২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ম্যারাথন
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৭ তারিখে বিশেষভাবে এই প্রতিযোগিতার জন্য বানানো বেইজিং সহরের পথে অনুষ্ঠিত হয় আর শেষ হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[1] যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:৩৭:০০ (A মান) এবং ২:৪২:০০ (B মান)।[2]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ম্যারাথন | ||||||||||
স্থান | বেইজিং | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৭ই আগস্ট | |||||||||
প্রতিযোগী | ৪২ টি দেশের ৮২জন প্রতিযোগী | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
«২০০৪ | ২০১২» |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী![]() | ||||
---|---|---|---|---|
ট্র্যাক বিভাগ | ||||
১০০ মিটার | পুরুষ | মহিলা | ||
২০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১৫০০ মিটার | পুরুষ | মহিলা | ||
৫০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০০০ মিটার | পুরুষ | মহিলা | ||
১০০ মিটার বাধাদৌড় |
মহিলা | |||
১১০ মিটার বাধাদৌড় |
পুরুষ | |||
৪০০ মিটার বাধাদৌড় | পুরুষ | মহিলা | ||
৩০০০ মিটার স্টিপলচেজ |
পুরুষ | মহিলা | ||
৪ x ১০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
৪ x ৪০০ মিটার রিলে | পুরুষ | মহিলা | ||
রোড বিভাগ | ||||
ম্যারাথন | পুরুষ | মহিলা | ||
২০ কিমি হাঁটা | পুরুষ | মহিলা | ||
৫০কিমি হাঁটা | পুরুষ | |||
ফিল্ড বিভাগ | ||||
লং জাম্প | পুরুষ | মহিলা | ||
ট্রিপল জাম্প | পুরুষ | মহিলা | ||
হাই জাম্প | পুরুষ | মহিলা | ||
পোল ভল্ট | পুরুষ | মহিলা | ||
শট পাট | পুরুষ | মহিলা | ||
ডিসকাস থ্রো | পুরুষ | মহিলা | ||
বর্শা নিক্ষেপ | পুরুষ | মহিলা | ||
হাতুড়ি ছোঁড়া | পুরুষ | মহিলা | ||
সম্মিলিত বিভাগ | ||||
হেপ্টাথলন | মহিলা | |||
ডেকাথলন | পুরুষ | |||
রোমানিয়ার কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু এক মিনিটেরও বেশি ব্যবধানে ২:২৬:৪৪ সময়ে বিজয়িনী হন। কেনিয়ার ক্যাথেরিন দেরিবা ২:২৭:০৬ সময়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ও একটু পিছনে থেকে চীনের ঝৌ চুনঝিউ ২:২৭:০৭ সময়ে তৃতীয় হন।
পূর্ববর্তী গোটা বছরটাই চোট-আঘাতের সমস্যায় জর্জরিত থেকেও বিশ্বরেকর্ডধারিনী যুক্তরাজ্যের পাওলা র্যাডক্লিফ এই প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু শীঘ্রই পায়ে খিঁচুনি তাকে থামতে বাধ্য করে। ব্যায়াম করে কিছুটা উপশম হলে তিনি আবার দৌড় শুরু করেন ও ২৩তম হয়ে ২:৩২:৩৮ সময়ে দৌড় শেষ করেন।[3]
পদকতালিকা
স্বর্ণ | কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু![]() |
রৌপ্য | ক্যাথেরিন দেরিবা![]() |
ব্রোঞ্জ | ঝৌ চুনঝিউ![]() |
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() | ২:১৫:২৫ | লন্ডন, যুক্তরাজ্য | ১৩ই এপ্রিল ২০০৩ |
