২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রাশিয়া

২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রাশিয়া (ইংরেজি: Russia at the 2013 World Championships in Athletics) স্বাগতিক দেশ হিসেবে অংশগ্রহণ করে। রাজধানী মস্কোর সর্ববৃহৎ স্টেডিয়াম হিসেবে খ্যাত লাঝনিকি স্টেডিয়ামে ১০-১৮ আগস্ট, ২০১৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১১৯ জন রুশ প্রতিযোগী ১৪শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করে। ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদকসহ ১৭টি পদক নিয়ে রাশিয়ার ক্রীড়া দলটি এ প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকার করে।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
রাশিয়া


রাশিয়ার জাতীয় পতাকা
আইএএফ কোড RUS
জাতীয় ফেডারেশন সর্ব-রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন
বাহ্যিক লিঙ্ক
২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
 মস্কো
প্রতিযোগী সংখ্যা ১০৫
পদক স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
সর্বমোট
১৭
২০১১
২০১৫

পদক বিজয়ী

নিম্নলিখিত রুশ ক্রীড়া প্রতিযোগীগণ চ্যাম্পিয়নশিপে পদক জয় করেন:

পদক ক্রীড়াবিদ ক্রীড়াবিষয়
 স্বর্ণআলেকসান্দর ইভানভ২০ কিলোমিটার হাঁটা
 স্বর্ণএলিনা লাশম্যানোভা২০ কিলোমিটার হাঁটা
 স্বর্ণইয়েলেনা ইসিনবায়েভাপোল ভল্ট
 স্বর্ণতাতিয়েনা লিসেঙ্কোহ্যামার থ্রো
 স্বর্ণআলেকসান্দর ম্যানকভদীর্ঘ লাফ
 স্বর্ণনাতালিয়া অ্যান্টয়ুখ
তাতিয়ানা ফিরোভা
জুলিয়া গুশচিনা
অ্যান্তোনিনা ক্রিভোশাপকা
জেনিয়া রিঝোভা
৪ × ৪০০ মিটার রিলে
 স্বর্ণভেতলানা শকোলিনাউচ্চ লম্ফ
 রৌপ্যঅ্যানিজিয়া কিরদিয়াপকিনা২০ কিলোমিটার হাঁটা
 রৌপ্যমিখাইল রিঝভ৫০ কিলোমিটার হাঁটা
 রৌপ্যইয়েকাতেরিনা কোনেভাট্রিপল জাম্প
 রৌপ্যমারিয়া সাভিনোভা৪০০ মিটার
 ব্রোঞ্জঅ্যান্টোনিনা ক্রিভোশাপকা৪০০ মিটার
 ব্রোঞ্জসার্গে শুবেনকভ১১০ মিটার হার্ডলস
 ব্রোঞ্জমাকসিম দিলদিন
লেভ মোসিন
সার্গে পেটুখভ
ভ্লাদিমির ক্রাসনভ
৪ × ৪০০ মিটার রিলে
 ব্রোঞ্জআন্না চিচেরোভাউচ্চ লম্ফ
 ব্রোঞ্জদিমিত্রি তারাবিনবর্শা নিক্ষেপ
 ব্রোঞ্জমারিয়া আবাকুমোভাবর্শা নিক্ষেপ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.