গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের জন্ম থেকেই গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এই গোত্রের খেলা প্রাচীন অলিম্পিক গেমসেরও অবিচ্ছেদ্য অংশ ছিল। আধুনিক অলিম্পিকে দৌড়বাজীর প্রধাণ বিভাগগুলি হল, ট্র্যাক ও ফিল্ড বিভাগ, পথ দৌড় বিভাগ, এবং প্রতিযোগিতামূলক হন্টন বিভাগ। শুরুর দিকে ক্রস কান্ট্রি দৌড় বিভাগও ছিল কিন্তু ১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক পর থেকে এটি বাদ যায়।
গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী | |
---|---|
![]() | |
বিভাগ | ৪৭ (পুরুষ: ২৪; নারী: ২৩) |
খেলা | |
| |
|
বিভাগসমূহ
ঐতিহাসিকভাবে দৌড়বাজীতে অনেক রকম বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯০০ ও ১৯২০ সালের অলিম্পিকে যেমন, গ্রীষ্মকালীন অলিম্পিকে দড়ি-টানাটানি প্রতিযোগিতা দৌড়বাজীর অন্তর্গত একটি বিভাগ হিসাবে আয়োজিত হয়েছিল। অথচ বর্তমানে দড়ি টানাটানি ও দৌড়বাজী দুটি সম্পুর্ণ পৃথক ক্রীড়া হিসাবে পরিগণিত হয়।[1]
পুরুষদের বিভাগ
১৯৫২ সালে স্বল্পদূরত্বের প্রতিযোগিতামূলক হন্টনের পর পুরুষদের দৌড়বাজীতে আর কোনো পরিবর্তন হয়নি। একমাত্র ব্যতিক্রম ১৯৭৬ সালের অলিম্পিকে দূরপাল্লার প্রতিযোগিতামূলক হন্টন বাতিল করা হয়। তাই সে বছরে IAAF পৃথকভাবে ৫০ কিমি হাঁটার বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজন করে। ফলে আবার ১৯৮০ সালের অলিম্পিকে এই বিভাগ পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই দূরপাল্লার প্রতিযোগিতামূলক হন্টন একমাত্র প্রতিযোগিতা যা মহিলাদের বিভাগে নেই। এছাড়া পুরুষদের ডেকাথলন ও ১১০ মিটার বাধাদৌড়ের পরিবর্তে মহিলাদের জন্য যথাক্রমে হেপ্টাথলন ও ১০০ মিটার বাধাদৌড় বিভাগ দুটি আছে।
অলিম্পিকে এখনও পর্যন্ত সর্বমোট ৫২ টি বিভাগে দৌড়বাজী অনুষ্ঠিত হয়েছে। আপাতত অলিম্পিকে দৌড়বাজী ২৪ টি বিভাগের সমাহার। পরিত্যক্ত বিভাগগুলির অনেকেই আজকের বিভাগগুলির মতই ছিল, পার্থক্যটা ছিল দৈর্ঘ্যে। বিশেষ করে স্টিপলচেজে, বাধাদৌড় আর প্রতিযোগিতামূলক হন্টনে এটা বেশি দেখা যায়। দলগত দৌড়ের প্রতিযোগিতাগুলি প্রথম ছয়টি অলিম্পিকের পর বন্ধ করে দেওয়া হয়। অ্যাথলেটিক ট্রায়াথলন (একবারই অনুষ্ঠিত একটি অদ্ভুত বিভাগ, যেখানে জিমন্যাস্টরা লং জাম্প, শট পাট, ১০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিল!) এবং পেন্টাথলনের মত বিভিন্ন বিভাগের সমাহারের খেলাগুলি একদিকে যেমন ধীরে ধীরে সরে গিয়ে ডেকাথলনের জায়গা করে দেয়; তেমনি মিশ্র রিলের পরিবর্তে আসে সুষম রিলে। দাঁড়িয়ে লাফানো বা নানা ধরনের যে ছোঁড়ার প্রতিযোগিতা ১৯০৮ ও ১৯১২ অলিম্পিকে পরীক্ষামূলকভাবে আয়োজিত হয়েছিল, সেগুলিও আর আয়োজিত হয় না। আবার ক্রস কান্ট্রি দৌড়ের মত আজও সুপরিচীত দৌড়বাজীর বিভাগ ১৯১২ থেকে ১৯২৪ সালের পর অলিম্পিকে আর আয়োজিত হয়নি।
পুরুষদের বিভাগসমূহ
বিভাগ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | গেমস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বর্তমান বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||||
১০০ মিটার (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
২০০ মিটার (বিশদ) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৬ |
৪০০ মিটার (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৮০০ মিটার (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
১৫০০ মিটার (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৫০০০ মিটার (বিশদ) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
১০০০০মিটার (বিশদ) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
ম্যারাথন (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
১১০ মিটার বাধাদৌড় (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৪০০ মিটার বাধাদৌড় (বিশদ) | – | X | X | X | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৫ |
