২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ম্যারাথন

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৭ তারিখে বিশেষভাবে এই প্রতিযোগিতার জন্য বানানো বেইজিং সহরের পথে অনুষ্ঠিত হয় আর শেষ হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1] যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:৩৭:০০ (A মান) এবং ২:৪২:০০ (B মান)।[2]

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ম্যারাথন
স্থানবেইজিং
তারিখ১৭ই আগস্ট
প্রতিযোগী৪২ টি দেশের ৮২জন প্রতিযোগী
পদকবিজয়ী
   রোমানিয়া
   কেনিয়া
   চীন
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

রোমানিয়ার কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু এক মিনিটেরও বেশি ব্যবধানে ২:২৬:৪৪ সময়ে বিজয়িনী হন। কেনিয়ার ক্যাথেরিন দেরিবা ২:২৭:০৬ সময়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ও একটু পিছনে থেকে চীনের ঝৌ চুনঝিউ ২:২৭:০৭ সময়ে তৃতীয় হন।

পূর্ববর্তী গোটা বছরটাই চোট-আঘাতের সমস্যায় জর্জরিত থেকেও বিশ্বরেকর্ডধারিনী যুক্তরাজ্যের পাওলা র‌্যাডক্লিফ এই প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু শীঘ্রই পায়ে খিঁচুনি তাকে থামতে বাধ্য করে। ব্যায়াম করে কিছুটা উপশম হলে তিনি আবার দৌড় শুরু করেন ও ২৩তম হয়ে ২:৩২:৩৮ সময়ে দৌড় শেষ করেন।[3]

পদকতালিকা

স্বর্ণকনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু
 রোমানিয়া
রৌপ্যক্যাথেরিন দেরিবা
 কেনিয়া
ব্রোঞ্জ ঝৌ চুনঝিউ
 চীন

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড পাওলা র‌্যাডক্লিফ (GBR)২:১৫:২৫লন্ডন, যুক্তরাজ্য১৩ই এপ্রিল ২০০৩
অলিম্পিক রেকর্ড নাওকো তাকাহাশি (JPN)২:২৩:১৪সিডনী, অস্ট্রেলিয়া২৪শে সেপ্টেম্বর ২০০০

