মো ফারাহ্![]() | ২৭:২১.৭১ এসবি |
ইব্রাহিম জিলান![]() | ২৭:২২.২৩ এসবি |
পল তানুই![]() | ২৭:২২.৬১ |
ম্যারাথন বিশদ |
স্টিফেন কিপ্রোটিচ![]() | ২:০৯:৫১ | লেলিসা ডিসিসা![]() | ২:১০:১২ | তাদেসে তোলা![]() | ২:১০:২৩ |
১১০ মিটার হার্ডলস বিশদ |
ডেভিড অলিভার![]() | ১৩.০০ ডব্লিউএল |
রায়ান উইলসন![]() | ১৩.১৩ | সার্গে শুবেনকভ![]() | ১৩.২৪ |
৪০০ মিটার হার্ডলস বিশদ |
জিহু গর্ডন![]() | ৪৭.৬৯ ডব্লিউএল, এনআর |
মিচেল টিন্সলে![]() | ৪৭.৭০ পিবি |
এমির বেকরিচ![]() | ৪৮.০৫ এনআর |
৩,০০০ মিটার স্টিপলচেজ বিশদ |
এজিকিয়েল![]() | ৮:০৬.০১ | কনসেসলাস![]() | ৮:০৬.৩৭ | মাহিডাইন![]() | ৮:০৭.৮৬ |
২০ কি.মি. হাঁটা বিশদ |
আলেকসান্দর ইভানভ![]() | ১:২০:৫৮ পিবি |
চেন ডিং![]() | ১:২১:০৯ এসবি |
মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ![]() | ১:২১:২১ এসবি |
৫০ কি.মি. হাঁটা বিশদ |
রবার্ট হেফারম্যান![]() | ৩:৩৭:৫৬ ডব্লিউএল |
মিখাইল রিঝভ![]() | ৩:৩৮:৫৮ পিবি |
জারেদ ট্যালেন্ট![]() | ৩:৪০:০৩ এসবি |
৪ × ১০০ মিটার রিলে বিশদ |
![]() নেস্তা কার্টার কেমার বেইলি-কোল নিকেল অ্যাশমিয়াদ উসেইন বোল্ট ওয়ারেন উইর* | ৩৭.৩৬ ডব্লিউএল |
![]() চার্লস সিলমন মাইক রজার্স রাকজিম সালাম জাস্টিন গ্যাটলিন | ৩৭.৬৬ | ![]() অ্যাডাম গেমিলি হ্যারি আইকিনেস জেমস এলিংটন ডোয়াইন চ্যাম্বার্স | ৩৭.৮০ এসবি |
৪ × ৪০০ মিটার রিলে বিশদ |
![]() ডেভিড ভারবার্গ টনি ম্যাককুয়ায়ে আরমান হল লশন মেরিট জশুয়া ম্যান্স* জেমস হ্যারিস* | ২:৫৮.৭১ ডব্লিউএল |
![]() রুশিন ম্যাকডোনাল্ড এদিনো স্টিল ওমর জনসন জাভন ফ্রান্সিস জাভেরে বেল* | ২:৫৯.৮৮ এসবি |
![]() মাকসিম দিলদিন লেভ মসিন সার্গে পেটুখভ ভ্লাদিমির ক্রাসনভ | ২:৫০.৯০ এসবি |
WR বিশ্ব রেকর্ড | AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী * হিটে অংশগ্রহণকারী দৌঁড়বিদগণ পদক গ্রহণ করেন |
ফিল্ড
ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | |||
---|---|---|---|---|---|---|
উচ্চ লম্ফ বিশদ |
![]() | ২.৪১ ডব্লিউএল,সিআর, =এনআর |
![]() | ২.৩৮ | ![]() | ২.৩৮ এনআর |
পোল ভল্ট বিশদ |
![]() | ৫.৮৯ | ![]() | ৫.৮৯ | ![]() | ৫.৮২ |
দীর্ঘ লাফ বিশদ |
![]() | ৮.৫৬ ডব্লিউএল,এনআর |
![]() | ৮.২৯ এনআর |
![]() | ৮.২৭ |
ট্রিপল জাম্প বিশদ |