অলিম্পিক রেকর্ড | ![]() | ২:২৩:১৪ | সিডনী, অস্ট্রেলিয়া | ২৪শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
- সমস্ত সময় ঘন্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | সময় | টিকা[4] |
---|---|---|---|---|
![]() | কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ![]() | ২:২৬:৪৪ | SB |
![]() | ক্যাথেরিন দেরিবা | ![]() | ২:২৭:০৬ | |
![]() | ঝৌ চুনঝিউ | ![]() | ২:২৭:০৭ | SB |
৪ | ঝু জিয়াওলিন | ![]() | ২:২৭:১৬ | SB |
৫ | মার্থা কোমু | ![]() | ২:২৭:২৩ | |
৬ | মারা ইয়ামাউচি | ![]() | ২:২৭:৩৯ | |
৭ | ইরিনা টিমোফায়েভা | ![]() | ২:২৭:৩১ | |
৮ | লিডিয়া সাইমন | ![]() | ২:২৭:৫১ | |
৯ | সওয়াদ ইদ সালেম | ![]() | ২:২৮:২৯ | |
১০ | সেলিনা জেবেত কোসগাই | ![]() | ২:২৯:২৮ | |
১১ | জিভিলে বালসিউনাইতে | ![]() | ২:২৯:৩৩ | |
১২ | কিম কুম-ওক | ![]() | ২:৩০:০১ | SB |
১৩ | য়ুরিকা নাকামুরা | ![]() | ২:৩০:১৯ | |
১৪ | আনা ইনসার্তি | ![]() | ২:৩০:৫৫ | PB |
১৫ | ডায়ার টিউন | ![]() | ২:৩১:১৬ | |
১৬ | নিনা রিলস্টোন | ![]() | ২:৩১:১৬ | |
১৭ | ব্রুনা জেনোভেজ | ![]() | ২:৩১:৩১ | |
১৮ | লুমিনিতা তালপোজ | ![]() | ২:৩১:৪১ | |
১৯ | ম্যাডাই পেরেজ | ![]() | ২:৩১:৪৭ | |
২০ | ক্রিস্টেল ডাউনে | ![]() | ২:৩১:৪৮ | |
২১ | বেনিটা জনসন | ![]() | ২:৩২:০৬ | |
২২ | স্বেতলানা জাখারভ | ![]() | ২:৩২:১৬ | |
২৩ | পাওলা র্যাডক্লিফ | ![]() | ২:৩২:৩৮ | |
২৪ | মোনিকা ড্রাইবুলস্কা | ![]() | ২:৩২:৩৯ | SB |
২৫ | লি ইউন-জং | ![]() | ২:৩৩:০৭ | |
২৬ | লিজ ইয়েলিং | ![]() | ২:৩৩:১২ | |
২৭ | ব্লেক রাসেল | ![]() | ২:৩৩:১৩ | |
২৮ | বিয়েটা নাইগ্যাম্বো | ![]() | ২:৩৩:২৯ | |
২৯ | ভিনসেঞ্জা সিক্যারি | ![]() | ২:৩৩:৩১ | |
৩০ | ডরোটা গ্রুকা | ![]() | ২:৩৩:৩২ | |
৩১ | তাতিয়ানা ফিলোনিউক | ![]() | ২:৩৩:৩৫ | |
৩২ | মারিসা বারোস | ![]() | ২:৩৪:০৮ | |
৩৩ | লিসা জেন ওয়েটম্যান | ![]() | ২:৩৪:১৬ | |
৩৪ | কার্স্টেন মেলকেভিক ওটারবু | ![]() | ২:৩৪:৩৫ | |
৩৫ | লিজা হান্টার-গ্যালভান | ![]() | ২:৩৪:৫১ | |
৩৬ | জং ইয়ং-ওক | ![]() | ২:৩৪:৫২ | |
৩৭ | রাসা রাসা দ্রাজদাউস্কাইতে | ![]() | ২:৩৫:০৯ | |
৩৮ | মেলানি ক্রাউস | ![]() | ২:৩৫:১৭ | |
৩৯ | মারিয়া পোর্টিলো | ![]() | ২:৩৫:১৯ | NR |
৪০ | হেলালিয়া জোহানিজ | ![]() | ২:৩৫:২২ | |
৪১ | শুজিং ঝ্যাং | ![]() | ২:৩৫:৩৫ | |
৪২ | লুসিয়া কিমানি | ![]() | ২:৩৫:৪৭ | NR |
৪৩ | স্যান্ড্রা রুয়ালস | ![]() | ২:৩৫:৫৩ | PB |
৪৪ | কেট স্মিথ | ![]() | ২:৩৬:১০ | |
৪৫ | ইয়েসেনিয়া সেন্টেনো | ![]() | ২:৩৬:২৫ | |
৪৬ | আনা ডিয়াজ | ![]() | ২:৩৬:২৫ | |
৪৭ | নেবিয়াত হাবতেমরিয়ম | ![]() | ২:৩৭:০৩ | |
৪৮ | জো বান-হুই | ![]() | ২:৩৭:০৪ | |
৪৯ | তাবিথা সাতসা | ![]() | ২:৩৭:১০ | |
৫০ | বাহার ডোগান | ![]() | ২:৩৭:১২ | PB |
৫১ | মেরিলি ডস স্যান্টোস | ![]() | ২:৩৮:১০ | |
৫২ | সুসান হান | ![]() | ২:৩৮:৩১ | |