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

ফলাফল

  • সমস্ত সময় ঘন্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।

নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

ক্রমপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা[4]
কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু রোমানিয়া২:২৬:৪৪SB
ক্যাথেরিন দেরিবা কেনিয়া২:২৭:০৬
ঝৌ চুনঝিউ চীন২:২৭:০৭SB
ঝু জিয়াওলিন চীন২:২৭:১৬SB
মার্থা কোমু কেনিয়া২:২৭:২৩
মারা ইয়ামাউচি গ্রেট ব্রিটেন২:২৭:৩৯
ইরিনা টিমোফায়েভা রাশিয়া২:২৭:৩১
লিডিয়া সাইমন রোমানিয়া২:২৭:৫১
সওয়াদ ইদ সালেম আলজেরিয়া২:২৮:২৯
১০সেলিনা জেবেত কোসগাই কেনিয়া২:২৯:২৮
১১জিভিলে বালসিউনাইতে লিথুয়ানিয়া২:২৯:৩৩
১২কিম কুম-ওক উত্তর কোরিয়া২:৩০:০১SB
১৩য়ুরিকা নাকামুরা জাপান২:৩০:১৯
১৪আনা ইনসার্তি ইতালি২:৩০:৫৫PB
১৫ডায়ার টিউন ইথিওপিয়া২:৩১:১৬
১৬নিনা রিলস্টোন নিউজিল্যান্ড২:৩১:১৬
১৭ব্রুনা জেনোভেজ ইতালি২:৩১:৩১
১৮লুমিনিতা তালপোজ রোমানিয়া২:৩১:৪১
১৯ম্যাডাই পেরেজ মেক্সিকো২:৩১:৪৭
২০ক্রিস্টেল ডাউনে ফ্রান্স২:৩১:৪৮
২১বেনিটা জনসন অস্ট্রেলিয়া২:৩২:০৬
২২স্বেতলানা জাখারভ রাশিয়া২:৩২:১৬
২৩পাওলা র‌্যাডক্লিফ গ্রেট ব্রিটেন২:৩২:৩৮
২৪মোনিকা ড্রাইবুলস্কা পোল্যান্ড২:৩২:৩৯SB
২৫লি ইউন-জং দক্ষিণ কোরিয়া২:৩৩:০৭
২৬লিজ ইয়েলিং গ্রেট ব্রিটেন২:৩৩:১২
২৭ব্লেক রাসেল মার্কিন যুক্তরাষ্ট্র২:৩৩:১৩
২৮বিয়েটা নাইগ্যাম্বো নামিবিয়া২:৩৩:২৯
২৯ভিনসেঞ্জা সিক্যারি ইতালি২:৩৩:৩১
৩০ডরোটা গ্রুকা পোল্যান্ড২:৩৩:৩২
৩১তাতিয়ানা ফিলোনিউক ইউক্রেন২:৩৩:৩৫
৩২মারিসা বারোস পর্তুগাল২:৩৪:০৮
৩৩লিসা জেন ওয়েটম্যান অস্ট্রেলিয়া২:৩৪:১৬
৩৪কার্স্টেন মেলকেভিক ওটারবু নরওয়ে২:৩৪:৩৫
৩৫লিজা হান্টার-গ্যালভান নিউজিল্যান্ড২:৩৪:৫১
৩৬জং ইয়ং-ওক উত্তর কোরিয়া২:৩৪:৫২
৩৭রাসা রাসা দ্রাজদাউস্কাইতে লিথুয়ানিয়া২:৩৫:০৯
৩৮মেলানি ক্রাউস জার্মানি২:৩৫:১৭
৩৯মারিয়া পোর্টিলো পেরু২:৩৫:১৯NR
৪০হেলালিয়া জোহানিজ নামিবিয়া২:৩৫:২২
৪১শুজিং ঝ্যাং চীন২:৩৫:৩৫
৪২লুসিয়া কিমানি বসনিয়া ও হার্জেগোভিনা২:৩৫:৪৭NR
৪৩স্যান্ড্রা রুয়ালস ইকুয়েডর২:৩৫:৫৩PB
৪৪কেট স্মিথ অস্ট্রেলিয়া২:৩৬:১০
৪৫ইয়েসেনিয়া সেন্টেনো স্পেন২:৩৬:২৫
৪৬আনা ডিয়াজ পর্তুগাল২:৩৬:২৫
৪৭নেবিয়াত হাবতেমরিয়ম ইরিত্রিয়া২:৩৭:০৩
৪৮জো বান-হুই উত্তর কোরিয়া২:৩৭:০৪
৪৯তাবিথা সাতসা জিম্বাবুয়ে২:৩৭:১০
৫০বাহার ডোগান তুরস্ক২:৩৭:১২PB
৫১মেরিলি ডস স্যান্টোস ব্রাজিল২:৩৮:১০
৫২সুসান হান জার্মানি২:৩৮:৩১
৫৩কাই ইয়ুন-হী দক্ষিণ কোরিয়া২:৩৮:৫২
৫৪আলেসান্দ্রা আগুইলার স্পেন২:৩৯:২৯
৫৫প্যাট্রিসিয়া রেটিজ মেক্সিকো২:৩৯:৩৪
৫৬লি সুন-ইয়ং দক্ষিণ কোরিয়া২:৪৩:২৩
৫৭ইভা-মারিয়া গ্র্যাডোল অস্ট্রিয়া২:৪৪:২৪
৫৮য়ুলিয়া আর্জিপোভা কির্গিজস্তান২:৪৪:৪১
৫৯সোনিয়া ক্যালিজায়া বলিভিয়া২:৪৫:৫৩
৬০এলেনি ডোন্টা গ্রিস২:৪৬:৪৪
৬১কারিনা পেরেজ মেক্সিকো২:৪৭:০২
৬২বার্থা স্যাঞ্চেজ কলম্বিয়া২:৪৭:০২
৬৩পাউলিন কার্লি আয়ারল্যান্ড২:৪৭:১৬
৬৪মারিয়া হোসে পুয়েয়ো স্পেন২:৪৮:০১
৬৫পেত্রা তেভেলি হাঙ্গেরি২:৪৮:৩২
৬৬এপিফ্যানি নিরাবারাম রুয়ান্ডা২:৪৯:৩২
৬৭সুসানা সারিকোভা স্লোভাকিয়া২:৪৯:৩৯
৬৮গ্যাব্রিয়েলা ট্রানা কোস্টা রিকা২:৫৩:৪৫
৬৯ওক্সানা স্ক্লিয়ারেঙ্কো ইউক্রেন২:৫৫:৩৯
বার্হান অ্যাডের ইথিওপিয়াDNF
গিট ওয়ামি ইথিওপিয়াDNF
ইন্স মন্টেইরো পর্তুগালDNF
ভ্যালেন্টিনা ডেলিওন মলদোভাDNF
রেইকো তোসা জাপানDNF
অলিভেরা জেভটিক সার্বিয়াDNF
গালিনা বোগোমোলোভা রাশিয়াDNF
মারিয়ানা ডিয়াজ জিমেনিজ পূর্ব তিমুরDNF
বিয়েটা রাকোঞ্জাই হাঙ্গেরিDNF
মামোরাল্লো জোকা লেসোথোDNF
ম্যাগডালেনা লিউয়ি-বুলেট মার্কিন যুক্তরাষ্ট্রDNF
ডীনা ক্যাস্টর মার্কিন যুক্তরাষ্ট্রDNF
নাদিয়া এজ্জেফিনি বাহরাইনDNS