![]() | ১৮.০৪ ডব্লিউএল,এনআর |
![]() | ১৭.৬৮ | ![]() | ১৭.৫২ এসবি |
শট পুট বিশদ |
![]() | ২১.৭৩ এসবি |
![]() | ২১.৫৭ | ![]() | ২১.৩৪ এসবি |
ডিসকাস থ্রো বিশদ |
![]() | ৬৯.১১ | ![]() | ৬৮.৩৬ | ![]() | ৬৫.১৯ |
বর্শা নিক্ষেপ বিশদ |
![]() | ৮৭.১৭ | ![]() | ৮৭.০৭ | ![]() | ৮৬.২৩ |
হ্যামার থ্রো বিশদ |
![]() | ৮১.৯৭ ডব্লিউএল,পিবি |
![]() | ৮০.৩০ | ![]() | ৭৯.৩৬ |
ডেকাথলন বিশদ |
![]() | ৮৮০৯ ডব্লিউএল |
![]() | ৮৬৭০ পিবি |
![]() | ৮৫১২ পিবি |
মহিলা
ট্র্যাক
ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | |||
---|---|---|---|---|---|---|
১০০ মিটার বিশদ |
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস![]() | ১০.৭১ ডব্লিউএল |
মুরিলে অহোর![]() | ১০.৯৩ | কার্মেলিতা জেটার![]() | ১০.৯৪ |
২০০ মিটার বিশদ |
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস![]() | ২২.১৯ |
মুরিলে আহুরে![]() | ২২.৩২ | ব্লিজিং ওকাগবেয়ার![]() | ২২.৩২ |
৪০০ মিটার বিশদ |
ক্রিস্টিন ওহুরুগু![]() | ৪৯.৪১ এনআর |
আম্যান্টেল মন্তশো![]() | ৪৯.৪১ | অ্যান্তোনিনা ক্রিভোশাপকা![]() | ৪৯.৭৮ |
৮০০ মিটার বিশদ |
![]() | ১:৫৭.৩৮ পিবি |
![]() | ১:৫৭.৮০ এসবি |
![]() | ১:৫৭.৯১ পিবি |
১,৫০০ মিটার বিশদ |
আবেবা আরগই![]() | ৪:০২.৬৭ | জেনিফার সিম্পসন![]() | ৪:০২.৯৯ | হেলেন অনসান্দো ওবিরি![]() | ৪:০৩.৮৬ |
৫,০০০ মিটার বিশদ |
![]() | ১৪:৫০.১৯ | ![]() | ১৪:৫১.২২ | ![]() | ১৪:৫১.৩৩ |
১০,০০০ মিটার বিশদ |
তিরুনেশ দিবাবা![]() | ৩০:৪৩.৩৫ | গ্ল্যাডিজ চিরোনো![]() | ৩০:৪৫.১৭ | বিলেনেশ ওলজিরা![]() | ৩০:৪৬.৯৮ |
ম্যারাথন বিশদ |
এদনা কিপলাগাত![]() | ২:২৫:৪৪ | ভ্যালেরিয়া স্ত্রানিও![]() | ২:২৫:৫৮ এসবি |
কেওকু ফুকুশি![]() | ২:২৭:৪৫ |
১০০ মিটার হার্ডলস বিশদ |
![]() | ১২.৪৪ | ![]() | ১২.৫০ এসবি |
![]() | ১২.৫৫ পিবি |
৪০০ মিটার হার্ডলস বিশদ |
জুজানা হিনোভা![]() | ৫২.৮৩ ডব্লিউএল,এনআর |
ডালিলাহ মুহাম্মদ![]() | ৫৪.০৯ | লাশিন্দা ডিমাস![]() | ৫৪.২৭ |
৩০০০ মিটার স্টিপলচেজ বিশদ |
মিলকাহ চিমোজ চেওয়া![]() | ৯:১১.৬৫ ডব্লিউএল |
লিদিয়া চেপকুরুই![]() | ৯:১২.৫৫ পিবি |
সোফিয়া আসেফা![]() | ৯:১২.৮৪ এসবি |
২০ কি.মি. হাঁটা বিশদ |