৫৩ | কাই ইয়ুন-হী | ![]() | ২:৩৮:৫২ | |
৫৪ | আলেসান্দ্রা আগুইলার | ![]() | ২:৩৯:২৯ | |
৫৫ | প্যাট্রিসিয়া রেটিজ | ![]() | ২:৩৯:৩৪ | |
৫৬ | লি সুন-ইয়ং | ![]() | ২:৪৩:২৩ | |
৫৭ | ইভা-মারিয়া গ্র্যাডোল | ![]() | ২:৪৪:২৪ | |
৫৮ | য়ুলিয়া আর্জিপোভা | ![]() | ২:৪৪:৪১ | |
৫৯ | সোনিয়া ক্যালিজায়া | ![]() | ২:৪৫:৫৩ | |
৬০ | এলেনি ডোন্টা | ![]() | ২:৪৬:৪৪ | |
৬১ | কারিনা পেরেজ | ![]() | ২:৪৭:০২ | |
৬২ | বার্থা স্যাঞ্চেজ | ![]() | ২:৪৭:০২ | |
৬৩ | পাউলিন কার্লি | ![]() | ২:৪৭:১৬ | |
৬৪ | মারিয়া হোসে পুয়েয়ো | ![]() | ২:৪৮:০১ | |
৬৫ | পেত্রা তেভেলি | ![]() | ২:৪৮:৩২ | |
৬৬ | এপিফ্যানি নিরাবারাম | ![]() | ২:৪৯:৩২ | |
৬৭ | সুসানা সারিকোভা | ![]() | ২:৪৯:৩৯ | |
৬৮ | গ্যাব্রিয়েলা ট্রানা | ![]() | ২:৫৩:৪৫ | |
৬৯ | ওক্সানা স্ক্লিয়ারেঙ্কো | ![]() | ২:৫৫:৩৯ | |
– | বার্হান অ্যাডের | ![]() | DNF | |
– | গিট ওয়ামি | ![]() | DNF | |
– | ইন্স মন্টেইরো | ![]() | DNF | |
– | ভ্যালেন্টিনা ডেলিওন | ![]() | DNF | |
– | রেইকো তোসা | ![]() | DNF | |
– | অলিভেরা জেভটিক | ![]() | DNF | |
– | গালিনা বোগোমোলোভা | ![]() | DNF | |
– | মারিয়ানা ডিয়াজ জিমেনিজ | ![]() | DNF | |
– | বিয়েটা রাকোঞ্জাই | ![]() | DNF | |
– | মামোরাল্লো জোকা | ![]() | DNF | |
– | ম্যাগডালেনা লিউয়ি-বুলেট | ![]() | DNF | |
– | ডীনা ক্যাস্টর | ![]() | DNF | |
– | নাদিয়া এজ্জেফিনি | ![]() | DNS |
অন্তর্বর্তী পর্যায়
পর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
১০ কিমি | ১। লিজ ইয়েলিং | ![]() | 36:10 |
২। জিভিলে বালসিউনাইতে | ![]() | +০:০১ | |
৩। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ![]() | একই সময় | |
৪। ঝৌ চুনঝিউ | ![]() | একই সময় | |
৫। সওয়াদ ইদ সালেম | ![]() | একই সময় | |
২০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ![]() | ১:১১:২৭ |
২। জিভিলে বালসিউনাইতে | ![]() | +০:০১ | |
৩। পাওলা র্যাডক্লিফ | ![]() | একই সময় | |
৪। সওয়াদ ইদ সালেম | ![]() | একই সময় | |
৫। ঝৌ চুনঝিউ | ![]() | একই সময় | |
৩০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ![]() | ১:৪৫:০৪ |
২। মার্থা কোমু | ![]() | +০:৫৭ | |
৩। ঝৌ চুনঝিউ | ![]() | একই সময় | |
৪। ইরিনা টিমোফায়েভা | ![]() | একই সময় | |
৫। ঝু জিয়াওলিন | ![]() | একই সময় | |
৪০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ![]() | ২:১৯:০৭ |
২। ঝৌ চুনঝিউ | ![]() | +১:০০ | |
৩। ঝু জিয়াওলিন | ![]() | একই সময় | |
৪। ক্যাথেরিন দেরিবা | ![]() | +১:০১ | |
৫। মার্থা কোমু | ![]() | একই সময় |
তথ্যসূত্র
- "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- Lewis, Richard (২০০৮-০৮-১৭)। "Paula Radcliffe fails in Olympic marathon bid"। London: The Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২।