৩০০০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২২ |
৪ × ১০০ মিটার রিলে (বিশদ) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
৪ x ৪০০ মিটার রিলে (বিশদ) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
২০ কিমি প্রতিযোগিতামূলক হাঁটা (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৫ |
৫০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিশদ) | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | – | X | X | X | X | X | X | X | X | X | ১৮ |
হাই জাম্প (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
পোল ভল্ট (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
লং জাম্প (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
ট্রিপল জাম্প (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
শট পাট (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
ডিসকাস থ্রো (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
হাতুড়ি ছোঁড়া (বিশদ) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৬ |
বর্শা নিক্ষেপ (বিশদ) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ |
ডেকাথলন (বিশদ) | – | – | X | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ |
প্রাক্তন বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||||
৬০ মিটার (বিশদ) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
২০০ মিটার বাধাদৌড় (বিশদ) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
২৫০০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
২৫৯০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩২০০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৪০০০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
মেডলি রিলে (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩০০০ মিটার দলগত প্রতিযোগিতা (বিশদ) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
৫০০০ মিটার দলগত প্রতিযোগিতা (বিশদ) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩-মাইল দলগত প্রতিযোগিতা (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৪-মাইল দলগত প্রতিযোগিতা (বিশদ) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৫ মাইল (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩০০০ মিটার প্রতিযোগিতামূলক হাঁটা (বিশদ) | – | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩৫০০ মিটার প্রতিযোগিতামূলক হাঁটা (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
১০ কিমি প্রতিযোগিতামূলক হাঁটা (বিশদ) | – | – | – | – | X | X | X | – | – | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৫ |
১০ মাইল প্রতিযোগিতামূলক হাঁটা (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ট্রায়াথলন (বিশদ) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
পেন্টাথলন (বিশদ) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
দাঁড়িয়ে লং জাম্প (বিশদ) | – | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৪ |
দাঁড়িয়ে ট্রিপল জাম্প (বিশদ) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
দাঁড়িয়ে হাই জাম্প (বিশদ) | – | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৪ |
৫৬ পাউন্ড ওজন ছোঁড়া (বিশদ) | – | – | X | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
দুই হাতে, শট পাট (বিশদ) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
গ্রীক পদ্ধতিতে, ডিসকাস থ্রো (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
দুই হাতে, ডিসকাস থ্রো (বিশদ) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ফ্রিস্টাইল, বর্শা নিক্ষেপ (বিশদ) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
দুই হাতে, বর্শা নিক্ষেপ (বিশদ) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ব্যক্তিগত ক্রস কান্ট্রি (বিশদ) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