এলিনা লাশম্যানোভা![]() | ১:২৭:০৮ | এনিসিয়া কিরদায়াপকিনা![]() | ১:২৭:১১ | লিও হং![]() | ১:২৮:১০ |
৪ × ১০০ মিটার রিলে বিশদ |
![]() কেরি রাসেল কিরণ স্টুয়ার্ট শিলোনি কালভার্ট শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস | ৪১.২৯ ডব্লিউএল,সিআর |
![]() জেনেবা তারমোহ আলেজান্দ্রিয়া এন্ডারসন ইংলিশ গার্ডনার অক্টাভিয়াস ফ্রিম্যান | ৪২.৭৫ | ![]() দিনা অ্যাশের-স্মিথ অ্যাশলিগ নেলসন আন্নাবেলে লুইস হেলে জোন্স | ৪২.৮৭ |
৪ × ৪০০ মিটার রিলে বিশদ |
![]() ইউলিয়া গাশচিনা তাতিয়ানা ফিরোভা কেসেনিয়া রিঝোভা অ্যান্টোনিনা ক্রিভোশাপকা নাতালিয়া অ্যানিয়ুখ* | ৩:২০.১৯ ডব্লিউএল |
![]() জেসিকা বিয়ার্ড নাতাশা হ্যাস্টিংস অ্যাশলে স্পেন্সার ফ্রাংসেনা ম্যাককোরোরি জোয়ানা অ্যাটকিনস* | ৩:২০.৪১ এসবি |
![]() ইলিদ চাইল্ড শানা কক্স মার্গারেট আদিওয়ে ক্রিস্টিন ওহুরুওগু | ৩:২২.৬১ এসবি |
ফিল্ড
ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | |||
---|---|---|---|---|---|---|
উচ্চ লম্ফ বিশদ |
![]() | ২.০৩ পিবি |
![]() | ২.০০ | ![]() ![]() | ১.৯৭ |
পোল ভল্ট বিশদ |
ইয়েলেনা ইসিনবায়েভা![]() | ৪.৮৯ এসবি |
জেন সুর![]() | ৪.৮২ | ইয়ারিস্লে সিলভা![]() | ৪.৮২ |
দীর্ঘ লাফ বিশদ |
ব্রিটনি রিজ![]() | ৭.০১ | ব্লিজিং ওকাজবেয়ার![]() | ৬.৯৯ | ইভানা স্পেনোভিচ![]() | ৬.৮২ এনআর |
ট্রিপল জাম্প বিশদ |
ক্যাটারিন ইবারগুয়েন![]() | ১৪.৮৫ ডব্লিউএল |
ইকাতেরিনা কোনেভা![]() | ১৪.৮১ | ওলহা সালাদুহা![]() | ১৪.৬৫ |
শট পুট বিশদ |
ভ্যালেরি অ্যাডামস![]() | ২০.৮৮ | ক্রিস্টিনা শানিতজ![]() | ২০.৪১ পিবি |
গং লিজিয়াও![]() | ১৯.৯৫ |
চাকতি নিক্ষেপ বিশদ |
সান্দ্রা পার্কোভিচ![]() | ৬৭.৯৯ | মেলিনা রবার্ট-মিচন![]() | ৬৬.২৮ এনআর |
ইয়ারেলিজ বারিওজ![]() | ৬৪.৯৬ |
হ্যামার থ্রো বিশদ |
তাতিয়েনা লিসেঙ্কো![]() | ৭৮.৮০ সিআর, এনআর |
অনিতা ওদারজিক![]() | ৭৮.৪৬ এনআর |
ঝ্যাং ওয়েনজিও![]() | ৭৫.৫৮ এসবি |
বর্শা নিক্ষেপ বিশদ |
![]() | ৬৯.০৫ SB |
![]() | ৬৬.৬০ PB |
![]() | ৬৫.০৯ |
হেপ্টাথলন বিশদ |
হান্না মেলনিচেঙ্কো![]() | ৬৫৮৬ পিবি |
ব্রায়ান থিসেন-ইটন![]() | ৬৫৩০ পিবি |
দাফনে শিপার্স![]() | ৬৪৭৭ এনআর |
- এসবি = মৌসুমের সেরা
- এনআর = নতুন রেকর্ড
- পিবি = ব্যক্তিগত সেরা
- ডব্লিউএল = ওয়ার্ল্ড লিডিং
- সিআর = ?