অন্তর্বর্তী পর্যায়

পর্যায়প্রতিযোগীরাষ্ট্রসময়
১০ কিমি১। লিজ ইয়েলিং যুক্তরাজ্য36:10
২। জিভিলে বালসিউনাইতে লিথুয়ানিয়া+০:০১
৩। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু রোমানিয়াএকই সময়
৪। ঝৌ চুনঝিউ গণচীনএকই সময়
৫। সওয়াদ ইদ সালেম আলজেরিয়াএকই সময়
২০ কিমি১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু রোমানিয়া১:১১:২৭
২। জিভিলে বালসিউনাইতে লিথুয়ানিয়া+০:০১
৩। পাওলা র‌্যাডক্লিফ যুক্তরাজ্যএকই সময়
৪। সওয়াদ ইদ সালেম আলজেরিয়াএকই সময়
৫। ঝৌ চুনঝিউ গণচীনএকই সময়
৩০ কিমি১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু রোমানিয়া১:৪৫:০৪
২। মার্থা কোমু কেনিয়া+০:৫৭
৩। ঝৌ চুনঝিউ গণচীনএকই সময়
৪। ইরিনা টিমোফায়েভা রাশিয়াএকই সময়
৫। ঝু জিয়াওলিন গণচীনএকই সময়
৪০ কিমি১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু রোমানিয়া২:১৯:০৭
২। ঝৌ চুনঝিউ গণচীন+১:০০
৩। ঝু জিয়াওলিন গণচীনএকই সময়
৪। ক্যাথেরিন দেরিবা কেনিয়া+১:০১
৫। মার্থা কোমু কেনিয়াএকই সময়

তথ্যসূত্র

  1. "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  2. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪
  3. Lewis, Richard (২০০৮-০৮-১৭)। "Paula Radcliffe fails in Olympic marathon bid"। London: The Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.