দলগত ক্রস কান্ট্রি (বিশদ) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
বিভাগসমূহ | ১২ | ২৩ | ২৫ | ২৬ | ৩০ | ২৯ | ২৭ | ২২ | ২৩ | ২৩ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৩ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ |
মহিলাদের বিভাগসমূহ
দৌড়বাজীতে মহিলাদের প্রতিযোগিতা ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুরু হয়।
বিভাগ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | গেমস | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১০০ মিটার (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
২০০ মিটার (বিশদ) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
৪০০ মিটার (বিশদ) | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৩ | |||||
৮০০ মিটার (বিশদ) | X | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৫ | |||||
১৫০০ মিটার (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
৫০০০ মিটার (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | ৫ | |||||
১০০০০ মিটার (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | ৭ | |||||
ম্যারাথন (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
১০০ মিটার বাধাদৌড় (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
৪০০ মিটার বাধাদৌড় (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
৩০০০ মিটার স্টিপলচেজ (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | ২ | |||||
৪ × ১০০ মিটার রিলে (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
৪ × ৪০০ মিটার রিলে (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
২০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
হাই জাম্প (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
পোল ভল্ট (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
লং জাম্প (বিশদ) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
ট্রিপল জাম্প (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | ৫ | |||||
শট পাট (বিশদ) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
ডিসকাস থ্রো (বিশদ) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
হাতুড়ি ছোঁড়া (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
বর্শা নিক্ষেপ (বিশদ) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৯ | |||||
হেপ্টাথলন (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
প্রাক্তন বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||
৮০ মিটার বাধাদৌড় (বিশদ) | – | X | X | X | X | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৮ | |||||
পেন্টাথলন (বিশদ) | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | ৫ | |||||
৩০০০ মিটার (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | ৩ | |||||
১০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিশদ) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | – | – | – | – | ২ | |||||
মোট বিভাগসমূহ | ৫ | ৬ | ৬ | ৯ | ৯ | ৯ | ১০ | ১২ | ১২ | ১৪ | ১৪ | ১৪ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২২ | ২২ | ২৩ | ২৩ |
রাষ্ট্রসমূহ
প্রায় সমস্ত রাষ্ট্র, যারা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা কখনো না কখনো দৌড়বাজীতে অংশ নিয়েছে। প্রতি খোপের সংখ্যা সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতিযোগীর সংখ্যা নির্দেশ করছে।
- এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন।
রাষ্ট্র | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | অলিম্পিক বর্ষ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ২০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৪ | |||||||||||||||||||||||||||||