পদক তালিকা
১ | ![]() | ৭ | ৪ | ৬ | ১৭ |
২ | ![]() | ৬ | ১৪ | ৫ | ২৫ |
৩ | ![]() | ৬ | ২ | ১ | ৯ |
৪ | ![]() | ৫ | ৪ | ৩ | ১২ |
৫ | ![]() | ৪ | ২ | ১ | ৭ |
৬ | ![]() | ৩ | ৩ | ৪ | ১০ |
৭ | ![]() | ৩ | ০ | ৩ | ৬ |
৮ | ![]() | ২ | ০ | ১ | ৩ |
![]() | ২ | ০ | ১ | ৩ | |
১০ | ![]() | ১ | ২ | ১ | ৪ |
১১ | ![]() | ১ | ২ | ০ | ৩ |
১২ | ![]() | ১ | ০ | ০ | ১ |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
১৯ | ![]() | ০ | ২ | ১ | ৩ |
২০ | ![]() | ০ | ২ | ০ | ২ |
২১ | ![]() | ০ | ১ | ৪ | ৫ |
২২ | ![]() | ০ | ১ | ৩ | ৪ |
২৩ | ![]() | ০ | ১ | ২ | ৩ |
২৪ | ![]() | ০ | ১ | ১ | ২ |
![]() | ০ | ১ | ১ | ২ | |
২৬ | ![]() | ০ | ১ | ০ | ১ |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
৩১ | ![]() | ০ | ০ | ২ | ২ |
![]() | ০ | ০ | ২ | ২ | |
৩৩ | ![]() | ০ | ০ | ১ | ১ |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
সর্বমোট | ৪৭ | ৪৭ | ৪৮ | ১৪২ |
---|
অংশগ্রহণকারী দেশসমূহ
আফগানিস্তান (AFG) (১) আলবেনিয়া (ALB) (২) আলজেরিয়া (ALG) (১১) আমেরিকান সামোয়া (ASA) (১) অ্যান্ডোরা (AND) (১) অ্যাঙ্গোলা (ANG) (১) এ্যাঙ্গুইলা (AIA) (১) অ্যান্টিগুয়া ও বার্বুডা (ATG) (১) আর্জেন্টিনা (ARG) (৮) আর্মেনিয়া (ARM) (১) আরুবা (ARU) (১) অস্ট্রেলিয়া (AUS) (৪৭) অস্ট্রিয়া (AUT) (২) আজারবাইজান (AZE) (২) বাহামা দ্বীপপুঞ্জ (BAH) (২৬) বাহরাইন (BHR) (১০) বাংলাদেশ (BAN) (১) বার্বাডোস (BAR) (৯) বেলারুশ (BLR) (২৭) বেলজিয়াম (BEL) (১৭) বেনিন (BEN) (১) বারমুডা (BER) (২) ভুটান (BHU) (১) বলিভিয়া (BOL) (২) বসনিয়া ও হার্জেগোভিনা (BIH) (২) বতসোয়ানা (BOT) (১১) ব্রাজিল (BRA) (৩২) ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (IVB) (৩) ব্রুনাই (BRU) (১) বুলগেরিয়া (BUL) (১০) বুর্কিনা ফাসো (BUR) (১) বুরুন্ডি (BDI) (১) কম্বোডিয়া (CAM) (১) ক্যামেরুন (CMR) (১) কানাডা (CAN) (৪৬) কেপ ভার্দ (CPV) (১) কেইম্যান দ্বীপপুঞ্জ (CAY) (১) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (CAF) (১) চাদ (CHA) (১) চিলি (CHI) (৭) চীন (CHN) (৫৩) কলম্বিয়া (COL) (২০) কোমোরোস (COM) (১) কঙ্গো (CGO) (১) কুক দ্বীপপুঞ্জ (COK) (১) কোস্টা রিকা (CRC) (১) ক্রোয়েশিয়া (CRO) (৭) কিউবা (CUB) (২৫) সাইপ্রাস (CYP) (২) চেক প্রজাতন্ত্র (CZE) (২৮) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (COD) (১) ডেনমার্ক (DEN) (২) জিবুতি (DJI) (১) ডোমিনিকা (DMA) (১) ডোমিনিকান প্রজাতন্ত্র (DOM) (১০) ইকুয়েডর (ECU) (১২) মিশর (EGY) (৪) এল সালভাদোর (ESA) (১) বিষুবীয় গিনি (GEQ) (১) ইরিত্রিয়া (ERI) (১০) এস্তোনিয়া (EST) (৯) ইথিওপিয়া (ETH) (৪৬) ফিজি (FIJ) (২) ফিনল্যান্ড (FIN) (১০) ফ্রান্স (FRA) (৫২) ফরাসি পলিনেশিয়া (PYF) (১) গ্যাবন (GAB) (২) গাম্বিয়া (GAM) (১) জর্জিয়া (GEO) (২) জার্মানি (GER) (৬৭) ঘানা (GHA) (১) জিব্রাল্টার (GIB) (১) যুক্তরাজ্য (GBR) (৬০) গ্রিস (GRE) (১৭) গ্রেনাডা (GRN) (২) গুয়াম (GUM) (১) গুয়াতেমালা (GUA) (৬) গিনি (GUI) (১) গিনি-বিসাউ (GBS) (১) গায়ানা (GUY) (৩) হাইতি (HAI) (১) হন্ডুরাস (HON) (১) হংকং (HKG) (৬) হাঙ্গেরি (HUN) (১১) আইসল্যান্ড (ISL) (১) ভারত (IND) (১৫) ইন্দোনেশিয়া (INA) (১) ইরান (IRI) (৬) ইরাক (IRQ) (১) আয়ারল্যান্ড (IRL) (১১) ইসরায়েল (ISR) (৩) ইতালি (ITA) (৫৭) কোত দিভোয়ার (CIV) (৩) জ্যামাইকা (JAM) (৪৫) জাপান (JPN) (৪১) জর্দান (JOR) (১) কাজাখস্তান (KAZ) (১৭) কেনিয়া (KEN) (৪৯) কিরিবাস (KIR) (১) কুয়েত (KUW) (১) কিরগিজিস্তান (KGZ) (২) লাওস (LAO) (১) লাতভিয়া (LAT) (১০) লেসোথো (LES) (৩) লিথুয়ানিয়া (LTU) (১৪) লুক্সেমবুর্গ (LUX) (১) মাকাও (MAC) (১) উত্তর মেসিডোনিয়া (MKD) (১) মাদাগাস্কার (MAD) (২) মালাউই (MAW) (১) মালয়েশিয়া (MAS) (১) মালদ্বীপ (MDV) (১) মালি (MLI) (১) মাল্টা (MLT) (১) মার্শাল দ্বীপপুঞ্জ (MHL) (১) মৌরিতানিয়া (MTN) (১) মরিশাস (MRI) (১) মেক্সিকো (MEX) (১৬) মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য (FSM) (১) মলদোভা (MDA) (৪) মোনাকো (MON) (১) মঙ্গোলিয়া (MGL) (২) মন্টিনিগ্রো (MNE) (২) মন্টসেরাট (MSR) (১) মরক্কো (MAR) (২১) মোজাম্বিক (MOZ) (১) মিয়ানমার (MYA) (১) নামিবিয়া (NAM) (৬) নাউরু (NRU) (১) নেদারল্যান্ডস (NED) (২৩) নিউজিল্যান্ড (NZL) (৯) নিকারাগুয়া (NCA) (১) নাইজার (NIG) (১) নাইজেরিয়া (NGA) (১৭) উত্তর কোরিয়া (PRK) (৪) উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (NMI) (১) নরওয়ে (NOR) (১১) ওমান (OMA) (১) পাকিস্তান (PAK) (১) পালাউ (PLW) (১) ফিলিস্তিন (PLE) (১) পানামা (PAN) (১) পাপুয়া নিউ গিনি (PNG) (২) প্যারাগুয়ে (PAR) (১) ফিলিপাইন (PHI) (১) পেরু (PER) (২) পোল্যান্ড (POL) (৫৫) পর্তুগাল (POR) (১২) পুয়ের্তো রিকো (PUR) (৪) কাতার (QAT) (৫) রোমানিয়া (ROU) (১৮) রাশিয়া (RUS) (১১৯) রুয়ান্ডা (RWA) (২) সেন্ট কিট্স ও নেভিস (SKN) (৬) সেন্ট লুসিয়া (LCA) (৩) সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ (VIN) (২) সামোয়া (SAM) (১) সান মারিনো (SMR) (১) সাঁউ তুমি ও প্রিন্সিপি (STP) (১) সৌদি আরব (KSA) (১১) সেনেগাল (SEN) (৫) সার্বিয়া (SRB) (৮) সেশেল (SEY) (১) সিয়েরা লিওন (SLE) (১) সিঙ্গাপুর (SIN) (১) স্লোভাকিয়া (SVK) (১১) স্লোভেনিয়া (SLO) (৯) সলোমন দ্বীপপুঞ্জ (SOL) (১) সোমালিয়া (SOM) (১) দক্ষিণ আফ্রিকা (RSA) (৩০) দক্ষিণ কোরিয়া (KOR) (১৬) স্পেন (ESP) (৪১) শ্রীলঙ্কা (SRI) (৮) সুদান (SUD) (১) সুরিনাম (SUR) (১) ইসোয়াতিনি (SWZ) (১) সুইডেন (SWE) (২৪) সুইজারল্যান্ড (SUI) (১৮) সিরিয়া (SYR) (১) চীনা তাইপেই (TPE) (৭) তাজিকিস্তান (TJK) (২) তানজানিয়া (TAN) (২) থাইল্যান্ড (THA) (২) পূর্ব তিমুর (TLS) (১) টোগো (TOG) (১) টোঙ্গা (TGA) (১) ত্রিনিদাদ ও টোবাগো (TRI) (২১) তিউনিসিয়া (TUN) (৪) তুরস্ক (TUR) (১০) তুর্কমেনিস্তান (TKM) (১) টার্কস্ ও কেইকোস দ্বীপপুঞ্জ (TCA) (১) টুভালু (TUV) (১) উগান্ডা (UGA) (১২) ইউক্রেন (UKR) (৬১) সংযুক্ত আরব আমিরাত (UAE) (১) মার্কিন যুক্তরাষ্ট্র (USA) (১৩৭) উরুগুয়ে (URU) (১) উজবেকিস্তান (UZB) (৩) ভানুয়াটু (VAN) (১) ভেনেজুয়েলা (VEN) (১৫) ভিয়েতনাম (VIE) (১) মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ (ISV) (১) ইয়েমেন (YEM) (১) জাম্বিয়া (ZAM) (৩) জিম্বাবুয়ে (ZIM) (২)
তথ্যসূত্র:[5]
তথ্যসূত্র
- "206 nations set to compete at the IAAF World Championships"। iaaf.org। ২০১৩-০৮-০২। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০২।
- IAAF (২ ডিসেম্বর ২০০৬)। "Candidates confirmed for 2011 and 2013 World Championships in Athletics"। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৬।
- IAAF (১৫ ডিসেম্বর ২০০৬)। "Sweden withdraws IAAF World Championships' bid"। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০০৬।
- IAAF (২৭ মার্চ ২০০৭)। "And the hosts will be ..."। IAAF। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০০৭।
- "Countries"। iaaf.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৫।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Official IAAF website for the 2013 World Championships in Athletics.
- IAAF Entry Standards (PDF)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.