![]() | ৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৪ | |||||||||||||||||||||||||||||
![]() | ৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ১১ | |||||||||||||||||||||||||||||
![]() | ৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ১০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ১২ | |||||||||||||||||||||||||||||
![]() | ৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ১০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ২০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ১২ | |||||||||||||||||||||||||||||
![]() | ৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৫† | |||||||||||||||||||||||||||||
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১২ | |||||||||||||||||||||||||||||
![]() | ১২ | |||||||||||||||||||||||||||||
![]() | ১১ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৪ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৪ | |||||||||||||||||||||||||||||
![]() | ২০ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৫ | |||||||||||||||||||||||||||||
![]() | ১০ | |||||||||||||||||||||||||||||
![]() | ৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৪ | |||||||||||||||||||||||||||||
![]() | ১০ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ২১ | |||||||||||||||||||||||||||||
![]() | ৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৮ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৩ | |||||||||||||||||||||||||||||
![]() | ৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ১ | |||||||||||||||||||||||||||||
![]() | ৯ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৭ | |||||||||||||||||||||||||||||
![]() | ২৬ | |||||||||||||||||||||||||||||
![]() | ১৫ | |||||||||||||||||||||||||||||
মোট রাষ্ট্র | ৯ | ১৫ | ১১ | ২০ | ২৭ | ২৫ | ৪১ | ৩৯ | ৩৩ | ৩৯ | ৩৯ | ৪১ | ৩৮ | ৪৩ | ৪২ | ৪৫ | ৫১ | ৪৪ | ৩২ | ৫০ | ৬২ | ৬৫ | ৭৩ | ৭৩ | ৭৬ | ৭৪ | ৭৫ | ৮২ | ||
মোট প্রতিযোগী | ৬৩ | ১১৫ | ১১৫ | ৪৩৫ | ৫৪০ | ৫১০ | ৬৬৭ | ৬৯৩ | ৩৮৮ | ৭৪৫ | ৬৮০ | ৮৭৩ | ৬১৯ | ৮৭৫ | ৮০৫ | ৬৮১ | ৮৭১ | ৭৩১ | ৬১৮ | ৭৮৯ | ৯৯৭ | ১১০৭ | ১২৭১ | ১৪১১ | ১৩৮৯ | ১৩৯৩ | ১৪০৬ | ১১৬৭ |
বি. দ্র. -
□ উপরোক্ত তালিকায় ফাঁকা ঘরের মানে হল সেই অলিম্পিকে ঐ রাষ্ট্র অংশগ্রহণ করেনি। আবার '-' (হাইফেন) থাকলে সেই বছরের অলিম্পিকে রাষ্ট্রটি অংশ নিলেও দৌড়বাজীতে কোনো প্রতিযোগী ছিল না। এবং 'X' (কাটা চিহ্ন) থাকলে সেই অলিম্পিক এই দেশটি বয়কট করেছিল। এখনো পর্যন্ত অলিম্পিকে ঘোষিত বয়কটের কারণগুলি নিচে দেওয়া হল, -
- ১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষ থাকা সত্বেও নিউজিল্যান্ড সেখানে রাগবি দল পাঠায়। নিউজিল্যান্ডের অলিম্পিক থেকে বহিষ্কারের দাবীতে ২৮টি আফ্রিকার রাষ্ট্র এই অলিম্পিক বয়কট করে। অন্যদিকে প্রজাতন্ত্রী চীন নাম নিয়ে গণচীনের সঙ্গে বিবাদ ও সেই প্রসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নগোয়া সিদ্ধান্তের প্রতিবাদে বর্তমান তাইওয়ান অলিম্পিক বয়কট করে।
- ১৯৮০ - যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ৫৬টি দেশ রাশিয়ার আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে এই অলিম্পিক বয়কট করে।
- ১৯৮৪ - ১৪টি বামপন্থী রাষ্ট্র রাশিয়ার নেতৃত্বে ১৯৮০ বয়কটের বদলা নেয়।
□ রাশিয়া বলতে এখানে বর্তমান রাশিয়া ও পুরাতন রুশ সাম্রাজ্য উভয়ের একত্রিত পরিসংখ্যান প্রদান করা হল।
‡ ১৯৮৮ অলিম্পিকে ব্রুনাই শুধুমাত্র একজন প্রতিনিধি পাঠায়। কিন্তু তিনি কোনো প্রতিযোগী ছিলেন না।
† প্রজাতন্ত্রী চীন সারিতে অবিভক্ত চীন ও বর্তমান তাইওয়ানের তথ্য একত্রে দেওয়া হল।
□ ১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফ্রান্সের একমাত্র প্রতিযোগী অ্যালবার্ট কোরী দুটি রৌপ্য পদক জেতেন ম্যারাথন ও ৪ মাইল দলগত প্রতিযোগিতায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এই পদক জেতেন। এটি একটি বিতর্কিত প্রসঙ্গ।[2]
□ জার্মানি বলতে এখানে অবিভক্ত জার্মানি ও ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত জার্মানির যৌথদলকে বোঝানো হয়েছে।
পদক তালিকা
২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক পর্যন্ত সংকলিত
১ | ![]() | ৩২০ | ২৫১ | ১৯৬ | ৭৬৭ |
২ | ![]() | ৬৪ | ৫৫ | ৭৪ | ১৯৩ |
৩ | ![]() | ৫৩ | ৭৯ | ৬২ | ১৯৪ |
৪ | ![]() | ৪৮ | ৩৫ | ৩১ | ১১৪ |
৫ | ![]() | ৩৮ | ৩৬ | ৩৫ | ১০৯ |
৬ | ![]() | ২৬ | ২৭ | ২৫ | ৭৮ |
৭ | ![]() | ২৪ | ৩১ | ২৪ | ৭৯ |
৮ | ![]() | ২৩ | ১৮ | ১৩ | ৫৪ |
৯ | ![]() | ২১ | ৭ | ১৭ | ৪৫ |
১০ | ![]() | ২০ | ২৬ | ২৫ | ৭১ |
১১ | ![]() | ১৯ | ২১ | ৪১ | ৮১ |
১২ | ![]() | ১৯ | ১৫ | ২৬ | ৬০ |
১৩ | ![]() | ১৮ | ২৯ | ২০ | ৬৭ |
১৪ | ![]() | ১৬ | ২৪ | ৩৭ | ৭৭ |
১৫ | ![]() | ১৪ | ২২ | ২৫ | ৬১ |
১৬ | ![]() | ১৩ | ১৪ | ২৬ | ৫৩ |
১৭ | ![]() | ১২ | ১৪ | ১৭ | ৪৩ |
১৮ | ![]() | ১১ | ১৪ | ১০ | ৩৫ |
১৯ | ![]() | ১১ | ৮ | ৫ | ২৪ |
২০ | ![]() | ১০ | ১৪ | ১৫ | ৩৯ |
২১ | ![]() | ১০ | ১৩ | ১৭ | ৪০ |
২২ | ![]() | ১০ | ২ | ৮ | ২০ |
২৩ | ![]() | ৭ | ১১ | ৩ | ২১ |
২৪ | ![]() | ৭ | ৭ | ৯ | ২৩ |
২৫ | ![]() | ৭ | ৫ | ৮ | ২০ |
২৬ | ![]() | ৬ | ১২ | ১১ | ২৯ |
২৭ | ![]() | ৬ | ১২ | ৬ | ২৪ |
২৮ | ![]() | ৬ | ৫ | ৮ | ১৯ |
২৯ | ![]() | ৬ | ৩ | ১২ | ২১ |
৩০ | ![]() | ৬ | ৩ | ৬ | ১৫ |
৩১ | ![]() | ৫ | ৭ | ৬ | ১৮ |
৩২ | ![]() | ৫ | ১ | ৪ | ১০ |
৩৩ | ![]() | ৪ | ১৮ | ৮ | ৩০ |
৩৪ | ![]() | ৪ | ৫ | ৮ | ১৭ |
৩৫ | ![]() | ৪ | ৩ | ৭ | ১৪ |
৩৬ | ![]() | ৪ | ২ | ৪ | ১০ |
৩৭ | ![]() | ৪ | ২ | ০ | ৬ |
৩৮ | ![]() | ৪ | ২ | ৪ | ১০ |
৩৯ | ![]() | ৪ | ১ | ২ | ৭ |
৪০ | ![]() | ৩ | ৬ | ২ | ১১ |
৪১ | ![]() | ৩ | ৫ | ২ | ১০ |
৪২ | ![]() | ৩ | ৩ | ১২ | ১৮ |
৪৩ | ![]() | ৩ | ১ | ১ | ৫ |
৪৪ | ![]() | ২ | ৪ | ৮ | ১৪ |
৪৫ | ![]() | ২ | ৪ | ৫ | ১১ |
৪৬ | ![]() | ২ | ৩ | ০ | ৫ |
৪৭ | ![]() | ২ | ১ | ৩ | ৬ |
৪৮ | ![]() | ২ | ১ | ০ | ৩ |
৪৯ | ![]() | ২ | ০ | ১ | ৩ |
![]() | ২ | ০ | ১ | ৩ | |
৫১ | ![]() | ২ | ০ | ০ | ২ |
৫২ | ![]() | ১ | ৪ | ৮ | ১৩ |
৫৩ | ![]() | ১ | ৩ | ২ | ৬ |
৫৪ | ![]() | ১ | ৩ | ১ | ৫ |
৫৫ | ![]() | ১ | ২ | ৪ | ৭ |
৫৬ | ![]() | ১ | ২ | ১ | ৪ |
৫৭ | ![]() | ১ | ১ | ০ | ২ |
![]() | ১ | ১ | ০ | ২ | |
![]() | ১ | ১ | ০ | ২ | |
![]() | ১ | ১ | ০ | ২ | |
৬১ | ![]() | ১ | ০ | ২ | ৩ |
৬২ | ![]() | ১ | ০ | ১ | ২ |
৬৩ | ![]() | ১ | ০ | ০ | ১ |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
![]() | ১ | ০ | ০ | ১ | |
৬৭ | ![]() | ০ | ৬ | ২ | ৮ |
৬৮ | ![]() | ০ | ৪ | ১ | ৫ |
৬৯ | ![]() | ০ | ৪ | ০ | ৪ |
৭০ | ![]() | ০ | ২ | ৪ | ৬ |
৭১ | ![]() | ০ | ২ | ০ | ২ |
![]() | ০ | ২ | ০ | ২ | |
![]() | ০ | ২ | ০ | ২ | |
![]() | ০ | ২ | ০ | ২ | |
![]() | ০ | ২ | ০ | ২ | |
৭৬ | ![]() | ০ | ১ | ১ | ২ |
![]() | ০ | ১ | ১ | ২ | |
![]() | ০ | ১ | ১ | ২ | |
৭৯ | ![]() | ০ | ১ | ০ | ১ |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
![]() | ০ | ১ | ০ | ১ | |
৮৯ | ![]() | ০ | ০ | ২ | ২ |
![]() | ০ | ০ | ২ | ২ | |
![]() | ০ | ০ | ২ | ২ | |
৯২ | ![]() | ০ | ০ | ১ | ১ |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
![]() | ০ | ০ | ১ | ১ | |
মোট | ৯৩১ | ৯৩৯ | ৯৩২ | ২৮০২ |
---|
তথ্যসূত্র
- Past Olympic Sports. Olympics/IOC. ৩০-০৮-২০১০ তারিখে সংগৃহীত।
- Cronin, Brian (২০১০-০৮-১০)। "Sports Legend Revealed: A marathon runner nearly died"। লস অ্যাঞ্জেলেস টাইমস। লস অ্যাঞ্জেলেস।